![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই মোটামুটি জানি এই খেলার নিয়ম। একটা গান দিব, তার শেষ অক্ষর দিয়ে আপনি আবার দিবেন আরেকটা গান।
তো শুরু করা যাক?
ঐ দূর পাহাড়ের ধারে,
দিগন্তেরই কাছে
নিঃসংগ বসে একটি মেয়ে, গাইছে
আপন সুরে! আপন সুরে... আপন সুরে
এবার র এর পালা -র দিয়ে কোনো গান লিখুন।
২| ১৬ ই মার্চ, ২০০৬ সকাল ১০:০৩
অতিথি বলেছেন: রেল লাইনের ঐ বস্তিতে
জন্মে ছিল একটি ছেলে
মা তার কাদে, ছেলেটি মরে গেছে ...
বাংলাদেশ ... বাংলাদেশ ...
৩| ১৬ ই মার্চ, ২০০৬ সকাল ১০:০৩
ফারিয়াল বলেছেন: সকাতরে ঐ কাঁদিছে সকলে
শোন শোন পিতা
কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে
মংগল বারতা
৪| ১৬ ই মার্চ, ২০০৬ সকাল ১০:০৩
অতিথি বলেছেন: এরই মাঝে রাত নেমেছে
কতদিন গেছে চলে............
চলে তারপর..........
৫| ১৭ ই মার্চ, ২০০৬ রাত ৮:০৩
কামরান বলেছেন: লাল মিয়া যায়
ভেনে চোইরা যায়!
লাল মিয়া যায় - বিয়া করতে যায়!
ভাড়া করা শেরোয়ানী পড়িয়া
তিন চাককার ভেনে চড়িয়া
লাল মিয়া মনের সুখে বিয়া করতে যায়, আয় হায়
যৌতুক নেবে বলে বর যাত্রী সাজায়...
এ দিয়ে পরের টা।
৬| ১৭ ই মার্চ, ২০০৬ রাত ৯:০৩
অতিথি বলেছেন: এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম ..
ম দিয়ে
৭| ১৮ ই মার্চ, ২০০৬ সকাল ৭:০৩
অতিথি বলেছেন: মরিলে কান্দিস না আমার দাই, জাদু ধোন...
ন দিয়ে
৮| ১৮ ই মার্চ, ২০০৬ সকাল ৭:০৩
মলি বলেছেন: নাই টেলিফোন নাইরে পিয়ন
নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের খবর ক্যামনে পৌঁছাইতাম....
ম- দিয়ে
৯| ১৮ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
অতিথি বলেছেন: মন ভাই কও আমায়
হিন্দু কি মুসলমান
কোনডাকে সে ভগবান
বসতি কোথা
আ দিয়ে
১০| ১৮ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
মলি বলেছেন: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি..
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ।
স দিয়ে
১১| ১৮ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
অতিথি বলেছেন: সহজ মানুষ
ওরে দ্যাখ নারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে...
এ দিয়ে
১২| ১৮ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
মলি বলেছেন: এসো নীপবনে ছায়াবিথী তলে
এসো করো স্নান নবধারা জলে
এসো নীপবনে...
ন / ই ? কোনটা দিয়ে হবে ?
১৩| ১৮ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
মলি বলেছেন: দুঃখিত, ন / ই এর বদলে ন / এ, এটা পড়তে হবে ?
১৪| ১৮ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
কামরান বলেছেন: নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের কথা কেমনে পৌছাইতাম!
ম?
১৫| ১৮ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
ফারিয়াল বলেছেন: মেয়ে.....
তুমি কি দুঃখ চেন, চেন না
মেয়ে.....
তুমি কি আকাশ চেন, চেন না
তবে চিনবে কেমন করে এই আমাকে....
ক???
১৬| ১৮ ই মার্চ, ২০০৬ সকাল ১০:০৩
অতিথি বলেছেন: কবিতা পড়ার প্রহর এসেছে, রাতের নির্জনে,
জোনাকির আলো নেভে আর জলে, শাল-মহুয়া'র বনে...............।
১৭| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: নামাজ আমার হইলো না আদায়
নামাজ আমি পড়তে পারলাম না
দারুর খান্নাসের দায়
য়/এ
১৮| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
মলি বলেছেন: কামরান, আপনি out । আমি অনেক আগেই 'নাই টেলি ফোন.....' গান দিয়েছি । আপনি আবার একই গান দিয়েছেন সুতরাং.........
এক আকাশের তারা তুই
একাই গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে...
ওরে সব ভালো তুই একাই বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
র/ এ ।
১৯| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
অতিথি বলেছেন: মাঝখান থেকে গাওয়া যাবে না । ফার্স্ট লাইন থেকে গাইতে হবে ।
এ এমন পরিচয় অনুমুতি প্রার্থনা,
এ এমন বিনিময় কিছু শুভ সুচনা......
২০| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
অতিথি বলেছেন: নীলাম্বরী শাড়ী পরে
নীল যমুনায় কে যায় ?
কলসে কঙ্কণে রিনি ঝিনি ঝলকে...
ক দিয়ে
২১| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
:) বলেছেন: কেটেছে একেলা বিরহেরও বেলা
আকাশও কুসুমও চয়নে
সব পথও এসে মিলে গেলো শেষে
তোমরো দুখানি নয়নে
ন
২২| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
অতিথি বলেছেন: নেচে নেচে আয় মা কালি
আমরা যে তোর ষঙ্গে যাবো
তুই খাবি মা পাঠার মুড়ো
আমরা যে তোর প্রসাদ খাবো
ব দিয়ে
২৩| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
:) বলেছেন: বড় আশা করে এসেছিগো কাছে ডেকে লও
ফিরাওনা
জননী বড় আশা করে এসেছিগো কাছে ডেকে লও
দীনহীনে কেহ চাহেনা
তুমি তারে ডাকিবে জানিগো
আর আমি যে কিছু চাহিনে
চরনতলে বসে থাকিব
ব
২৪| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
অতিথি বলেছেন: বিপিন বাবুর কারন সুধা
মেটায় জ্বালা মেটায় ক্ষুধা
মরা মানুষ বাচিয়ে তোলে
এমনি যে তার যাদু..
দ দিয়ে
২৫| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
:) বলেছেন: দিন গেলো তোমারই পথ চাহিয়া
মন কাঁদে সখীগো কার লাগিয়া
সহেনা যাতনা তোমারও আশায় বসিয়া
ব / য়
২৬| ১৮ ই মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
কামরান বলেছেন: আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে , বসে আছ!
আকাশ পানে, দৃষ্টি উজাড়
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া!
য়া!
২৭| ১৮ ই মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
কামরান বলেছেন: উমমম... গান repeat করা যাবে না????!?!?!?!
আমি জানতাম না
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
মুহিব বলেছেন: রঙিলা রঙিলা রঙিলা ব্জ ্বর
আমাব্জ ্বর ছাড়িয়া বন্ধু কই ব্জ ্বগলা ব্জ ্বর ।
কই ব্জ ্বগলা ব্জ ্বর মন
কই রইলা ব্জ ্বর.....