নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরন বিল

চরন বিল › বিস্তারিত পোস্টঃ

টাকা ছাড়া পুরুষ হয়ে যায় হাফ লেডিস।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৫

পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস।

এম বি এ পড়ার সময় যশোর থেকে এক টি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রীর ধনী বাবা আমাদের বাড়ী দেখতে এসে বাড়ির পথ থেকে পালিয়েছিল, ভিতরে আর আসে নি। এই বয়সে বিয়ের কোন আগ্রহ ছিল না আমার, সেটা চাইও নি, পাত্রীকেও চিনি না। তবুও একটা অদ্ভুত কষ্ট হয়েছিল সেদিন। কষ্টটা আমার জন্য নয়। আমাদের গোলপাতার বাড়িটার জন্য।
....
সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। খবর টা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি::: জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, 35 তম বিসিএস প্রিলি হয় নাই।
35 তম বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা।
কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে শ্বান্ত্বনা ।
ভাইটাও এখন শ্বান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই। " ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি।
.....
আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, ভালো চাকুরি নাই, আবার বাবার বা নিজের টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিন ই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থাপ্পড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে।
....
টাকা সবারই লাগে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যাথা প্রতিটা পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোন মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়।
টাকা আসে, আবার চলে যায়। মাঝ থেকে ভালবাসাটা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না।
....
যতবার বিয়ের কথা উঠেছে, ততবার ই আমি ভয় পেয়েছি। টাকা আমাকে আজীবন তাড়িয়ে বেড়িয়েছে। তাই বিয়ে - ভালবাসার কথা শুনলে ভয় পাই। ঢাকা কমার্স কলেজ এ যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন কেরানীগঞ্জ এর ওপারে যখন দেড় হাজার টাকার টিউশুনি করতাম, নদী পার হওয়ার ছয় টাকা আমার থাকত না। আধা কিলোমিটার হেটে ব্রিজ পার হতাম। আর আজ হাজার হাজার টাকা আয় করেও দেখি ঈদে বাড়ি যাওয়ার টাকা থাকে না। জীবন আসলে একই থাকে, শুধু সময় আর চক্র টা বদলায়।
...
একজন বিখ্যাত প্রফেসরের সাথে কথা হয়েছিল। উনি যখন পাঁচ হাজার টাকা বেতন পেতেন তখন দুই হাজার টাকা ঘাটতি থাকত। এখন বিশ লাখ টাকা আয় করেও দুই লাখ টাকা ঘাটতি থাকে। কাকে কি বলব??
...
সতের শ টাকায় যখন মাস চলত। তখনও পকেটে একটা টি শার্ট কেনার মত টাকা থাকত না। আর আজ নিজের খরচই হয় এিশ হাজার টাকা। আজও টি শার্ট কেনার টাকা নাই।
...
আমি এই হিসেব বুঝি না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪

গেম চেঞ্জার বলেছেন: হায়রে হিসাব!! লিখেছেন ভালই।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

চরন বিল বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

মুখ ও মুখোস বলেছেন: ভালো লিখছেন। মাইনষের চাহিদার কোন শেষ নাই। যত আয় তত ব্যায়। চাহিদাও বাড়ে। অর্থই ভালোবাসার মুল হাতিয়ার, হৃদয় না।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৭

মানবী বলেছেন: "টাকা না থাকলে কোন মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়।"
- পোস্ট পড়ে মনে হলো আপনার মতানুযায়ী মানুষ থেকে নীচের দিক পশু পর্যন্ত যেতে মাঝামাঝি পর্যায়ে মহিলারা পরে, তাইনা? মহিলারা পুরুষ অর্থাৎ মানুষ আর পশুর মাঝামাঝি একটি অবস্থানে।

এই যে আপনি একজন পুরুষ হয়ে এসব লিখছে, একজন মহিলা তাঁর গর্ভ ১০মাস ধারন করেছিলেন বলেই কিন্তু লিখতে পারছেন, একজন মহিলার নির্যাস শুষে তিলেতিলে আপনার অস্তিত্ব গড়ে উঠেছে।

এখন আসি শিক্ষাগত যোগ্যতায়... হাজার পুরুষ কে পিছে ফেলে অনেক 'লেডি' বিসিএস পরীক্ষার মেধা তালিকার শির্ষে থাকেন, তাতে কি? তারপরও যে ছেলে প্রিলিমিনারী পাশ করতে পারছেনা সে হাফ লেডিস!

বিয়ের প্রস্তাব নিয়ে এসে শুধু মাত্র ঘরের অবস্থা দেখে বিদায় নেয়া নিঃসন্দেহে কষ্টের, তারপরই ব্যাপারটি ভেবে দেখুন। যারা বিদায় নিয়েছেন, তাঁরা নারী ছিলেন না পুরুষ?
আপনি যখন আপনার কন্যা বা বোনের বিয়ের কথা জন্য একটি ছেলেকে বিবেচনা করবেন, তখন তার আর্থিক অবস্থা আপনার মনে কোন প্রভাব ফেলবেনা?

ব্যক্তিগত ভাবে আমি মনে করিনা কারো আর্থিক অবস্থা স্বামী বা স্ত্রী হিসেবে ভালো মন্দ বিচারের মাপকাঠি হতে পারে। একজন ভালো মানুষ জরুরী।
তবে দুঃখজনক হলেও সত্য, এমনটিই আমাদের সমাজে হয়ে আসছে, ঠিক যেমন কোন পুরুষ কে ব্যর্থ বা অক্ষম বা নিম্ন মানের বুঝাতে তাকে হাফ লেডিস বলে অনেকে। লেডি বা নারীদের অবস্থাটা দেখুন, যতো বড় যোগ্যতাই থাক, সবচেয়ে অক্ষম পুরুষটিইও হঅফ লেডিস, পুরো লেডি পর্যন্ত তার অবনতি হচ্ছেনা!

৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টাকা সবারই লাগে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যাথা প্রতিটা পুরুষকে বইতে হয়।
মোক্ষম বলেছেন.........গভীর ;)

৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২

বাবুল হোসাইন বলেছেন: মানবী যে মন্তব্য করেছেন তা এই লেখাটিকে অন্য মাত্রা দিয়েছে। ওর কথাগুলো না থাকলে লেখাটি পরে তেমন পূর্ণতা আসত না।

..... আমার এক বন্ধু আজ থেকে ১৭ বছর আগে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাসে আয় করত। সে যখন এইচ এস সিতে পড়ত সেই অবস্থাতেই বিয়ে করেছিল। এখন সে নিজেই স্কুলের প্রধান শিক্ষক। আমি বিয়ে করেছি ৩৩ বছর বয়সে।
..... যে যার যোগ্য তা না দিতে পারলে ভালবাসার দাবি পূরণ হয় না ব্রাদার।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪

বাবুল হোসাইন বলেছেন:
..... আমার এক বন্ধু আজ থেকে ১৭ বছর আগে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাসে আয় করত টিউশনি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.