![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ প্রকাশিত হচ্ছে “ক্লোজ আপ ওয়ান-২০১২” এর প্রতিযোগীদের ধারাবাহিক পর্বের ...... তম পর্ব। আজ আমাদের সাথে আছেন রাজশাহীর লায়লা।
ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?
লায়লাঃ এবার এইচ. এস. সি পরীক্ষা দিয়েছি।
ক্লোজ আপ ওয়ানঃ গান শেখা হয়েছে কোথা হতে?
লায়লাঃ আমার হাতেখড়ি হয়েছি আমার বাবার কাছে। এছাড়া আমি খালিদ দেওয়ান, মিজানুর রহমান এদের কাছ থেকে বাউলের গান শিখেছি।
ক্লোজ আপ ওয়ানঃ আপনি কোন ধরনের গান গাইতে পছন্দ করেন?
লায়লাঃ আমি বাউলের গান গাইতে পছন্দ করি।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” এর পরের পরিকল্পনা কি?
লায়লাঃ আমি গ্রাম থেকে এসেছি। ওখানে ভাল গান শিখতে পারিনি। তাই ক্লোজ আপ ওয়ানের পরে একজন ভাল গুণীজনের কাছ থেকে গান শেখার ইচ্ছা আছে।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু সাহায্য করেছে?
লায়লাঃ অনেক। এখানে অনেক কিছু শিখতে পারছি। আমরা যদিও প্রতিযোগী, কিন্তু থাকছি বন্ধুর মত। আমাকে তারা আমার ভুল ধরিয়ে দিচ্ছে। এছাড়া বিচারক ও আমার এখন যিনি শিক্ষক শ্যাম দা আমাকে অনেক সাহায্য করছেন। সব মিলিয়ে আমার অনেক উপকার হয়েছে ক্লোজ আপ ওয়ান এ এসে।
ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের জন্য কিছু বলুন।
লায়লাঃ আমি দর্শকদের আমি কিছু ভাল বাউলের গান দিয়ে মন জয় করতে চাই। আর আমি চাই তারা যেন আমায় ভোট দিয়ে আমাকে সাহায্য করেন।
©somewhere in net ltd.