![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পছন্দ, পার্ফেক্ট, এ শব্দগুলো অতিমাত্রায় আপেক্ষিক। পৃথিবীতে কেউ কারো জন্য পুরোপুরি পার্ফেক্ট নয়। মানুষের কল্পিত আদর্শ আচারনগুলো শুধু মাত্র উপন্যাস, সিনেমাতেই সম্ভব। ত্রুটিহীন মানুষ শুধুই কল্পনা। তাই আপনার কল্পনার রাজকুমারী আপনি কখনই পাবেন না, এটি শুধু উপন্যাসের পাতায় থাকে।
নির্মম উপেক্ষা করে যে মানুষটি হতে চোখ ফিরিয়ে নিলেন, মনে রাখবেন সেও কারো না কারো আকাশের ধ্রুব তারা। আপনি হয়ত বহু মানুষের চোখের মনি, কিন্তু আপনিও কারো কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলেন। রাস্তায় দাড়িয়ে খাবার বিক্রি করা মলিন মানুষটিও কারো না কারো অতি প্রিয়, চোখের মনি। তার জন্যও হয়ত কেউ না খেয়ে ক্ষুধা নিয়ে অপেক্ষা করে।
বোকা বন্ধুর বোকামি নিয়ে অনেক মজা করেন, না?? পেট মোটা মানুষটি দেখে আড়ালে ব্যাঙাচী বলেন তাই না?
আসলে সেও কারো কাছে ভীষন চালাক। তাকে নিয়েও হয়ত কেউ কবিতা বানায় মনে মনে। এমনই নিয়ম। আপনার দেখা কুৎসিত মেয়েটিও কারো চোখে অতিশয় সুন্দরী।
কাউকে ঠকিয়ে খুব আনন্দ পেলেন, না??
হয়ত কারো অবুঝ ভালবাসায় হেসে দিলেন... বলেই দিলেন ... তুমি তো আমার উপযুক্ত নও, আমরা আসলে এক নই..
প্লিজ, কারো আবেগ নিয়ে খেলবেন না। আপনিও অনেকের কাছে উপযুক্ত নন। আপনাকেও তুচ্ছ করার মত অনেকেই আছে, হয়ত আপনিও কারো কথা ভেবে অকারনে কষ্ট পান।
কাউকে যেমন ছোট মনে করবেন না, তেমনি নিজেকেও তুচ্ছ ভাববেন না। মনে রাখবেন, এই বিশাল পৃথিবীর বিশালতায় আপনি হয়ত কিছুই নন, কিন্তু কারো কাছে আপনি তার সম্পুর্ন পৃথিবী।
১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫
চরন বিল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৮
শূণ্য মাত্রিক বলেছেন: অসাধারণ !!!!