নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১। ব্যাংকের ভিতরের ছবি
প্রতিবছর বর্ষার মৌসুমে আমাদের শহরগুলো কালো জলের তলে ডুবে যায়। এর জন্য কি আমরাই দায়ী নই? যদিও নগরপিতাদেরও গাফিলতি আছে শহর সাজানোর ব্যাপারে। তবে তাদের দোষ যদি ৭০% হয় আমার মনে হয় আমাদের ৩০% দোষ আছে কম বেশী হতে পারে। আমরা নিজেরাই স্বার্থপর। শহরের কথা আমরা কেনো চিন্তা করবো। চিপস খাবো-প্যাকেট ঢিল দিয়ে রাস্তায় ছুঁড়ে মারবো-কলা খাবো চিলকা রাস্তায় ফেলবো, বিস্কিট খাবো প্যাকেট থাকবে রাস্তায়, পান খাব পিক ফালাবো রাস্তায়। বিড়ি খাবো বিড়ির প্যাকেট ছুঁড়ে মারবো রাস্তায়। প্রতিদিন হাজার হাজার ছেঁড়া পলিথিন ম্যানহোলের ছিদ্র দিয়ে চলে যায়-আটকে থাকে ম্যানহোলের মুখে। ড্রেনগুলো পলিথিনে ভর্তি। কেনো মেয়ররা তো কিছুদূর অন্তর অন্তর ডাস্টবিন ফিট করে দিয়েছেন, একটু কষ্ট করে কেনো আবর্জনাগুলো আমরা ডাস্টবিনে ফেলি না হুম। ভাঙ্গাচুড়া প্রতিটা অলিগলির রাস্তা রাজপথ। ওড়াল সড়ক, রাস্তা খুঁড়াখুঁড়ি। ওড়াল সেতু বানানোর পর নিজের জায়গাগুলোতে ডাস্টবিনের ব্যবস্থা করে দেয়া হয়েছে যেনো। কি নোংরা রে বাবা। একটি দেশের রাস্তায় নামলেই বুঝা যায় সে দেশের মানুষ কত ভদ্র আর প্রশাসন চালাক-ফাঁকিবাজ। এই কয়দিনে মানুষের কি দূর্ভোগ ঘরের বাইরে এলেই টের পাওয়া যায়। আজ আমাদের এখানেও পানি জমে আছে। কষ্ট করে অফিসে আসতে হয়েছে হাঁটু পানি ভেঙ্গে।
ছবিগুলো ব্যাংকের ছয়তলার বারান্দা থেকে তুলেছি মতিঝিলের এদিক ওদিক
২। বন্ধুরে তুই আসবি নাকি
বেয়ে বেয়ে নৌকা
আমায় নিয়া ভাসবি রাস্তায়
হারাস নে এ মওকা।
৩। বাসে বাদুরঝোলা হয়ে আর কত? শোন এবার পঙ্খীরাজে চড়ো কিংবা-পালতোলা নৌকা। তুমি মাঝি হয়ো, বৈঠা হতে বসো পাশে-চলো শহরটা ঘুরে আসি আজ হাহাহা।
৪। উঠো নাকো ফুট ওভারে
চলো জলে নামি
মুগ্ধতার এমন সময়টুকু
আমার কাছে দামী।
ভিজে ভিজে হবো যে পার
রাস্তার এপাড় ওপাড়
ছাতা ধরো মাথার উপর
ফুল যেনো না ভিজে খোঁপার।
৫। তুমি সার্জেন্ট হও এ বেলা, জল থই থই রাস্তায় দাঁড়িয়ে হাত উঁচিয়ে থামিয়ে দাও সব যান-তবে আমার রিক্সাটা ছেড়ে দিয়ো-ভিজে যাবো জ্বর আসলে বলো তোমার কি আর ভাল লাগবে গো wink
৬। দুরবিন লাগাও চোখে। দেখো কত অসহায় মানুষ-অথচ ওরাই নোঙরা করেছিল রাজপথ। তুমি কি তাদের মতই। তবে এবার থেকে সাবধান হও পুরুষ-নোংরাগুলো ডাস্টবিনে ফেলো কিন্তু।
৭। কাগজের নৌকার প্রহরগুলো অতীত ডহরে। তাতে কি চলো আজ রঙধনু রঙ নৌকা বানাই-ছেড়ে দেই শ্রাবণ ধারায় । কিছুটা ক্ষণ চলো মুগ্ধতা কুঁড়াই
৮। রিকশার উড খুলে দাও- জ্যামে আটকা জীবন বড্ড দুর্বিসহ- তবে একটু বৃষ্টি পড়ুক গড়িয়ে চোখের পাতায়। তুমি কেবল ভালবেসে হাত রেখো আলতো আমার কাঁধে
৯। ডুবে যাবে ভয় পাচ্ছো-আরে বাপু অভিজ্ঞতা অর্জন করো কিছু্ তুমি কি রোমাঞ্চিত হতে চাও না। এইতো সুযোগ একটু রোমাঞ্চ নিয়ে আসো মনে-বিরক্তি ঝেড়ে ফেলে দাও। উপভোগ কর কষ্ট অথবা সুখ।
১০। ছাতা দিয়ো মাথার উপর
জলে হাঁটবো শ্রাবণ দুপুর
বৃষ্টি পড়ুক টাপুর টুপুর
নগ্ন পায়ে বাজুক নুপূর।
১১। কিছুটা প্রহর সপে দাও নিজেকে সময়ের কাছে। হুদাই হা হুতাশ করে লাভ নেই। যা হওয়ার তাতো হবেই। কেবল মেনে নিতে শেখো।
১২। আামর শহর আজ ভেসে যাক অঝোর ধারায়। বন্যায় ডুবে যাক-তুমি ডিঙি বেয়ে চলে এসো মনের ঘাটে। আমি আছি অপেক্ষায়-শহর চষবো আজ। যত জরাজীর্ণ সব ধুয়ে দেই চলো
১৩। জলে ভেজার প্রহর আমার-মন জলে থই থই
ও বন্ধু আমায় ছেড়ে-গেলা তুমি কই।
ছাতা মাথায় নিরিবিলি-জলের পথে হাটো
চলে এসো এখানটাতে-কেনোই বা পচা জল ঘাটো।
১৪।
শাপলা ফোটা মতিঝিলে
চলো পা ডুবিয়ে বসি
হেটে হেটে চলো বন্ধু
এই শহরটা আজ চষি।
১৫।
অলিগলি জলের তরে
পথ হারাইয়ো না বন্ধু
আমার জন্য এসো তুমি
পার হয়ে সাত সিন্ধু।
১৬।
নারিকেলে পাতার ফাঁকে শ্রাবণ জলের নৃত্য-আহা যেনো রূপালী নদী আমার শহরটা। তুমি এসে দেখে যেয়ো। আচ্ছা তোমার শহরও কি আজ জলে ডুবে গেছে?
১৭। ভাবছো বুঝি -আমার নীড়ের দখিনপাশেই ইয়া বড় স্বচ্ছ জলের দীঘি? হুম-ভাবনাটা মোটেও অমূলক নয়গো- তুমি একটু চোখ বুলালেই দেখতে পাবে সে জলে শাপলা ফুটে আছে। এসো পা ছুঁয়াই দীঘির জলে।
১৮। বৃষ্টি পড়ছে- এসো বারান্দায়-হাত বাড়িয়ে ছুঁয়ে দেই বৃষ্টির জল। শিহরণের বেলা যায় বয়ে যায়। পারলে দুই কাপ কফি বানিয়ে নিয়ে এসো। তৃপ্তিতে ঠোঁট ছুঁয়াই কফির পেয়ালায়।
১৯। মার্সিডিজে বসে তুমি আর বুঝবে বন্ধু অসহায়দের দু:খ । যারা ফুটপাতে শোয়-খায় -তাদের আবাসন আজ কোথায় শুনি। কে দিবে তাদের মাথা গুজার ঠাঁই। মাঝে মাঝে নেমে পড়-উপভোগ কর কষ্ট। আর ওদের জন্য ভাবো একবার একটুস খানি। হুম
২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লাগল অনেক । আসলেই কথাগুলো সবার ভাবা উচিত। আগে নিজেকে ঠিক হতে হবে। আমার ছেলে চকলেট খেয়ে ডাস্টবিন খুঁজে। সেও বলে আসলেই মা মানুষ কত খারাপ কাছে ডাস্টবিন রেখেই ময়লা রাস্তায় ছুড়ে মারে।
২| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৬
কানিজ ফাতেমা বলেছেন: জলে আবদ্ধ জীবনে অনেক ঝঞ্ঝাট পোহলেও বারবার নষ্টালজিক করে দিচ্ছিল ।
২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা একদম ঠিক বলেছেন আপি। আমার ভাল লেগেছিল যখন পানি ভেঙ্গে অফিসে এসেছি। মেয়েবেলার কথা মনে পড়ে গেছিল হাহাহাহ ধন্যবাদ আপি
৩| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪
সিফটিপিন বলেছেন: যারা সাঁতার জানেনা তাঁদের জন্য সুবর্ণ সুযোগ।
২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: নোংরা জলে সাতার শিখবে হাহাহাহ তাহরে হইছে কাম
ধন্যবাদ পোস্টে আসার জন্য
৪| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬
মোস্তফা সোহেল বলেছেন: ছবি ভাল হয়েছে।
তবে মনে হয় ফটোসপ!
আমাগো দেশের অবস্থা এমন হইতেই পারে না।
২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ আমি ফটোশপ পারি না ভাইয়া
আসল ছবিই একটু আসেন মতিঝিলে
ধন্যবাদ অনেক অনেক
৫| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহা! এমন ছবি কী আর কখনো দেখতে পাবো! একটু মন ভরে দেখে নিলাম।
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সামনে আরো দূর্যোগ আসবে মনে হয়। যেভাবে খুড়াখুড়ি চলছে রাস্তাঘাটের
কত কষ্ট সামনে অপেক্ষা করছে কে জানে
ধন্যবাদ ভাইয়া পোস্টে আসার জন্য ভাল থাকুন
৬| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৬
মারুফ হায়দার নিপু বলেছেন: আমিও মতিঝিলের একটা ফটো দিই।
২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় আপনি আমার উল্টো দিকে হাহাহা -দেখেন আমার অফিস দেখা যায় আপনার ফটো থেকে । দারুন উঠেছে এটা কোনদিনের ছবি ভাই? আর আপনি কোন অফিসে আছেন?
৭| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯
পলক শাহরিয়ার বলেছেন: সুন্দর হয়েছে ছবিগুলো, আপা। মনে হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকে আছেন। আমি বিআরপিডিতে। বাড়ি যাব আজ কিভাবে ভাবছি।
২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন এক আপা ফোন করলেন-তিনি অনেক কষ্টে বাসায় পৌছিয়েছেন। ামাদের বাসার সামনে নাকি অনেক পানি। রিক্সা ছাড়া উপায় নাই । দশ টাকার বাড়া একশ টাকা নিবে এই আর কি। দেখা যাক আল্লাহ ভরসা
হ্যা আমি বাংলাদেশ ব্যাংকে । ওয়াও শুনে খুশি হলাম। ব্লগে আছেন ভালই লাগল । এইচআরডিতে আছি।েআসলে দেখা করে যাবেন।
৮| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: আপা, ঢাকার মানুষের বানের জল দেখার সৌভাগ্য কখনো হয় না, আজ অতি বৃষ্টির সুবাধে তা দেখার সৌভাগ্য হল সবার । বিষয়টা পজেটিভ দেখা ভাালো।। চিরচেনা মতিঝিলে ছবিগুলো আবারও দেখলাম আপনার ছবি ব্লগে।।
২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা তা ঠিক নয়
প্রতিবছরই এমন সৌভাগ্য হয়। এবারও হয়েছে তবে একটু বেশিই মনে হচ্ছে
আমি পজিটিভই দেখি তাই উপভোগও করি
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
৯| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
১০| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
প্রামানিক বলেছেন: এই ছবি স্মৃতি হয়ে থাকবে।
২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা স্মৃতি হয়ে থাকবে
ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
১১| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৪
ধ্রুবক আলো বলেছেন: ঢাকা এখন পানি দিয়ে ঢাকা। চলাফেরা মুশকিল হয়ে গেছে।
২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আজকে শুকনো ঢাকা
ধন্যবাদ ভাইয়া
১২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫০
কথাকথিকেথিকথন বলেছেন: ছড়া এবং কবিতায় ফুটে উঠেছে শহরের কলঙ্ক । অব্যবস্থাপনা এবং অসচেতনতা আর আমাদের থেকে যাচ্ছে না । দুঃখজনক ।
২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক। ঢাকা শহর পরিচ্ছন্ন হবে বলে মনে হয় না।
যে যেমনে পারে টাকা কামানোর ধান্ধায় থাকে
শহর কার-যে সবাই এর যত্ন করবে
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
১৩| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: উন্নয়নের বানে
একি ভাগ্য আনে
জলে ডুবে ঢাকা
সবার পকেট ফাকা!
সুইসে যায় টাকা
হাজার কোটি ফাকা
লুটপাটের ফোকরে
জলে ভাসে ঢাকা!!
সবে মারে চাপা
আসলে সব ফাপা
চেতনার ধাক্কা
নগর নদে অক্কা!
দোষারুপের দিন শেষ
বলবে কি পায়না হুশ!
বৈধ অবৈধতে
গেলতো অনেক কাল
আগে সব বিরোধী দোষ
এখন কাকে দিবে গাল?
মিথ্যা চাপা ছাড়
সত্যি কিছূ কর
নয় এমনি যাবে ভেসে
কাঁদবে অবশেষে
২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও অনেক সুন্দর হয়েছে ছড়াটি
কথা ঠিকই বলেছেন
রিক্সাওয়ালারা ধনী হয়ে েগেছে এক দিনে। ২০ টাকা ভাড়ার জায়গায় ১০০ টাকা
তবে আজকে শুকনো ঢাকা
ধন্যবাদ আপনাকে পোস্টে আসার জন্য
১৪| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাহ্, এ যেন এশিয়ার ভেনিস!
২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা নটরডেমের সামনে তো পুরাই সমুদ্র ছিল
ধন্যবাদ পোস্টে আসার জন্য
১৫| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১১
সামিয়া বলেছেন: গ্রেট জব ডিয়ার
২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালবাসার রইল ইতি টিয়া পাখি
১৬| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২২
মোঃ তানজিল আলম বলেছেন: কিছুদিন পর আমি বিশেষ সাবমেরিন যাতায়াত ব্যবস্থা করে দিব। ভাড়াও একেবারেই হাতের নাগালে। তাই ঢাকার পানি যাতে আরও কয়েক মিটার বাড়ে তার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমার সাবমেরিন সার্ভিস চালু করতে পারি।
২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাইতো দেখা যাচ্ছে
যে অবস্থা দিনের পর দিন অবস্থা খারাপের দিকেই দেখতেছি
ফ্লািই ওভার ব্রিজও এর জন্য দায়ী
সাবমেরিন কিনে জানায়েন
ভাড়া নিমু
ধন্যবাদ ভাইয়া
১৭| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: বন্ধুরে তুই আসবি নাকি
বেয়ে বেয়ে নৌকা
আমায় নিয়া ভাসবি রাস্তায়
হারাস নে এ মওকা।
দারুণ লিখেছেন আপা !!
(গতকাল ঢাকার জলাবদ্ধতা কারণে, সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়ে । মনে রাখার মত একটা দিন ছিল ।)
২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম সত্য কথা । যেখানে পানি উঠার কথা না সেখানেও বন্যা বয়ে গেছিল
ধন্যবাদ ভাইয়া
অনেক ভাল থাকুন
১৮| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১১
গার্থ বলেছেন: সরকার কে সময় দিন। বৃহত্তর জামাত ইসলামী [বি এন পি + জামাত] থেকে এই সরকার অনেক ভালো।
২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কোন সরকারই পারবে না । আইন প্রশাসন যদি তাদের ন্যায়ের সাথে কাজ না করে। দুর্নীতি আমাদের দেশ হতে যাবে না
আমরা নিজেরাও স্বার্থপর মানুষ। স্বার্থ ছাড়া কেউ কিছুতে আগাই না
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
১৯| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৭
রেজওয়ান করিম বলেছেন: ভালো লাগলো ছবি ও কবিতা
২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ করিম ভাইয়া
ভাল থাকুন
বৃষ্টির ভিডিও দেখে আসলাম ভাল লাগল
২০| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৮
তারেক ফাহিম বলেছেন: মার্সিডিজে বসে তুমি আর বুঝবে বন্ধু অসহায়দের দু:খ । যারা ফুটপাতে শোয়-খায় -তাদের আবাসন আজ কোথায় শুনি। কে দিবে তাদের মাথা গুজার ঠাঁই। মাঝে মাঝে নেমে পড়-উপভোগ কর কষ্ট। আর ওদের জন্য ভাবো একবার একটুস খানি।
ভালো লাগলো উক্তিটি। বরাবরের মতে নির্ভয়ে পড়ে আনন্দ পেলাম যদি জলাবদ্ধ।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আমার পোস্ট নির্ভেয়েই পড়বেন আগামীতেও
অনেক ধন্যবাদ ভাল থাকুন
২১| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৬
তপোবণ বলেছেন: "একটি দেশের রাস্তায় নামলেই বুঝা যায় সে দেশের মানুষ কত ভদ্র আর প্রশাসন চালাক-ফাঁকিবাজ।"
আ বিলিয়ন ডলারের উক্তি। জনগণের দোষও আছে আবার তাদের সোজাও করা যায়। আইন আছে কিন্তু প্রশাসন সোজা করেনা। নদী দখল খাল দখল, রাস্তা দখল, ফুটপাথ দখল এগুলোর সুনির্দ্দিষ্ট আইন আছে। কিন্তু কিছু লোক আইন পকেটে রাখে, প্রশাসন টাকা পেকেটে রাখে ব্যস! এই প্রাকটিস হতে হতে আজকের এই অবস্থা এই বিষয়ে আমার কোন সন্দেহ নাই, আপনাদের আছে কি? জনগণের দোষ শুধরানো সম্ভব আইনের প্রয়োগে কিন্তু প্রশাসনের দোষ শুধরাবে কে?
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সোজা করা যায় কিন্তু সে বিষয়ে কেউ মাথা ঘামায় না
প্রশাসন এখানেই নিরব
কিছু টাকা পয়সা হাতে গুজে দিলেই তারা চুপ
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ তপো
ভাল থাকুন খুব খুব
২২| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩
ব্লগ মাস্টার বলেছেন: আইন প্রশাসন আগের থেকে এখন আরো বেশি নিজেদের স্বার্থ চিনে ফেলেছে । তারা এখন খুব অর্থ লোভি হয়ে গেছে ।
এরকম একটি পোস্টের জন্য অনেক ধন্যবাদ আপু।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ব্লগ ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন
শুভেচ্ছা সতত
২৩| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১২:১২
সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত
২৪| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৬
মনিরা সুলতানা বলেছেন: কি অবস্হা
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: একটু বৃষ্টি হলেই শহর তলিয়ে যায়
ধন্যবাদ আপি পোস্টে আসা র জন্য
২৫| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১:১৫
অপু তানভীর বলেছেন: ফটো ভালু লাগিলো
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু অপু ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত
২৬| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: ১৪ নং ছবিটা (শাপলা ফোটা মতিঝিলে) বেশ সুন্দর তুলেছেন। ১৬ নম্বরটাও (নারিকেলের পাতার ফাঁকে) সুন্দর।
এসব ছবি নগর অব্যাবস্থাপনার দলিল হয়ে রইলো।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়
ভাল থাকুন সুন্দর কাটুক আগত দিনগুলো
২৭| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: খুবই নরম এবং ভাললাগা পিয়াসীমনের আবেগ প্রতিটি ছবির বর্ননায় ফুটে উঠেছে। এমন মন নাা থাকলে "এমনটা" উপলব্ধিও করা যায় না।।
২৮| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: মনটা চাতক পাখির মতই চেয়ে থাকে কিন্তু পোড়া দেশে এমন বৃষ্টি আর পানির দেখা মিলে নাা।। এত খুজলে হয়তো দিনাারও পেয়ে যেতাাম!!
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো কিছু অপ্রিয় সত্য কথা বলেছেন আপু। ভালো লাগলো আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যে কেন এমন জলাবদ্ধতা। ভালো লাগলো।
"আমরা নিজেরাই স্বার্থপর। শহরের কথা আমরা কেনো চিন্তা করবো। চিপস খাবো-প্যাকেট ঢিল দিয়ে রাস্তায় ছুঁড়ে মারবো-কলা খাবো চিলকা রাস্তায় ফেলবো, বিস্কিট খাবো প্যাকেট থাকবে রাস্তায়, পান খাব পিক ফালাবো রাস্তায়। বিড়ি খাবো বিড়ির প্যাকেট ছুঁড়ে মারবো রাস্তায়। প্রতিদিন হাজার হাজার ছেঁড়া পলিথিন ম্যানহোলের ছিদ্র দিয়ে চলে যায়-আটকে থাকে ম্যানহোলের মুখে। ড্রেনগুলো পলিথিনে ভর্তি। কেনো মেয়ররা তো কিছুদূর অন্তর অন্তর ডাস্টবিন ফিট করে দিয়েছেন, একটু কষ্ট করে কেনো আবর্জনাগুলো আমরা ডাস্টবিনে ফেলি না হুম।" অনেক অনেক ভালো লাগলো সত্যকথা গুলো তুলে ধরায়।