নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

একজন মানুষ কেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে!

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:০৬

আমি স্কুল লাইফে অনেক মন দিয়ে ধর্মকর্ম করতাম। এমনও হয়েছে যে রোজা রাখতে পারছি না তাও হাতে একটা বই/তজবী নিয়ে বসে থাকতাম। তালিমে যেতাম। রোজা রাখি আর না রাখি অন্ততপক্ষে নামায পড়তাম। শবেবরাত আর শবেকদরের রাতে বড়দের একজন বলতো শুনতাম… তোমাদের দাদা, দাদী, নানাজী সবাই তোমাদেরকে দেখতে আসবে এই দিন তোমরা নামাজ পড়ে দোয়া করছো কিনা! যদি দেখে দোয়া করছো না তখন তাঁরা অনেক কষ্ট পাবেন।



এটা মনে করেই আমার ভীষণ ইমপর্টেন্ট রাত মনে হতো। সন্ধ্যায় গোসল করে নামাজ পড়লে নাকি অনেক সওয়াব পাওয়া যায়। সেটাও করতাম। শুনতাম ঐ দুই রাতে আল্লাহ্‌র কাছে নাকি যা চাওয়া হবে তা-ই পাওয়া যাবে। ছোটবেলায় তো চাওয়ার তেমন কিছুই ছিল না। বড় হয়েই অনেককিছু চাই। তবে এই পর্যন্ত চাওয়া না পাওয়ার মাঝে অনেককিছুই পেয়েছি আবার অনেককিছুই পাইনি। কিন্তু বড় হয়ে যে আমার কী হয়ে গেল! আমার এখন একদমই মন লাগে না। এমন না যে আমি এসবের তাৎপর্য জানিনা। আগেই বরং জানতাম না। বড়রা যা বলতো সেটাই করতাম।



আজ চারদিন রোজা। এর মধ্যে একদিন সেহেরি খেয়েছি, আর বাকী তিনদিন সেহেরি না খেয়েই রোজা। না খেলে রোজা হয় সেই হিসেবে যেন দায়সারাভাবে রোজা রাখছি এমনটা মনে হচ্ছে। রোজা রাখা হচ্ছে ঠিকই কিন্তু নামায পড়া হচ্ছিল না। আজ থেকে জোর করে সেটা করছি।



আজকাল বিভিন্ন কারণে মনেহয় আমার নিজের উপর আমি গত ৪ বছর ধরে একদমই নিয়ন্ত্রণ রাখতে পারছি না। যা বলি, তা করিনা। যা বলি করবো না, তাই করে বসে থাকি। যেটা জানি খারাপ, সেটা থেকে দূরে সরে মনে হতে থাকে ব্যাপারটা কী ঠিক হলো? :|



আগে কখনো নিজেকে চারিত্রিকভাবে দুর্বল মনে হয়নি। কিন্তু আজকাল মনেহয়। অথচ কেউ আমাকে দেখলে বলবে না আমি কতটা খারাপ! :|

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:১১

অবাধ্য সৈনিক বলেছেন: :|

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:১৭

চানাচুর বলেছেন: ক্যায়া হুয়া :-&

২| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:১৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: :(


অফটপিকঃ আপনার ইদানিংকালের সব লেখা প্রকাশ হবার পরপরই আবার ড্রাফট হয়ে যায় কেন?

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:২২

চানাচুর বলেছেন: ওইদিনের ওটা বিয়েসাদী রিলেটেড ছিল, তাই ওটা উঠায় দিয়েছি। তারপরের দিনের ওইটা বদনাম করছিলাম... রোজার দিনে বদনাম করা কী ঠিক? :!> তাই খেয়ে ফেলেছি পোস্ট :#>

৩| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: হাহাহা। আচ্ছা। তাহলে ঠিক আছে। আমি ভাবলাম কেউ কিছু বললো কিনা আবার।

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২

চানাচুর বলেছেন: না কী আর বলবে! X( :P

কেমন আছেন? :)

৪| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৩০

আজমান আন্দালিব বলেছেন: আগে কখনো নিজেকে চারিত্রিকভাবে দুর্বল মনে হয়নি। কিন্তু আজকাল মনেহয়। অথচ কেউ আমাকে দেখলে বলবে না আমি কতটা খারাপ! :|
আত্মপোলব্ধি!!

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২

চানাচুর বলেছেন: জ্বি :(

ধন্যবাদ :)

৫| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪০

আদরসারািদন বলেছেন: ভাইডি..........ইদানিং আপনার মত আমারও সেইম অবস্থা.......তবে আমার আরও একটি অপসন বেশী! সেটা হল সব সময় সব কাজে সিদ্ধান্তহীনতায় ভোগা

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৪

চানাচুর বলেছেন: সিদ্ধান্তহীনতায় তো আমিও ভুগি। সীদ্ধন্তহীনতা+সীমাবদ্ধতা দুইটাই কাজ করে :(

ধন্যবাদ।

৬| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমি ভাল নেই। :( আর পড়ালেখা করতে ইচ্ছা করে না। দেশে ফিরতে ইচ্ছা করে। :(

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৬

চানাচুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে। ১৯ ঘণ্টায় রোজা রাখলে তো এমনই হবে :(

আমারও কিছু করতে ইচ্ছা করেনা। সোমবার দিন একটা পরীক্ষা আছে। এখনও কিছু পড়িনি। যদিও সোমবার অনেক দেরী। খালি ক্ষিধা লাগে আর ঘুম পায়:(

৭| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমারো খালি ঘুম পায়। :(

৮| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমারো খালি ঘুম পায়। :(

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪

চানাচুর বলেছেন: আমার ঘুম পেলে ঘুমিয়ে যাই। ঘুমিয়েও শান্তি পাই না। অনেক ভালো ভালো খাবার দাবারের স্বপ্ন দেখি। আর আমার খিদা লাগলে অনেক জিদ লাগে। :(

৯| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৩

অবাধ্য সৈনিক বলেছেন: রসাতলে :| :|

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৬

চানাচুর বলেছেন: আপনি কথা এতো কম বলেন কেন? আপনাকে কী বেশি কথা বলার জন্য কেউ কখনো ডলা দিয়েছিল? #:-S ভালো করে বুঝিয়ে বলেন তো একটু /:)

১০| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০২

অবাধ্য সৈনিক বলেছেন: আপনার লেখার আসল বিষয়টা আমি খানিকটা বুঝতে পেরেছি ! অনেক গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে লিখেছেন বোঝা যাচ্ছে । সাথে যথেষ্ট গুরুত্বপূর্ন তথ্য উপাত্ত সংযোজন পোস্টটিকে পাঠকের কাছে আরও গ্রহনযোগ্য করে তোলার ক্ষেত্রে বলিষ্ট ভুমিকা পালন করেছে ।
এই রকম গুরুত্বপূর্ন এবং তথ্য সম্বলিত পোস্টের জন্য লেখকের একটা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য !
ইদানিং এই রকম পরিশ্রম সাধ্য পোস্ট সামুতে দেখাই যায় না ! আশা করবো আপনি এই রকমন পরিশ্রমী পোস্ট আরও বেশি বেশি দিয়ে সামহোয়্যারের পাঠকদের উপকৃত করবেন B-) B-))

০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

চানাচুর বলেছেন: মানছি লিখতে পারিনা। তাই বলে এভাবে বললেন, অনেক কষ্ট পেলাম। রোজার মাসে এতো কষ্ট দেওয়া ঠিক না মানুষকে :( :(

১১| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

অবাধ্য সৈনিক বলেছেন: নিছক রসিকতা :#>

১২| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

জাফরুল মবীন বলেছেন: “আজকাল বিভিন্ন কারণে মনেহয় আমার নিজের উপর আমি গত ৪ বছর ধরে একদমই নিয়ন্ত্রণ রাখতে পারছি না”-দেহ ও মন -অামাদের স্বত্বার দুটো অংশ।দেহ দূর্বল হলে যেমন ইচ্ছে থাকলেও অনেক কাজ করা যায় না ঠিক তেমনি মন দূর্বল হলেও সে মন দিয়ে সব কাজ সবসময় সঠিকভাবে করা যায় না।মানসিক দূর্বলতার বহুবিধ কারণের মধ্যে একটি খুব সাধারণ কারণ হচ্ছে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস।আপনি যদি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কথা বলেন তাহলেই আপনি জানতে পারবেন কেন আপনার এরকম মনে হচ্ছে এবং সেই সাথে পেয়ে যাবেন তা সমাধানের উপায়।শুভকামনা রইলো আপনার জন্য।

১৩| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

বান০০৭ বলেছেন: .....it will ok - after marry!

For চানাচুর Brother:

১৪| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

বান০০৭ বলেছেন: দেশে ফিরে গিয়ে - আমি হাম্বা হবো।

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:২৪

শুঁটকি মাছ বলেছেন: ব্যাপার না ব্রো, তুমি যথেষ্টই দৃঢ়চেতা মানুষ।

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২০

রঙ তুলি ক্যানভাস বলেছেন: "আগে কখনো নিজেকে চারিত্রিকভাবে দুর্বল মনে হয়নি। কিন্তু আজকাল মনেহয়। অথচ কেউ আমাকে দেখলে বলবে না আমি কতটা খারাপ! "- ঠিক এরকম মানসিক অবস্থার মধ্য দিয়ে আমি নিজেও যাচ্ছি, এত পেইনফুল এটা /:) /:)

১৭| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:১১

Ash৯৪ বলেছেন: অথচ কেউ আমাকে দেখলে বলবে না আমি কতটা খারাপ!
Ami tomar sathe ekdomi ek mot hote parlam na miss chanachuuurrr. Amar toh mone hoy tumi oneki bhalo and sweet ekta person.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.