![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
আমি অনেক সহজ সহজ বিষয়ই বুঝতাম না। যেমন আগে সুখ এবং শান্তির পার্থক্য জানতাম না। মনে করতাম মনে যদি সুখ আসে তবেই আমার শান্তি লাগবে। সুখ এবং শান্তির সংজ্ঞা জেনেছি এক স্যারের কাছ থেকে। তারপর থেকে আমার কাছে শান্তিকে খুবই আকর্ষণীয় মনে হত। এটা ভাবতাম মনে শান্তি থাকলে দুঃখবোধ-না পাওয়ার বেদনা অনুভূত হয়না। সুখ ও শান্তির সংজ্ঞা যদি একজন হতাশ মানুষ শিখে যায় তবে তার হতাশাবোধ ৪০% কেটে যাবে। আমি ৮০% সুখী ছিলাম। ২০% অসুখী ছিলাম। সুখ শান্তির ডেফিনেশন থেকে আমি সুখীও হতে পারিনি আবার অসুখীও হতে পারিনি নি। আমি চেষ্টা করেছিলাম শান্তিতে থাকতে। মাঝে শরীরটা খুব খারাপ গেছে। শরীর যখন ভাল না থাকে তখন কোন সুখকেই সুখ মনেহয় না। শরীর ভাল থাকা মানুষের জীবনের অনেক বড় একটা বিষয়। ওই সময় আমি আবার তীব্রভাবে উপলদ্ধি করেছি আমার দরকার শান্তিরররররর!
এখন কথা হল সুখ শান্তির সংজ্ঞা আমি এখনও ভাল মত জানিনা। এটা জানতে হলে আমাকে পড়তে হবে লিলিয়ানের লাইট ফ্রম মেনি ল্যাম্পস বইটা। কিন্তু এই বইটা নীল ক্ষেতে পাওয়া যায় না
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
প্রোফেসর শঙ্কু বলেছেন: নেটে পেলাম না। বইটা পড়ার ইচ্ছে জাগছে।
৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:১১
চানাচুর বলেছেন: ধরেন, আগে আপনি ভীষণ গরিব ছিলেন। ঘরে কিছুই ছিল না আপনার। মাটির ঘর, মাটির তৈরি তৈজসপত্র, গোলাভরা ধান এগুলো চোখের সামনে পড়ে থাকত। চুরির ভয় ছিল না। কোন রকম খেয়ে না খেয়ে জীবন যাপন করতেন। এটা হল শান্তি। আপনি গরিব মানুষ, খেতে পান না তাও নিশ্চিন্ত জীবন।
এখন ধরেন, আপনার অনেক টাকা। মাটির ঘরের পরিবর্তে দালানকোঠা, সিলভারের তৈজসপত্র, ঘরে দামী আসবাব। আপনি এখন বেশ প্রাচুর্য এর মধ্যে আছেন মানে আপনি সুখী। এখন আপনি চাইলেই পারেন না আগে যেরকমভাবে সব বাইরে ফেলে রেখে ঘুরে বেড়াতে পারতেন, সেরকমভাবে ফেলে রাখতে। কারণ চোখের পলকেই হতে পারে অনেক বড় চুরি। এর মানে হল আপনার মনে সুখ আছে কিন্তু শান্তি নাই।
শান্তি হল আপনি কতটা নিশ্চিন্তে আছেন। সুখ হল আপনার কি আছে। @হাসান মাহবুব ভাই
৪| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:১৪
চানাচুর বলেছেন: প্রফেসর শংকু ভাই, ওই বইটা স্ক্যানিং করে আমাকে একজন দিবে। আপনি ইন্টারেস্টেড হলে ইমেইল এড্রেস্টা দিয়্রন। ইমেইল করে পাঠিয়ে দিব
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
হাসান মাহবুব বলেছেন: আমার মতে, শান্তি হলো ইচ্ছেঘুম। যারা ঘুমের জন্যে হাঁসফাঁস করে না, আরামের ঘুম দিয়ে সকালে উঠে হাঁটে বা বাগান দেখাশোনা করে তারাই জানে শান্তিটা কী। আর শরীর সুস্থ রাখাটাও একটা উল্লেখযোগ্য পয়েন্ট। শরীর আর মনের সমস্বত্ব মিশ্রণই সুখ। এসব নিয়ে গভীরভাবে ভাবছো বোঝা যাচ্ছে। আরো বিস্তারিত লেখো।