![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
একজন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছে বেশ কিছুদিন হলো। কিন্তু সে চাকরি পাচ্ছে না। অথবা এমবিএ-ও করছে না। সে নিজেকে নিয়ে মোটামুটি টেনশনে আছে। কি করবে বুঝতে পারছে না।
অন্যদিকে তারই এক বন্ধু আছে, সে পাশ করার সাথে সাথেই একটা ভালো জবে জয়েন করেছে। সে খুব সুখে শান্তিতে আছে। যা দেখে তা দেখেই তার ডিগবাজী খেতে ইচ্ছা করে। তার যে বন্ধুরা তার মতোই ভালো আছে তাদের সাথে সে মাঝেমাঝে সুখ দু:খের আলাপ করে।
আরেকদিকে তার যে বন্ধুটা জব পাচ্ছে না, তাকে দেখলে তার গর্দভ মনে হয়। তার ব্যাপারে আরো মনেহয় ঐ গর্দভটার কিছুই হবে না। এজন্য মাঝেমাঝেই সে জব না পাওয়া বন্ধুটাকে খোঁচায়। এই খোঁচাখুঁচিতে বন্ধুটা কষ্ট পায়। এতে তার মনটা এক ধরনের স্বর্গীয় ভালো লাগায় ভরে ওঠে। তখন তার তাক ধিনাধিন তাক ধিনাধিন করে নাচতে ইচ্ছা করে।
এমন না যে ঐ বন্ধুটার বেকার বসে থাকায় তার অনেক ক্ষতি হচ্ছে। এমনও না যে ঐ বন্ধুটাকে খুঁচিয়ে তার ভীষণ লাভ-ও হচ্ছে। কিন্তু সে তার বন্ধুটা খুঁচিয়ে কষ্ট দিয়ে এক ধরনের আনন্দ হচ্ছে।
আপনারা কি কেউ বলতে পারবেন... এই সুখী বন্ধুটার সমস্যা কি? সে কেন এমন করে? কি সমস্যা তার? এটা কি তার একটা মানসিক অসুখ? মানসিক অসুখ হলে সেটার নাম কি?
০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০০
চানাচুর বলেছেন: সে তো নাহয় বুঝলাম।
সবার লাইফে হয়তো সবকিছু স্মুদভাবে হয় না, কিন্তু এতে তার সমস্যা কি? তাকে খুঁচিয়ে সে কেন আনন্দ পাবে? জব না পাওয়া গরিব বন্ধুটা তো আছে নিজের মতোই। সে চেষ্টায় আছে যেহেতু একটা কিছু তো হবেই।
২| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০০
কাউসার রানা বলেছেন: এর একটা বাংলা নাম আছে, খোঁচানুমিয়া বলে।
আশা করি উত্তরটি পেয়েছেন।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০৪
চানাচুর বলেছেন: উত্তরটা পেয়েছি। কিন্তু ভাই আমার মনেহয় এটা একটা অসুখ এবং মারাত্বক অসুখ। আমি টেনশনে আছি ভাই তাকে নিয়ে
আর কিছু বলেন।
৩| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০৩
যোগী বলেছেন:
এই অসুখের নাম র্নিবুদ্ধিতা, এই সকল অসুস্থ লোকদের এভয়েড করলে তাদের এই অসুখের কিছুটা উপশম হয়।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০৯
চানাচুর বলেছেন: ধন্যবাদ যোগী।
৪| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সুপিরিওরিটি কমপ্লেক্স।
এ রোগের রুগীরা অন্যকে ছোট করলে নিজেকে বড় প্রমান করতে পারে না, তারা সব সময়ই উপরে থাকতে চাই।
৫| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সুপিরিওরিটি কমপ্লেক্স।
এ রোগের রুগীরা অন্যকে ছোট না করলে নিজেকে বড় প্রমান করতে পারে না, তারা সব সময়ই উপরে থাকতে চাই।
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
চানাচুর বলেছেন: ভালো বলেছেন। কিন্তু এই লোককে সুস্থ করার ওষুধ কি?
৬| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২
কান্টি টুটুল বলেছেন:
এইটা মনে হয় এক ধরনের "পার্সোনালিটি ডিসঅর্ডার"।
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
চানাচুর বলেছেন: জ্বি
৭| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪০
কান্টি টুটুল বলেছেন:
আপনার দেয়া বর্ণনার সাথে বেশ মিল আছে,পড়ে দেখতে পারেন।
Antisocial Personality Disorder.
People with antisocial personality disorder characteristically act out their conflicts and ignore normal rules of social behavior. These individuals are impulsive, irresponsible, and callous. Typically, the antisocial personality has a history of legal difficulties, belligerent and irresponsible behavior, aggressive and even violent relationships. They show no respect for other people and feel no remorse about the effects of their behavior on others. These people ware at high risk for substance abuse, especially alcoholism, since it helps them to relieve tension, irritability and boredom.
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
চানাচুর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
৮| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:০৫
*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা, , , , এই ধরনের মানসিক রোগীর চিকিৎসা করতে হলে মানসিক ডাক্তারদের চেম্বারগুলোতে ২ মাইল লম্বা সিরিয়াল হবে
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০
চানাচুর বলেছেন: উঁহু!! এর সমস্যাটা এক্টু মাত্রাতিরিক্ত
৯| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
আছেনা কিছু মানুষ!!!
০৮ ই মে, ২০১৩ রাত ১০:২১
চানাচুর বলেছেন: আছে তো! কিন্তু এমন কেন হবে!
১০| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:০৯
কালোপরী বলেছেন: এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভাল
০৮ ই মে, ২০১৩ রাত ১০:২৪
চানাচুর বলেছেন: বন্ধুত্বের ব্যাপার পরে আপু। আগে আসবে মানবতার কথা! খোঁচা দিয়ে কিসের এতো আনন্দ!!
কেমন আছেন?
১১| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:০৯
প্রিন্স হেক্টর বলেছেন: এই অসুখের নাম "থাপ্পড় খাওয়ার ক্ষিদা"।
ঐ বন্ধুকে কানের নিচে একটা মারুন, অসুখ সেড়ে যাবে।
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
চানাচুর বলেছেন: হাসতে হাসতে দাঁত খুইলা গেল!!
আপনাকে ধন্যবাদ। আমার বন্ধু হলে তাকে ঠিকই কানের নিচে না ঠিক কান বরাবর থাপ্পড়টা দিতাম!! যাই হোক... ভবিষ্যতে এই অবস্থা হলে কান বরাবরই দিবো
১২| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:৩৯
আমি তুমি আমরা বলেছেন: থাব্রানো উচিত এদের।
১২ ই মে, ২০১৩ রাত ২:৩৩
চানাচুর বলেছেন: বাট কয়টা মানুষ থাব্রাতে পারে বলেন!!
১৩| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
শুঁটকি মাছ বলেছেন: বোন অনেকেই থাব্রানোর সাজেশন দিয়েছে।চল দুইজন মিলে ঐটারে থাব্রায়ে আসি।
১২ ই মে, ২০১৩ রাত ২:৩৭
চানাচুর বলেছেন: বাট আমি আর তুমি যি ঐটারে ধরি তাইলে তো ঐটা মইরাই যাইবে বোন!! মাটিতে ফেইলা পারা দিয়া আছড়ায়া আছড়ায়া মারতাম ঐটারে
১২ ই মে, ২০১৩ রাত ২:৪৪
চানাচুর বলেছেন: তবে কল্পনা করতে ভালো লাগছে
ধরো... ফার্স্টে আমি একটা থাব্রা দিলাম। তাকে অবাক হওয়ার টাইম না দিয়ে তুমিও আরেক গালে দিলা আরেকটা থাব্রা। এরপর আমি আবার, তারপর তুমি আবার!! একটা পর্যায়ে তার গাল লাল+কয়টা দাঁত নড়বে
১৪| ১১ ই মে, ২০১৩ রাত ৮:০২
নতুন বলেছেন: এই রকমের বন্ধু থাকার চেয়ে না থাকাই ভাল...
১২ ই মে, ২০১৩ রাত ২:৩৮
চানাচুর বলেছেন: আমার এমন বন্ধু নাই। আমি বন্ধুহীন থাকবো কিন্তু এরকম আচরণ সহ্য করবো না।
১৫| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৩৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: সুশিক্ষার অভাব...... এই শিক্ষাটা শুধুমাত্র ফ্যামিলী থেকেই পাওয়া সম্ভব।
কেমন আছেন?
১৩ ই মে, ২০১৩ রাত ১১:২৩
চানাচুর বলেছেন: সুশিক্ষার অভাব...... এই শিক্ষাটা শুধুমাত্র ফ্যামিলী থেকেই পাওয়া সম্ভব। ঠিক বলেছেন!!
আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
১৬| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৪৭
লাবনী আক্তার বলেছেন: এমন মানুষ কখনোই প্রকৃত বন্ধু হতে পারেনা। বন্ধুতো সেই মানুষ যে মানুষটি সুখের সময় যেমন পাশে থাকবে তেমনি দুঃখের সময়ও পাশে থাকবে। একজন ভাল বন্ধু কখনোই ইচ্ছে করে কষ্ট দিতে পারেনা।
১৩ ই মে, ২০১৩ রাত ১১:২৫
চানাচুর বলেছেন: বন্ধুত্বের কথা পরে!! বন্ধু হোক আর ক্লাসমেইট হোক অথবা প্রতিবেশির সাথেই হোক না কেন... এরকম আচরণ কখনোই সুস্থ মানসিকতার পরিচয় বহন করে না।
১৭| ১২ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এটা তার অন্তরের ব্যাধি, মনুষ্যত্ত্ব বোধের অভাব...
১৩ ই মে, ২০১৩ রাত ১১:২৫
চানাচুর বলেছেন: সেইটাই
১৮| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:৪৪
কে এম শিহাব উদ্দিন বলেছেন: ইগনোর
১৬ ই মে, ২০১৩ রাত ১২:১৯
চানাচুর বলেছেন: বুঝলাম। বাট মুখ ভেংচানোর কারণ বুঝলাম না।
১৯| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৫৯
শুঁটকি মাছ বলেছেন: চানামনি তুমার ইমাজিনেশন পাওয়ার এত কমে গেছে কেন বলতো?গত কালও তো দেখলাম কি সুন্দর প্লান করছ!আজ তোমার কি হল বলত?তোমার কি ধারণা তুমি আর আমি যদি একসাথে ওইটারে ধরি তাহলে ঐটার ধরে আর মাথা থাকবে?
বাইদাওয়ে,বেশী করে মাথায় পানি ঢলো তাহলে আবার আগের মত ক্রিয়েটিভলি মানুষকে দাবড়ানী দেয়ার কৌশল মাথায় খেলবে!
১৬ ই মে, ২০১৩ রাত ১২:২৮
চানাচুর বলেছেন: শুঁটকিমিয়া তুমি ঠিকই বলেছো। আমার ইমাজিনেশন পাওয়ার আসলেই কমে গেছে। এর কারণ আমি দুইদিন গোসল করতে পারিনাই পানির সমস্যার জন্য। আজ এই সমস্যা দূর হওয়ার পর যথেষ্ট পরিমাণে পানি ঢেলেছি।
তবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা ওইটারে ধরলে ও এই পৃথিবীর মায়া ত্যাগ করবে।
২০| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:৪৬
তেরো বলেছেন: নিজে এমন কয়টা খোঁচা খাইলে একদম সোজা হইয়া যাইতো। বিবেক বুদ্ধিহীন মানুষ।
১৬ ই মে, ২০১৩ রাত ১২:৩০
চানাচুর বলেছেন: ডার্লিং এটা আমি বিশ্বাস করিনা
বাইদাওয়ে... ক্যামন আছো? :!>
২১| ১৬ ই মে, ২০১৩ রাত ১২:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: কি চানাচুর, খবর কি? সব ভালো? ব্লগে তো ধুমকেতু হইয়া গেলা। মাঝে মাঝে তব দেখা পাই তাও ফোন হারালে!
১৬ ই মে, ২০১৩ রাত ১:৪৪
চানাচুর বলেছেন: জ্বি ভাইয়া, এখন সামার ভ্যাকেশনে আছি। কিন্তু হাতে কোনো কাজ নাই। আপনি কেমন আছেন?
২২| ১৬ ই মে, ২০১৩ রাত ১:৩৩
তেরো বলেছেন: এই তো আছি ভালোই। অলস জীবনের সমাপ্তি ঘটছে। ফাইনাল পরীক্ষা আবার শুরু হইছে।
তুমি কেমন আছো? :#> :#> :> :>
১৬ ই মে, ২০১৩ রাত ১:৪৭
চানাচুর বলেছেন: আহারে মন দিয়া পড়ালেখা করো ডার্লিং :!>
আমার এখন সামার ভ্যাকেশন। যদিও পুরো ১ মাস ছুটি কাটাতে পারবো না। তার আগেই ক্লাস শুরু হয়ে যাবে। আমি চিন্তায় আছি। ছুটি শেষে না জানি কি হবে!! আমাদের তো কোনো কোর্সেরই ক্লাস পরীক্ষা ওইভাবে শেষ হয়নাই এখনও। দোয়া করো
২৩| ১৬ ই মে, ২০১৩ রাত ২:০১
*কুনোব্যাঙ* বলেছেন: আছি মোটের উপর খারাপ না। ভালো করে ভ্যাকেশন কাটাও, আম কাঠাল বেশী বেশী খেয়ে নিও। আর আসার সময় আমাদের জন্য সুন্দরবনের পিউর মধু নিয়ে এসো। ঠিকাছে?
১৬ ই মে, ২০১৩ রাত ২:০৫
চানাচুর বলেছেন: অবশ্যই!!
২৪| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:২০
Ash৯৪ বলেছেন: Very bad indeed. Friends should not behave like this with each other. This is superiority complex, most people have it. Some show it, some keep it to themselves.
১৫ ই জুন, ২০১৮ ভোর ৬:৩৬
চানাচুর বলেছেন: আসলে কিছু মানুষ নিজেকে বড় সাজাতে অন্যকে হেয় প্রতিপন্ন করা বেছে নেয়। কিন্তু কাজের যেমন দাম আছে। কথারও অনেক দাম। কথার জন্যেই মানুষ মানুষের ভালবাসা পায়, আবার কথার জন্যেই গ্রহণযোগ্যতা হারায়। হুম ঠিকই বলেছ, সুপিরিওরিটি কমপ্লেক্স অথবা শ্রেষ্ঠত্বের ভান!
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৪
টিভি পাগলা বলেছেন: আত্মগরীমা, চাকুরীর গরমে মাটিতে পা পড়ে না।
এই সব মানুষ কখনো কারো প্রকৃত বন্ধু হতে পারে না।