নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির দিনের কিছু রোমান্টিক কথাবার্তা.......

২৭ শে মে, ২০১২ দুপুর ১২:০৬

ঝুম বৃষ্টি

যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি

মন পাগল করা অপরূপ সৃষ্টি ।

উদাস হয়ে শুধুই তাকিয়ে থাকা

ভেতরটা আজ কেন এত লাগে ফাঁকা?







টিনের চাল গড়িয়ে টুপটাপ টুপটাপ বৃষ্টির ফোঁটা

বাড়িয়ে দিয়ে হাত.... লাগাই ছোঁয়া.....

শীতল পরশে...........অনুভূতিতে

স্মৃতিতে আজ সব কিছু্ই লাগে যেন ধোঁয়া ধোঁয়া.......







উদাস হয়ে তাকিয়ে........দেখি দুরে

কেন রে বৃষ্টি পাগল করিছ মোরে.......



দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানায়

বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠছে যেন সবুজের সজিবতায়,







পাশেই নিরব নিস্তব্ধ বেঞ্চিতে বসে

বৃষ্টিতে ভিজে ঐ তো সেদিন

দুইজন দুজনের হাতে হাতটি রেখে

বলেছিলে শীঘ্রই কেটে যাবে আমাদের দুর্দিন........







কথাগুলো শুনে খিলখিলিয়ে যেন

হেসে উঠেছিল পাশের ফুলবাগানের ফুল

আন্দন্দে আত্মহারা হয়ে দুলে দুলে

বলেছিল যেন, আর করো নাক কোন ভুল........







গান গাইছিলে তুমি....



ঝুম ঝুমা ঝুম বৃষ্টির দিনে

উচাটন মন মোর গেয়ে উঠে........

নীরবে নীরবে....চুপিসারে.....

যেখানে কেউ নাই নাই রে

সেখানে অকারণে হাত ধরে যাই ছুটে॥







হ্যা সাথে আমিও তাল মিলিয়েছিলাম.........



রিমঝিম রিমঝিম এই বাদল দিনে

তুমি ছাড়া কিছুতে কেন মন লাগে না ।।

ঝিরঝির হাওয়া চঞ্চল মেঘে মন চায়

মন চায় তোমাকে নিতে চিনে ।।







না...............

দুর্দিন তো কাটেনি....

চলে গেছ আজ তুমি কতদুরে

হারিয়ে গেছ কোথায় সুদুরে.....







তুমিহীন আজ আমি একা পথে হাটি

পায়ের নিচে আজ খালি ভেজা মাটি ......







গোলাপের পাপড়ীগুলো ছিঁড়ে ছিঁড়ে

ভাসিয়ে দেই জলে

স্মৃতিগুলো কেন আজ বারবার

নাড়া দেয় পলে পলে.......







চোখ থেমে যায় সেই রাস্তার পাশে......

তুমি আমি যেন বসে আছি তাই শুধু চোখে ভাসে......







হ্যা....... আজ আমি একা দাঁড়িয়ে

দু:খ কষ্ট হতে নিজেকে নেব ছাড়িয়ে.......







নিজের মধ্যে নিজেকে নিয়ে

অনুভবে তোমাকে ভেবে

হেসে উঠব আনমনে খিলখিলিয়ে........







বার বার গুন গুনিয়ে বলি..........



ভাল আছি ভাল আছি

সখা তুমি বিনে.............

কাছে থেকোনা দুরে যাও চলে

শুধু অনুভবে থাকো শুধু অন্তরে থাকো

ফোটা ফোটা বৃষ্টি হয়ে মিশে যাও জলে......

ভাল আছি ভাল আছি

সখা তুমি বিনে.................



মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১২ দুপুর ১২:১৮

অন্তি বলেছেন: দুর্দান্ত! ! !
এসো তবে বৃষ্টি নামাই।

২| ২৭ শে মে, ২০১২ দুপুর ১২:১৮

অন্তি বলেছেন: দুর্দান্ত! ! !
এসো তবে বৃষ্টি নামাই।

৩| ২৭ শে মে, ২০১২ দুপুর ১২:১৯

মিশুক - ঢাকা বলেছেন: ভিজে গেলাম ভাই..................

৪| ২৭ শে মে, ২০১২ দুপুর ১:১৮

জেমস বন্ড বলেছেন: পুরাই বৃস্টান্ত ব্যপার:)

৫| ২৭ শে মে, ২০১২ দুপুর ১:২৬

রবিন মিলফোর্ড বলেছেন: দারুন । ++++++++

৬| ২৮ শে মে, ২০১২ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সবাইকে

৭| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০১২ সালের বৃষ্টি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.