![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাবের ক্লিনার থেকে ক্লিনার কোম্পানির মালিক ও পরবর্তীতে হার্ভে রেনার্ড একমাত্র কোচ যিনি আলাদা ২ টি দেশের হয়ে AFCON শিরোপা জিতেছেন।
২০১২ সালে জাম্বিয়া ও ২০১৫ সালে আইভরিকোষ্টের ম্যানেজার হয়ে আফ্রিকান নেশন্স কাপ জয় করেন।
২০১৫ সালে ফ্রেঞ্চ ক্লাব লিলের ম্যানেজারের দায়িত্বও পালন কালে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট অর্জন করায় লিলে বরখাস্ত করে ২০১৫ সালেই। পরবর্তীতে (২০১৬-২০১৯) মরক্কোর ম্যানেজারের দায়িত্ব পালন করেন। মরক্কো ২০১৮ সালে ২০ বছর
পরে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে এই হার্ভে রেনার্ড এর হাত ধরেই। জুলাই ২০১৯ সালে সৌদি আরবের ম্যানেজার হয়ে আসেন
হার্ভে রেনার্ড এবং কাতার বিশ্বকাপ খেলার টিকিট পান। ফেবারিট Argentina কে ২-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা পায় হার্ভে রেনার্ড এর ফ্যালকনরা। Hervé Jean-Marie Roger Renarde ১৯৬৮ সালে ৩০ সেপ্টেম্বর ফ্রান্সে জন্মগ্রহণ করেন। প্রফেশনাল ক্যারিয়ারে তিনি মূলতো ডিফেন্ডার পজিশনে খেলতেন। কোচিং ক্যারিয়ারে হার্ভে রেনার্ড এর পছন্দের ফরমেশন হচ্ছে ৪-২-৩-১।
সৌদি আরবের হয়ে বিদেশি কোচদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৮ টি ম্যাচ জিতেছেন হার্ভে রেনার্ড।
©somewhere in net ltd.