নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরন বিল

চরন বিল › বিস্তারিত পোস্টঃ

\'\' বেদনা মধুর হয়ে যায়......তুমি যদি দাও.................।\'\'

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০০

আজ হঠাৎ গুন গুন করছি একটি গানের লাইন, আমার তো আবার গানের সব কথা মনে থাকে না। ওই এক আধটা লাইন আর কি। তাহলো '' বেদনা মধুর হয়ে যায়......তুমি যদি দাও।''
জানিনা কেন এ গানের এই এতটুকুই বার বার আওড়াচ্ছি।
আমার কোন বেদনাই আজ পর্যন্ত মধুর হয়েছে বলে মনে পড়ছেনা। তাহলে কেন গুন গুন করছি ?
সব কিছুর শানে নযুল কি আর জানার ক্ষমতা আমার আছে !
জীবনে যখন থেকে বুঝতে শিখেছি, ঠিক তখন থেকেই তোমার দেয়া বেদনায় অস্থির হয়ে উঠেছি। মাঝে মধ্যে নীল হয়ে গেছি, কিন্তু তারপরও তুমি থামোনি। চলছে তোমার রথ.....আমায় বিদ্ধ-সিদ্ধ করার তরে। কতবার ন্যুইয়ে পড়ে, গলায় গামছা জড়িয়ে, তোমার তুলতুলে শরীরের কঠিন পেশীর হাত দু'টো ধরে বলেছি ' ক্ষান্ত ' দাও আমায়। তোমার বিষে জর্জড়িত আমি। থামোনি তুমি.... বরং আমার কষ্টটা দেখে অট্টহাসিতে প্রকম্পিত করেছো আমার ছোট্ট পৃথিবীটাকে।
তোমার বিষক্রিয়ায় প্রায় ন্যুব্জ আমি, বড়ই ক্লান্ত.........অনেকটাই শ্রান্ত।
দু:খ হয় তোমার জন্য, কি পাও ওর মাঝে খুঁজে ? যা আমাকে করে বেদনাবিঁধুর !
পৃথিবীর কোনটার বিনিময়ে একটুখানী বদলাবে তুমি....বলতে পারো ?
জন্মের পর যখন হাটতে ধরেছি, বার বার আমাকে উল্টে ফেলেছো, সহপাঠিদের সাথে স্কুল জীবন, সেখানেও তুমি মাস্টার মশায় সেজে কান মলেছো বড় মজা করে। কঞ্চি আর বেতের কথা নাইবা বললাম। নীল ডাউন, হাফ ডাউন, হাই বেঞ্চে দাঁড়িয়ে থাকার হিসেব কষিনি কখনও। কলেজ বিশ্ববিদ্যালয়, ভেবেছিলাম এখন স্বাধীন হলাম, এখানকার মাস্টার মশাইরা তো ওই সাজা দেন না। কিন্তু এখানেও তুমি আরেক রূপে ! এতটাই স্বাধীনতা দিলে আমায়, কোন ক্লাশ কখন-আর কোথায় হচ্ছে, তার ফুসরত রাখোনি আমার। কড়ই তলা, কাঠাল তলা, ওকড়া বিছানো মাঠে উচ্চকন্ঠে শ্লোগান আর মিছিলে উজ্জীবিত রেখোছো আমায়। আকাশের মেঘ যখন সরে গেছে, দেখলাম বেলা শেষ প্রায়, আমার গলায় জুটলো.......... না থাক ! কেন এভাবে খেলছো আমাকে নিয়ে, কি স্বাদ পেলে ?
শ্লোগান আর ভাষণের মাঠেও থাকতে দিলেনা, যেন কত না ক্ষতি করেছি তোমার। মনে হয় ভেঙ্গেছি সংসার ! তারই প্রতিশোধ, কোথাও দিলেনা স্থিতি, কিন্তু কেন, কি পেলে তুমি ? গন্তব্য কোথায় ?
আবারও নিলাজের মত আমার ভেতরে গুন গুন করছো '' বেদনা মধুর হয়ে যায়......তুমি যদি দাও.................।''

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৯

ফুলফোটে বলেছেন: এই যে.....
বেদনা মধুর হয়ে যায়......তুমি যদি দাও.................।''
পড়তে বেশ লেগেছে...

২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫১

চরন বিল বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৫৫

নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো।

২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫১

চরন বিল বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: গানটার কথা মনে পড়ে গেল।গানে লিংক ঃ

২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫৩

চরন বিল বলেছেন: খুব সুন্দর গান, তাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.