নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
এই মাস দুয়েক আগে থেকে ফুটপাতের কাজ চলছিলো। রাস্তার মাঝখান দিয়ে চলতে খুব অসুবিধা হচ্ছিলো, বাসগুলো মাঝরাস্তা পর্যন্ত দাড় করিয়ে রাখে যার কারণে রিস্ক নিয়ে পথ চলতে হতো। যদিও আগে থেকেই ফুটপাতখানা প্রস্রাবখানায় পরিণত হইছিলো যার কারণে কিছু পথ রাজপথ দিয়ে আর কিছু পথ ফুটপাত দিয়ে হেটে অফিসে আসা যাওয়া করতাম । বড় বিতৃষ্ণায় চলতে হতো পথ। বর্তমানে আমাদের মতিঝিলের ফুটপাত মেরামত কাজ শেষ পর্যায়ে। ফুটপাতের বেশ কিছুটা অংশ দোকানপাটের দখলে। গাড়ির ঠিক করার কারখানা-যেখানে ফুটপাতে বসে কর্মচারীদের আড্ডা চলে অথবা মটর সাইকেল, কারগাড়ি ফুটপাতের উপরে রাখা হয়। কোনোভাবেই ফুটপাত ধরে হাঁটার ব্যবস্থা নাই। যাই হোক-যারা পথচারী তাদের উদ্দেশ্যে বলছি কথাগুলো।
যেহেতু ফুটপাত ঠিক হয়েছে তবে কেনো আপনারা রিস্ক নিয়ে মাঝ রাজপথে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। আপনারা কী চাচ্ছেন ফুটপাত আবারো প্রস্রাবখানা হোক অথবা মদ গাজাখোরদের আড্ডাখানা? আপনাদের জীবনের মূল্য আপনার কখন বুঝবেন যখন গাড়ি উঠিয়ে দিবে আপনাদের উপর তখন। ড্রাইভারের দোষ পুলিশের দোষ ইত্যাদি বলে গাড়ি ভাংচোর মিটিং মিছিল করবেন তাই?
আপনাদের কাইচ্ছত কোনোদিন কী পরিবর্তন হবে না। আপনারা যদি ফুটপাতে না চলেন তাহলে কেনো সরকার এগুলো মেরামত করে হাঁটার উপযোগী করে তোলে? ফুটপাত ধরে হাঁটলে লোকজন প্রস্রাব করতে ভয় পাবে। খারা হয়ে লজ্জাস্থান বের করতে লজ্জা পাবে। এভাবেই ধীরে ধীরে ফুটপাত পথচারীদের দখলে চলে আসবে। এখানে আর বসবে না গাজাখোরদের আড্ডা। কেউ সাহস পাবে না ফুটপাতের মাঝখানে চেয়ার পেতে বসতে।
একদিন দুইদিন তিনদিন প্রতিবাদ করেই দেখুন না। আপনারা কিছুই বলেন না প্রতিবাদ করেন না। এই কয়দিন হলো আমি ফুটপাতে হেটে যাই। যত বাঁধাই হোক না কেনো। আমাকে দেখলে এখন ওরা পথ হতে সরে দাঁড়ায় এবং বলে দেয় সবাইকে, এই রাস্তা দে রাস্তা দে। একদিন বলেছিলাম এটা ফুটপাত পথচারীদের হাটার পথ। আপনারা মাঝখানে বসলে যাবো কিভাবে। তখন ছোট একটা্ ছেলে কর্মচারী আমাকে রাজপথ দেখিয়ে বলে ঐযে রাস্তা অইখান দিয়া হাইটা যান, দেখেন না আরো মানুষ হাইটা যাইতাছে। আমি চোখ রাঙিয়ে ধমক দিয়া বলি -এটা পথচারীদের পথ। এখানে অন্যরা না হাটুক আমি হেঁটে যাবোই আর তোমাদের পথ থেকে সরতেই হবে। আমাকে চিনে রাখো....... রাজপথ হাটার রাস্তা না। রিস্ক নিয়ে কেনো আমি হাঁটবো অই পথে। ছেলে আর কিছু বলে নাই যারা পাশে ছিলো তারাও শুনেছে। এবং ওরা এখন পথ ছেড়ে দেয়। আমি চাই আপনারাও প্রতিবাদ করুন।
সেদিন ফুটপাতে খালি প্রস্রাব করতে বসবে একটা লোক-আমি জুড়ে চিতকার দিয়া বলছিলাম এই থাম এখানে প্রস্রাব করবি না-মুখ দিয়ে অটো তুই চলে আসছে ঘেন্নায়। বেটা তড়িঘড়ি করে উঠেছে এবং তার বন্ধু বলতেছে আমি তোকে না করতেছি তারপরও তুই বসে গেলি।
প্রতিবাদ করতে শিখুন।ধীরে ধীরে অবশ্যই পরিবর্তন হবে সমাজ। আপনারা তাদের সুযোগ দিলে তারা সুযোগ নিতে কার্পণ্য করবে না। প্লিজ নাগরিক অধিকার নিয়ে নিন প্রতিবাদের মাধ্যমে। নিজেকে পরিবর্তন করুন তাতে দেশ সুন্দর হবে পরিবেশ সুন্দর হবে।
(লেখা অগুছালো কিন্তু ইচ্ছেটা বড়, লেখার ভাষা নিজেদের মত করে বুঝে নিবেন)
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ্ খাইরান। অন্যায় দেখতে দেখতে মনটা তিতা হয়ে গেছে মামা
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
পদ্মপুকুর বলেছেন: এটাই সত্যি কথা। আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। আমাদের মেরুদণ্ড নূজ্জ্ব্য হয়ে গেছে।
কলকাতায় মেট্রোতে যাচ্ছি, এক বয়স্ক লোক চিপস খেয়ে প্যাকেটটা সিটের নিচে ফেললো। সাথে সাথে বাচ্চা একটা ছেলে এগিয়ে এসে বললো, আংকেল, আপনার প্যাকেটটা নিচে পড়ে গেছে। সবাই হেসে উঠলো আর ওই বয়স্ক লোক লজ্জায় লাল হয়ে প্যাকেটটা উঠিয়ে নিয়ে নিজের ব্যাগে রাখলো।
এই প্রতিবাদ করার সাহসটুকুই আমরা হারিয়ে ফেলেছি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা এটুকুন থেকেই শুরু করতে চাই।
কেমন যেনো হয়ে গেছে মানুষ। কেবল নিজেরটাই বুঝে । কোনোমতে হেটে গেলাম শেষ-কিন্তু আশে পাশে ছোট খাটো কত অন্যায় হয়ে যাচ্ছে তা চোখে দেখি না। ফুট্ওভার ব্রিজ মানুষ ব্যবহারই করতে চায় না একটু কষ্টের জন্য। অথচ জীবনের মূল্য তখনই বুঝে যখন গাড়ির নিচে চাপা পড়ে। মানুষগুলো মাঝরাস্তা দিয়েই হেটে আনাগোনা করে। অথচ ফুটপাত খালি।
আমি মেয়ে বলে তেমন প্রতিবাদ্ও করতে পারি না। আর প্রতিবাদ করলে কেউ সহসা পাশে িএসে দাড়ায় না। এটা িআমাদের বড় দোষ।
যাই হোক যেমন পারি প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ।
সাহস ফিরে আসুক মানুষের বুকে।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর পারছিনা আপু হৃদয়েও মানেনা শুধু মেয়ে দুইটার কথা ভেবে কিছু বলিনা। কেননা আমার কিছু হলে সব থেকে বেশি
কষ্ট হবে আমার মেয়ে দুটির তারা হয়ে যাবে পিতৃহারা এই জন্য। না হলে মরলে মরতাম তবে দেইখা ছাড়টাম অন্যায়
কারীদের।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এক কথাটা ধ্রুব সত্য। আপনি যেমন বাঁধা পড়ে আছেন সম্পর্কের বেড়াজারে তেমনি প্রতিটি মানুষই এমন চিন্তা করে। যেমন আমি মেয়ে বলে চেচামেচি বেশী করতে পারি না। আর চেচামেচি করলেও মানুষ এগিয়ে আসে না। এই হলো আমাদের অবস্থা। তবু্ও ছোটখাট অন্যায়গুলো তো আমরা রুখতে পারবো। তাই না
ইনশআল্লাহ চেষ্টা করবেন।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
ঋতো আহমেদ বলেছেন: বুঝে নিলাম। আশা করি নিজেরাও ফুটপাতকে টয়লেট বানাবো না আর অন্যকেও বানাতে দিবো না। খুব ভালো একটি পোস্ট। ++
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ঋতো ভাইয়া। খুব খুশি হলাম শোনে।
ভালো থাকুন
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
সৈয়দ ইসলাম বলেছেন:
একেবারে সঠিক কথাটাই বলেছেন।
আমরা কেবল ঘরে বসেই প্রতিবাদ করতে পারি। মাটে নামতে ভয় পাই, আর এতেই অন্যায়কারীরা পায় উৎসাহ। আমাদেরকে সক্রিয় হতে হবে। ধন্যাবাদ
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সৈয়দ ভাইয়া। হ্যাঁ কথা একটাই আমাদের সক্রিয় হতে হবে। যে যে জায়গায় অবস্থান করছেন সেখান থেকেই। আল্লাহ ভরসা
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: সহমত
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ফিরোজ ভাইয়া। ভালো থাকুন
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
মোস্তফা সোহেল বলেছেন: আমরা গা এড়িয়ে চলতে পছন্দ করি।তাই হয়তো প্রতিবাদ করা হয় না।
তবে নিজেকে নিয়ম মেনে চলতে হবে সাথে অবশ্যই প্রতিবাদও করতে হবে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া এজন্যই ্ওরা প্রশ্রয় পায়। আমরা যেমন নিজেরা অন্যায় থেকে বিরত থাকবো ্ওদেরকেও বাঁধা দেবো এই হোক অংগীকার
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান লেখাটির জন্য ।
দৃঢ়ভাবে সন্মিলিতভাবে প্রতিবাদ চলুক ।
শুভেচ্ছা রইল
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ প্রতিবাদ চলবে।
অনেক ধন্যবাদ । অনেকদিন পর দেখা হলো আবার এখানে।
ভালো থাকুন
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭
ঠ্যঠা মফিজ বলেছেন: ঘরে ঘরে জলে ওঠুক প্রতিবাদের আলো ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হোক সবার জীবন
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
একে৪৭ বলেছেন: আপনার হাতে একটু ছিলে গেছে? বলবো 'ও কিছু না, ঠিক হয়ে যাবে'।
ক্ষতটা কি একটু বেশিই হয়েছে? ওকে মলম লাগিয়ে দিবো।
কেটে রক্ত ঝড়ছে? ব্যান্ডেজ করে দিব।
সারা গা থেকে রক্ত ঝড়ছে? নিজে কিছু করতে গিয়ে লাভ নাই, আপনাকে হাসপাতালে নেয়াই উত্তম।
দেশটা এখন এমন পর্যায়ের ক্ষত নিয়ে চলছে, আপনার আমার দু-একটা মামুলি প্রতিবাদ এর কোন উপকারেই আসবে না। প্রয়োজন বড় আকারের সংস্কার, আর তা করতে হবে উচ্চ পর্যায় থেকেই। উচ্চ পর্যায়ের কোন একক মাথা থেকে, যিনি শুরু করাবেন, করিয়েই ছাড়বেন।
বলবেন সবাই মিলে করলে...
এটা অত্যান্ত অবাস্তব একটা কথা।
আর আমাদের জাতীগত যা অভ্যাস! কিভাবে এটার আশা করতে পারেন!!!
উদাহরনঃ ট্রাফিক জ্যাম কমাতে...
আমি বলবোঃ যত কষ্টই হোক, রাস্তা থেকে রিকশা একদম তুলে দেয়া উচিৎ।
আপনি বা অনেকেই বলবেনঃ গরীব মারা কথা, বরং প্রাইভেট কার লিমিট করা উচিৎ।
এরকম হাজারো ব্যপারে আপনার আমার মতের মিল হবে না।
আমার পথ আর আপনার পথ এক হবে না এটাই স্বাভাবিক, তাই দরকার এমন একটা পথ, যা আমরা মানতে বাধ্য থাকবো। ওই পথ বেস্ট না হলেও এখন যা চলছে তার চেয়ে ভাল হবে।
দরকার একজন পথপ্রদর্শক। যিনি ইচ্ছা পোষন করবেন, আর বাকিরা তা করে দেখাতে বাধ্য থাকবে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআপনি খুব সুন্দর বলেছেন । সহমত আপনার সাথে। রিক্সা তুলে দিলেই ভালো হতো।
কিন্তু কিছু কিছু মামুলি প্রতিবাদেও কিছু হতে পারে। ছোট ছোট উপকার পেতে পারি । ধরুন ফুটপাতের কথাই। পথচারীরা যদি ফুটপাত দিয়ে হাটে এবং প্রস্রাবরত মানুষদের ধমক দেয় এবং বলে যে এখানে প্রস্রাব করবেন না। এক দুই তিন দিন এমন করলে আস্তে আস্তে েএসব অপকান্ড কমে যাবে আমার মনে হয়।
তবে এই দেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় ঢুকে গেছে। আগে নিজেকেই বদলাতে হবে। নিজেকে না বদলালে কিছুই হবে ন। অন্যায়ে মাথা না ঝুকালেই হলো
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
ইব্রাহীম আই কে বলেছেন: ছোট ছোট প্রতিবাদ করা থেকেই শুরু করতে বৃহত্তর প্রতিবাদ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই বলতে চাইছি। প্রতিবাদী হয়ে উঠুক মানুষ
ধন্যবাদ আপনাকে
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: এই সমাজে প্রতিবাদ করে লাভ নেই।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: চেষ্টা করতে দোষ কী ভাইয়া।
হোক তা ছোটো খাটোই
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
করুণাধারা বলেছেন: প্রতিবাদ করতে শিখুন, সে হোক না ছোটোখাটো অন্যায় চমৎকার শিরোনামটা অনেক কথা বলে দিচ্ছে.........
এমন একটা পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
সূর্যালোক । বলেছেন: আপনার পোস্টের বিষয়বস্তু চমৎকার । আহবান কাজে আসুক ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ আসবে সুদিন একদিন
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অকা ঠিকাছে.........
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অকা ঠিকাছে 2
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,
প্রতিবাদ করার ইচ্ছে আসে সাহস থেকে । অনেকেরই সে সাহস নেই । এই রকম ছোটখাটো প্রতিবাদের বৃষ্টি থেকেই একসময় তুমুল ঝড়ের দেখা মিলবে ।
তবে ফুলের ছবি দিয়ে প্রতিবাদটা পানসে লাগছে উচিৎ ছিলো বাঁশের ছবি দেয়া নয়তো কাঁটাওয়ালা ফুল গাছের ছবি দেয়া ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যস্ততার মাঝখান দিয়া পোস্ট দিছি। বাঁশঝাড়ের ছবি ছিলো হাহাহাহা তখন বুদ্ধিতে আসে নাই ভাইয়া সরি
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১
কাওসার চৌধুরী বলেছেন:
ন্যায়ের বিপরীত শব্দ অন্যায়। নীতিনৈতিকতাবিরোধী, শিষ্টাচার ও মূলবোধ বিবর্জিত, ধর্মীয় অনুশাসনের মাধ্যমে নিষিদ্ধ এবং দেশের প্রচলিত আইনবিরোধী যেকোনো কাজ অন্যায়। সমাজ ও দেশের আদর্শ ও বিবেকবান ব্যক্তিদের অবস্থান সব সময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে হয়ে থাকে। এরূপ ব্যক্তিরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না। বর্তমানে আমাদের দেশ ও সমাজে অন্যায় এমনভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে যে, আদর্শ ও বিবেকবান ব্যক্তিদের অনেকে সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান গ্রহণে সাহসী হয়ে ওঠেন না। অন্যায়ের প্রতি সরাসরি ও মৌন সমর্থনও অন্যায়। নীতিনৈতিকতা ও বিবেকের তাড়নায় একজন আদর্শ ও বিবেকবান ব্যক্তির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া দায়িত্ব হলেও বর্তমানে এ দায়িত্ব পালনে অনেকেই সচেষ্ট নন।
দুষ্টের দমন ও শিষ্টের পালন প্রতিটি সরকারের দায়িত্ব। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য চাই আইনের শাসন। আইনের শাসনের নিশ্চিতের পূর্বশর্ত হলো অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল। রাষ্ট্রক্ষমতায় গণতান্ত্রিক পরিবেশে জনমতের প্রতিফলনে যারা অধিষ্ঠিত হন তাদের পক্ষে সুশাসন নিশ্চিত করা সহজ। সুশাসন নাগরিকদের জন্য যেকোনো অন্যায়ের প্রতিবিধান ও প্রতিবাদ নিশ্চিত করলেও দুঃশাসন যে এর বিপরীত তা সময় ও কালের পরীক্ষায় উত্তীর্ণ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এরকম আশা করা দুরাশা মাত্র। এ কোনো দিন হ্ওয়া সম্ভব নয়। পরিবর্তন নিজেদেরকে আগে হতে হবে। প্রশাসনেরও এ বিষয়গুলি দেখা উচিত কিন্তু আমাদের দেশের যে অবস্থা -আশা করা যায় না কিছুই।
রক্তে অন্যায় ঢুকে গেছে -বের উপায় কী বলেন ।
মন মানে না তাই ছোটো প্রতিবাদই করতে থাকি না হয়
১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন প্রিয় কবি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০
সুমন কর বলেছেন: আপু, শেষে কিন্তু হেসে ফেলেছি....................
দারুণ কাজ করেছেন। +
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাধারণত বাংলাদেশের মানুষ আর আগের মত ভদ্র না হওয়ায় এসব বিষয় এড়িয়ে চলার চেষ্টা করি আমরা। যদিও শুরুটা তো করতে হবে। সুদিন আসবেই...
০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ সুদিন আসবেই
২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১
আখেনাটেন বলেছেন: ব্যাপারটা হয়েছে এখন এমন যে, নিজের খেয়ে কে বনের মোষ তাড়াতে যায়। যতক্ষণ না নিজের উপর কোনো কোপ পড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা সাধু-সন্ত। নিজেকে নিয়ে ব্যস্ত।
এই যে ব্লগে আমরা লিখছি। সেটাও নিজের গা বাঁচিয়ে। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কী লাভ টাইপ চিন্তা করে? কোনো এক অদৃশ্য কারণে 'বিবেক' নামক জিনিসটা আমাদের কেন যেন উবে যাচ্ছে নিজেদের মাঝ থেকে?
একটি সভ্য সমাজ বিনির্মাণে এটি একটি অশনি সংকেত।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: উত্তর দেই না
দু:খিত ভাই
২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
শিখা রহমান বলেছেন: লেখাটা ভালো লেগেছে আর নিজের মতো করে বুঝেও নিয়েছি। অন্যায়ের প্রতিবাদ করলে তবেই বিভিন্ন বিষয়ে জনসচেতনতা ্তৈরী হবে।
ভালো থাকবেন প্রতিবাদী লেখক। শুভকামনা।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩
শূন্যনীড় বলেছেন: অনেকদিন পর সুপ্রিয় কবি আপুর পোস্ট পড়লাম। ভালো আছেন নিশ্চয়ই
সুন্দর আলোচনা করেছেন পোষ্টে, ভালো লাগলো।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: িআলহামদুলিল্লাহ ভালো আছি
ভালো থাকুন
২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পরে প্রিয় কবি আপুর দেখা পেলাম, ভালো লাগছে। আপনি ভালো আছেন তো আপু?
সুন্দর ও প্রয়োজনীয় একটা বিষয়ে আলোচনা করেছেন আপু, খুব সুন্দর পোস্ট।
শুভকামনা আপনার জন্য
২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
চেংকু প্যাঁক বলেছেন: তাই বইলা মুততেও দিলেন না ব্যাডারে?
২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিবাদ করতে শিখুন।ধীরে ধীরে অবশ্যই পরিবর্তন হবে সমাজ।
অবশ্য ই সুন্দর চিন্তা,
আমাদের ইমানের জোর কমে গেছে , তাই রাস্তায় বা কর্মস্হলে কোন অন্যায়
দেখলে আমরা চুপ করে থাকি , কেন থাকি ?
চাকুরী চলে যাবে ! বা অপমানিত হবো !! মার খাবো !!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বাচ্চা ছেলের সে ভয় নাই বা অপমান কি জিনিস তা পরোয়া করেনা
সে কারনেই পরিবর্তন আনতে হলে চাই "ফ্রেশ ব্লাড"
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: বিবেককে জাগ্রত করা দরকার। সবাই মানুষ।
২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ অনলাইনে যতটা প্রতিবাদী বাস্তবে ততটা নয়। মানুষের মাঝে মানবীয় গুণাবলী থাকা জরুরি।
২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: আজ সকালে প্রতিবাদ করতে গিয়ে বিরাট বিপদে পড়েছি।
এখন এর দায় দাতিত্ব কে নিবে?
৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি গুজব ছড়াচ্ছেন বলে যদি আইসিটি এক্টে ধরে নিয়ে যায়!!!
সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন , মানুষকে উত্তেজিত করছেন বলে মামলা ঠুকে দিলে!
চাকুরিটা চলে গেলে!
এমনইতো হচ্ছে। স্বৈরাচারিতায় মানুষের নূন্যতম প্রতিবাদ দূরে থাক মত প্রকাশের অধিকারটুকুও কেড়ে নেয়া হয়েছে।
সেই মাৎসানায় দেশে আপনি বলছেন প্রতিবাদ করতে? ছোট প্রতিবাদ? না কিস্সু হবেনা।
এখানে চাই পূর্ন বিপ্ল্বব।
স্বৈরাচার ছড়ায় আতংক। ছোটখাট প্রতিবাদের সব রাস্তা বন্ধ করেই নামে !
তাদের ঠেকাতে তাই ছোটখাট অস্ত্র বুমেরাং হয়ে যায়!
তাই চাই পূর্ণ বিপ্লব অথবা নিরবে মরে যাওয়া!
বড় তেতো সত্য।
৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
কামরুননাহার কলি বলেছেন: আপু ফুটপাতে এখন শুধু আড্ডাই না দোকান-পাট, ফোসকার দোকান, চটপটির দোকান, জালমুড়ির দোকান , ড্রেসের দোকান কোনটাই বাদ নাই এখন ফুটপাতের উপর সব ধরনের ব্যবসাই রয়েছে ফুটপাতে। এরা পুলিশদের টাকা দিয়ে বসে পড়ে কিছু বললেও এরা শুনেবে না। তারপরও আমাদের উচিত সবাই মিলে প্রতিবাদ করি এইসবের বিরুদ্ধে।
৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
নতুন নকিব বলেছেন:
লেখা অগোছালো ঠিকই, কিন্তু লেখাটার ভেতরে প্রতিবাদে সোচ্চার দারুন একটা মুখচ্ছবি মূর্তমান। এভাবেই, আমাদের সামান্য সদিচ্ছাই আমূল বদলে দিতে পারে এই সমাজটাকে।
৩৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার পোস্ট।
ফুটপাথ দখল মুক্ত রাখতে সকলেরই চেষ্টা করা উচিৎ।
ধন্যবাদ আপা, অনেকদিন পর আপনার লেখা পড়লাম, তাও কবিতা না গদ্য।।।
৩৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১১
মলাসইলমুইনা বলেছেন: কাজী ফাতিমা ছবি,
"ছোট ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল ..."
ছোট ছোট প্রতিবাদ আর সচেনতাই অনেক বড় সমস্যাগুলোর সহজ সমাধানের সূচনা করতে পারে I লেখার সাবজেক্ট নির্বাচন, সাবজেক্টের গুরুত্ব, লেখার মেসেজ সব মিলিয়ে আপনার এই লেখাটা কিন্তু আপনার তাজা ফুলের মোবাইলোগ্রাফির মতোই বা আরো সুন্দর হয়েছে I হ্যাটস অফ শুভেচ্ছা লেখায় I
৩৫| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: প্রতিবাদের আহ্বানে যে যার সাধ্যমত সাড়া দিবেন, এটাই প্রত্যাশা করি। চমৎকার একটি পোস্টের জন্য অভিনন্দন!
সৈয়দ ইসলাম বলেছেন: আমরা কেবল ঘরে বসেই প্রতিবাদ করতে পারি। মাটে নামতে ভয় পাই, আর এতেই অন্যায়কারীরা পায় উৎসাহ। আমাদেরকে সক্রিয় হতে হবে - না, আমরা ঘরে বসেও প্রতিবাদ করতে পারিনা। এই ব্লগেও অনেকে অন্যায় কথা বলে থাকেন বা অন্যায় কাজ করে থাকেন। আমরা সবাই তার প্রতিবাদ করিনা।
ডঃ এম এ আলী বলেছেন: দৃঢ়ভাবে সন্মিলিতভাবে প্রতিবাদ চলুক - সহমত, সমর্থন করি।
একে৪৭ ভাল কিছু আইডিয়া দিয়েছেন। আহমেদ জী এস এর সাজেশনটা আমলে নিয়ে ক্যাপশন ছবিটা বদলে দিতে পারেন।
একটি সভ্য সমাজ বিনির্মাণে এটি একটি অশনি সংকেত - আখেনাটেন এর সাথে এ ব্যাপারে দ্বিমত পোষণ করার কোন অবকাশ নেই।
পোস্টে অষ্টাদশতম প্লাস + +
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপু আপনার জন্য সেলুট থাকলো ।