নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
যে চাষী পরম যত্নে লাঙল চষে চষে মাটি করে উর্বর
ফসলের বীজ বুনে নিড়ানীতে তুলে আগাছা
যে চাষীর হাতের আঙ্গুলের ছোঁয়ায় উঠে আসে সোনার ফসল
সে চাষীর কেনো দিতে হয় মাথায় হাত?
যে কৃষাণ ভাই, মাথায় গামছা বেঁধে নামে জমিনে
পূর্বাশার সূর্য উঠার সাথে,
যে কৃষাণের দেহের ঘামে উঠে আসে ফসল, সবজি
যে কৃষাণের মাথায় কেনো ঋণের বোঝা?
যে চাষী জৈব সার দিয়ে ফসল ফলায় নির্বিষ,
যে চাষীর ক্ষেত ভর্তি সবুজ সোনালী, রূপালী ফসল
যে চাষীর মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রমে
তুলে আনে ঘরে, বেগুন আলু টমেটো নানান সবজী
সে চাষী কেনো দুর্মূল্যের বাজারে পায় না ন্যয্য মূল্য।
মহাজন, আড়তদার কৃষকের বুকে বসায় ছুরি
কমমূল্যে কিনে অধিক মূল্যে বাজারে ছাড়ে ফসল';
ওরা গোলা ভরে রাখে-দুঃসময়ে বাজারে ছাড়বে বলে
ফসল সবজীতে বিষ মিশিয়ে, ওরা হয় নিরব ঘাতক
অথচ
ওদের পকেট ভারী, ওরা কিনে গয়না গাটি শাড়ি
ওদের ঘরে কোরমা পোলাও গোশত,
ওরা ধনে, জ্ঞানে সর্বদা থাকে সুস্থ।
কৃষকেরা কেনো তবে কষ্টে দিনাতিপাত
পাটের শাড়ি, মাটির হাঁড়ি,
সন্তানের পড়াশুনা, অসুস্থ বাবা
ওদের ঘরে কেন অভাবের থাবা;
মায়ের শখের চুড়ি, পারে না হতে ইচ্ছে ঘুড়ি;
অভাব অনটনে কেনো ওদের জীবন
যেখানে আড়তদারের হয় ওদের বুকে পা রেখে সুখের ভূবন।
যে রিযিক মুখে তুলে ওরা হাসে দম্ভের হাসি.......
অসম্মানে রেখে চাষীদের হাসি, ওরাই সমাজের সর্বনাশী।
যেখানে মিলে না কৃষকের ঘাম জড়ানো ফসলের সঠিক মূল্য
যে মূল্য দিতে কৃষকের ঘাড়ে ঋণের লাগে তকমা;
সার বীজ কীটনাশক কিনতে গিয়ে কৃষকের জীবন নাভিশ্বাস
অথচ যতটুকু খরচা হলো ফসল বুনতে
তার চেয়ে ঢের কম টাকা আসে পকেটে
কষ্টই তাদের হয় সদা গুনতে।
(১৩-০৬-২০১৯)
২০ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ কৃষককেই সচেতন হতে হবে আগে। এখন সেই আগের দিন নেই। মানুষ চালাক হয়েছে। মাথায় বুদ্ধি হয়েছে।
তারা নিজেদের একটা সংঘটন করতে পারে। সবাই মিলে নিজেদের শ্রমের মূল্য নিজেরাই বুঝে নিতে হবে।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন শঙ্খচিল
২| ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কৃষকেরা পায় না ন্যয্য দাম তবু জিনিসের কতো বেশি দাম ।
২০ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথাসত্য
ধন্যবাদ
৩| ২০ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩৮
এম ডি মুসা বলেছেন: সোনালি অতীত আর ছবিটা দারূণ, তবে কৃষক কি পাবে দালালে ভাগ করে খেতে খেতে ভোক্তও চরম দামে কিনে খায়
২৩ শে জুন, ২০২৪ সকাল ১১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম চরম সত্য। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেখানে মিলে না কৃষকের ঘাম জড়ানো ফসলের সঠিক মূল্য
.......................................................................................
সহমত,
কৃষকের ফসলের সঠিক মূল্য পেতে হলে কৃষককেই সচতেন হতে হবে ।
একথা বলার কারন হলো, আমি গ্রামে গন্জে অনে ক ঘুরেছি,
কৃষকের সুবিধা অসুবিধা দেখেছি,
পক্ষান্তরে এ বিষয়ে ব্যবস্হাপনা কেমন তা জাপানে কৃষক পর্যায়ে ঘুরে দেখেছি ।
যেহেতু আমাদের সরকার সমবায়কে গুরুত্ব দেই তাই এই পথে শক্তিশালি
বাজার ব্যবস্হাপনা তৈরী করা সম্ভব ।