নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওপার বাংলা থেকে অপার বিস্ময়ে এই বাংলাদেশের দিকে তাকানো এক ভারতীয়

ওপার বাংলা থেকে অপার বিস্ময়ে এই বাংলাদেশের দিকে তাকানো এক ভারতীয়

রামিজের ডিপফ্রিজ

এখানে পুরনো/নতুন ট্রলের সেরা কালেকশন পাবেন

রামিজের ডিপফ্রিজ › বিস্তারিত পোস্টঃ

এমন ভাষাটি কোথাও খুঁজে পাবে না কো তুই/তুমি/আপনি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

আমাদের বাংলা ভাষা পৃথিবীর হাতে গোনা কয়েকটি ভাষার মধ্যে একটি যেখানে সর্বনামে তুই, তুমি, আপনি এই তিনটি রূপ পূর্ণভাবে দেখা যায়।





হিন্দিতেও আপ,তুম,তু এই তিনটি রূপ দেখা যায় বটে কিন্তু তার প্রয়োগ শিথিল। হিন্দিভাষী বাচ্চা তার বাবাকে অনেক সময়ই বলে থাকে "পাপা, আপ আজ .... যাওগে?" কিন্তু বাঙালি বাচ্চাকে কোনদিন আজ অবধি বলতে শুনিনি "বাবা, আজ আপনি সিনেমা দেখতে যাবে?"



(হিন্দিভাষী কয়েকজন বন্ধু যেটা বলে, বাবাকে "আপ" না বললে বাবার সম্মান থাকে না, আবার শুদ্ধ "যায়েঙ্গে" না বলে "যাওগে" বললে বাবার সঙ্গে মধুর সম্পর্কটাও বোঝানো যায়)





তো এটা নিয়ে হয়েছে কী? হয়েছেটা এই, যে, এই আপনি/তুমি/তুই কখন কোথায় ব্যবহার হবে সেটা নিয়ে ভুল বোঝাবুঝিটা প্রায়শই খুব কমন।



আমি পশ্চিমবাংলার লোক, কিন্তু ঘটনাচক্রে আমার কয়েকজন বাংলাদেশী বন্ধুও আছে; তাই এই সংক্রা্ন্ত বিষয়ে আমি অল্প হলেও দু তরফের দৃষ্টিভঙ্গি জানার সুযোগ পেয়েছি। অবশ্য অল্পবিদ্যা ভয়ঙ্করী, কাজেই আমার মত ভুল হলে কমেন্ট সেকশনে জানাতে অনুরোধ করছি।



আমরা পশ্চিমবঙ্গের লোকেরা বেশির ভাগ ক্ষেত্রেই বয়সে ছোটদের "আপনি" বলার চেয়ে "তুমি" বা "তুই" বলতেই পছন্দ করি। যেমন কলেজে একজন থার্ড ইয়ারের ছাত্র একজন ফার্স্ট ইয়ারের ছাত্রকে অবশ্যম্ভাবী ভাবে "তুই" সম্বোধন করবে (খুব স্বল্প পরিচিত হলেও) এবং ফার্স্ট ইয়ারের ছাত্রটি থার্ড ইয়ারের সিনিয়রকে "তুমি" সম্বোধন করবে।



কিন্তু আমার মনে হয় বাংলাদেশে আপনারা অপরিচিত জুনিয়রদের সঙ্গে প্রথমেই "তুই" ব্যবহার করেন না এবং কেউ করলে তাকে অসভ্য বলে ভাবা হয়।



এটা নিয়ে হাসির খোরাকও প্রচুর হয়। আমার এক বাংলাদেশি বন্ধুকে একবার আমার এক সিনিয়রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। সে সিনিয়রটিকে "ভাল আছেন?" বলায় সিনিয়রটি কেমন একটা পাজলড হয়ে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দুবার ঘাড় চুলকে "কার কথা বলছেন?" বলে ফেলেছিল। সে বুঝতেই পারেনি যে মাত্র এক বছরের সিনিয়রকে কেউ "আপনি" সম্বোধন করতে পারে; তাই সে এদিক ওদিক তাকিয়ে কোন কল্পিত প্রফেসরকে খোঁজার চেষ্টা করছিল।

















মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০২

এম হুসাইন বলেছেন: ভালো লাগলো পোস্ট।
এই রকম আরও কিছু বিশ্লেষণধর্মী পোস্ট চাই। হিন্দি জানি মোটামুটি, কিন্তু ব্যাকরণ নিয়ে অনেক জটিলতা।

ভালো থাকবেন।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯

রামিজের ডিপফ্রিজ বলেছেন: ধন্যবাদ, চেষ্টা করি পোস্ট করার;কিন্তু সাধ আর সাধ্যের অনেক তফাত; এই বিষয়েই যদি মুজতবা আলি লিখতেন তাহলে সেটা কত উপভোগ্য হত তা নিশ্চয়ই অনুমেয়। আমার লেখার স্টাইল সেরকম নেই; কিন্তু যদি বিষয়টা ভাল/নতুন হয় তাহলে যাদের লেখার স্টাইল ভাল (ধরুন ব্লগে নাফিস ইফতেখার ) তারা এটা নিয়ে আরো এন্টারটেনিং পোস্ট দিতে পারবে। =

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.