নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওপার বাংলা থেকে অপার বিস্ময়ে এই বাংলাদেশের দিকে তাকানো এক ভারতীয়

ওপার বাংলা থেকে অপার বিস্ময়ে এই বাংলাদেশের দিকে তাকানো এক ভারতীয়

রামিজের ডিপফ্রিজ

এখানে পুরনো/নতুন ট্রলের সেরা কালেকশন পাবেন

রামিজের ডিপফ্রিজ › বিস্তারিত পোস্টঃ

আজ ভারতের ৬৪তম সাধারণতন্ত্র দিবস

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

আপনাদের মধ্যে যারা যারা আজ সকালে টিভিতে কোন ভারতীয় নিউজ চ্যানেল খুলেছিলেন সবাই নিশ্চয়ই দিল্লীতে ৬৪তম সাধারণতন্ত্র দিবস পালনের লাইভ ব্রডকাস্ট দেখেছেন। তাও আপনাদের কৌতূহল মেটাবার জন্য আরেকবার এই অনুষ্ঠানের কিছু বিশেষ দিক তুলে ধরছি।







ওপরের ছবিটি হল কুচকাওয়াজ যে রাস্তার ওপর দিয়ে হয় তার। এই রাস্তাটিকে রাজপথ বলে ডাকা হয়। ছবিতে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট, অন্যপ্রান্তে আছে রাষ্ট্রপতির বাসস্থান রাইসিনা হিলস। এর দুপাশে আছে ভারতের প্রশাসনিক প্রাণকেন্দ্র নর্থ ব্লক ও সাউথ ব্লক এবং ভারতের সংসদ ভবন।







এটি হল অমর জওয়ান জ্যোতি; মুক্তিযুদ্ধ তথা ১৯৭১ ভারত পাকিস্তান যুদ্ধ, ১৯৬২ চীন ভারত যুদ্ধ ও কারগিল যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দেশের হয়ে প্রাণ দেওয়া বীর সৈনিকদের স্মরণে ২৪ ঘন্টা এখানকার আগুনের শিখা জ্বলে। মূল প্যারেডের আগে, এমনকি জাতীয় সংগীতেরও আগে এখানে শহীদ জওয়ানদের স্যালুট করেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও তিন বাহিনীর প্রধানেরা। এরপর ২ মিনিট নীরবতা পালন হয়। বাকী অনুষ্ঠানের আড়ম্বরের আগে এ এক অদ্ভুত solemn পরিবেশ সৃষ্টি করে। এরপর জাতীয় পতাকা তোলা হয় ও ২১ তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয়।







এইবার মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই চলতি বছরে ভারতীয় নিজস্ব প্রযুক্তিতে তৈরী কিছু সমরাস্ত্র দেখানো হয়। এবছর দেখানো হল ভারতের আই সি বি এম অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র।



এছাড়া পিনাকা রকেট লঞ্চার, অর্জুন ট্যাংক ইত্যাদিও দেখানো হয়।







এইবার মার্চপাস্ট শুরু হয়। ট্র্যাডিশন মেনে শুরুতেই থাকে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি, এরপর অন্যান্য বাহিনী আসে। ছবিতে লাদাখ ইনফ্যান্ট্রির সেনাদের দেখতে পাচ্ছেন।



এবার আসেন নৌবাহিনী ও বায়ুসেনাদের সদস্যরা।





এইবার শুরু হয় প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ (আমি একবার বাস্তিল দিবসের সময় প্যারিসে ছিলাম, মস্কোতে ভিক্ট্রি প্যারেডের ভিডিও-ও এক বন্ধুর সুবাদে দেখেছি; তাই আমি নির্দ্বিধায় বলতে পারি যে ২৬ জানুয়ারির প্যারেড সামরিক দিক থেকে ইউনিক নয় কিন্তু এর সাংস্কৃতিক দিকগুলি সত্যিই দুনিয়াতে ইউনিক।)- বিভিন্ন রাজ্যের ট্যাবলো।





আপনারা জানেন ভারত বাংলাদেশের চেয়ে অনেক ছড়ানো ছিটানো দেশ। বাংলাদেশের জনগণ (অবশ্যই চাকমা প্রভৃতি জনজাতি বাদে) এথনিকালি ও কালচারালি অনেক হোমোজিনিয়াস। কিন্তু ভারতের মূল বৈশিষ্ট্যই হল আপাত-আলাদা জাতিগুলিকে একত্রিত করা। এই জিনিসটিই ট্যাবলোতে প্রাধান্য পায়। প্রতিটি ট্যাবলো পাঠায় সংশ্লিষ্ট রাজ্য সরকার।













এরপর আসে বাইকের কসরতে বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন সেনা জওয়ানরা ও অনুষ্ঠান শেষ হয় বায়ুসেনার হেলিকপ্টার, জাগুয়ার মিগ ২৯ ও সুখোই ৩০ ফাইটারের ফ্লাইপাস্ট দিয়ে।



এবার মুখ্য অতিথি ছিলেন ভুটানের রাজা। এর আগে ইয়াসের আরাফত, হো চি মিন, গামাল আবদেল নাসের সহ বহু বরেণ্য দেশনেতা এই প্যারেডে স্যালুট নিয়েছেন। ইন্টারেস্টিং হল যে ১৯৬৫ যুদ্ধ শুরুর মাত্র ৭ মাস আগে ১৯৬৫ সালের ২৬ জানুয়ারি পাকিস্তানি অতিথিরা আমন্ত্রিত হয়েছিলেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

ফরিদ আলম বলেছেন: অসাধারণ পোষ্ট।
অনেক অনেক ধন্যবাদ। আমি এধরনের পোষ্ট সোনার বাংলাদেশ ব্লগ, প্রথম আলো ব্লগ এবং শব্দনীড় ব্লগে শেয়ার করেছি। কিনতু সামুতে শেয়ার করিনি।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

রামিজের ডিপফ্রিজ বলেছেন: শেয়ার করুন বা না করুন, কষ্ট করে চর্বিত-চর্বন পোস্ট পড়ার জন্যই তো আপনার ধন্যবাদ প্রাপ্য

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

সিদ্ধার্থ. বলেছেন: আমার দেখা হয় নি ।আপনার কল্যানে দেখা হয়ে গেল ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

রামিজের ডিপফ্রিজ বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

প্রিন্স হেক্টর বলেছেন: ভালো লাগলো :#)

তয় আইসিবিএম দেইখা ডর পাইতেছি #:-S #:-S

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

রামিজের ডিপফ্রিজ বলেছেন: না ভাই, আমার তো মনে হয় এসব অস্ত্রশস্ত্র আছে বলেই এখনও ভারত-পাকিস্তান যুদ্ধ হয় নি; দেখুন না আমরা পরমাণু শক্তি হবার আগে আমাদের ৪ টি পুরোদমে যুদ্ধ করতে হয়েছে; কিন্তু তারপর কার্গিলে একটা ছোট স্কেলের যুদ্ধ ছাড়া সেরকম যুদ্ধ করতে হয় নি।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

প্রিন্স হেক্টর বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই, প্রতিবেশীকে শত্রুর চেয়ে বন্ধু হিসেবেই পাশে চাই 8-|

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

রামিজের ডিপফ্রিজ বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.