নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবাবা

চন্দ্রবাবা › বিস্তারিত পোস্টঃ

প্রতিফাঁদ

১৪ ই জুন, ২০১৬ রাত ১:৪৭

জংগীদেরকে বেহেশতের লোভ দেখিয়ে মগজ ধোলাই করার পর Raid (Sudden Strike) বা "তড়িৎ হানা" (স্বল্পকালীন ক্ষুদ্র অভিযান)'র সামরিক প্রশিক্ষণ দেয়া হয়। তড়িৎ হানার লক্ষ্যবস্তু খুব ছোট হয়। ২ বা ৩ জনের প্রশিক্ষিত একটি ক্ষুদ্র ঘাতক দল একজন নির্বাচিত ব্যক্তিকে হত্যা করতে বা একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বস্তু বা স্থাপনা ধ্বংস করতে অভিযান পরিচালনা করে। অভিযানটি নিঃশব্দ ও সশব্দে (প্রয়োজন হলে) সম্পন্ন করা হয়।
সাম্প্রতিক আমাদের দেশে জংগীগোষ্ঠী কর্তৃক পরিচালিত হত্যাকান্ডগুলোকে Conventional Raid বলা যায়না। যেহেতু খুন হয়ে যাওয়া লোকগুলোর বেশীরভাগই পথিমধ্যে আক্রান্ত হয়েছেন, এ জাতীয় অভিযানকে মূলত: Mobile Ambush বা 'চলমান ফাঁদ' বলা যেতে পারে।

অস্ত্র, লক্ষ্য ও ফলাফল: দেশী অস্ত্র ও ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র ব্যবহার করে লক্ষ্য স্থিরকৃত ব্যক্তিকে জবাই করে/কুপিয়ে/গুলি করে হত্যা করা কিংবা অগ্নি সংযোগ/বিস্ফোরক ব্যবহার করে কোন স্থাপনা/কেপিআই'য়ে ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করা।
আত্মঘাতি মানের এই ক্ষুদ্র অভিযানগুলোর সাফল্য প্রায় ৯০%, যা মূলত: সশস্ত্র বাহিনীর বিশেষ শাখার চৌকষ সদস্যদের দিয়ে সম্পাদন করা হয়।

এ অভিযানকে নস্যাৎ করে আক্রমনকারী দলকে উল্টো কূপোকাত করারও পদ্ধতি রয়েছে, যাকে বলা হয় 'প্রতিফাঁদ'।
'প্রতিফাঁদ'র প্রয়োগ ও সফল সম্পাদনা সম্পর্কে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর যথাযথ প্রশিক্ষণ রয়েছে বলে আমার বিশ্বাস।

'প্রতিফাঁদ' প্রয়োগ করে জংগীদেরকে ধ্বংস করার এটাই মোক্ষম সময়।
আরো দেরী করলে ভয়ংকর পরিস্থিতির শিকার হবে বাংলাদেশ !!!

চন্দ্রবাবা-৪৪/০৯.০৬.২০১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.