![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরিশালের মেয়ে আয়শা জাহান শান্তা, যে চঞ্চল, যাকে কিছুক্ষণের জন্যেও চুপ রাখা দায়j, যার গান গাওয়া শুরু হয় ৩ বছর বয়স থেকে, এখন এসেছে ক্লোজ আপ ওয়ানের শীর্ষ-৩০ এ ।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ানে আসতে পেরে কেমন লাগছে?
আয়শাঃ অনেক ভালো লাগছে, সবাই আমাকে টিভি তে দেখছে, সবার ফোন আসছে। বেশ আনন্দিত আমি। নতুন, সবকিছু নতুন মনে হচ্ছে।
ক্লোজ আপ ওয়ানঃ পড়াশোনা করেছেন কিসে?
আয়শাঃ এবার ২০১২ তে উচ্চ মাধ্যমিক শেষ করলাম, এখনও কোথাও ভর্তি হইনি। এপ্রিলে হব।
ক্লোজ আপ ওয়ানঃ গান গাওয়ার শুরু কোথা থেকে?
আয়শাঃ গান শিখেছি ঝালকাঠি তে, সেখানে আমার ওস্তাদ বীণা রায় এর কাছে গান শিখেছি। এছাড়া বাংলাদেশ বেতার শিল্পি রহুল আমিন চৌধুরী স্যার এর কাছেও কিছুদিন শিখেছি।
ক্লোজ আপ ওয়ানঃ গানকে কি পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে আছে?
আয়শাঃ নাহ, পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে নেই। কিন্তু অন্য পেশার পাশাপাশি গানটাকে ধরে রাখবো এবং নিয়মিত গান করে যাব।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজআপ ওয়ান আপনার কাছে কেন এত গুরুত্বপূর্ণ?
আয়শাঃ সঙ্গীত যারা করে-তাঁদের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হল ক্লোজআপ ওয়ান । এত বড় মিউজিক্যাল শো আর নেই। সারা বাংলাদেশ থেকে অনেক ভালো ও মেধাবী প্রতিযোগী এসেছেন আর তাঁদের সাথে প্রতিযোগিতার পাশাপাশি শিখছিও অনেক কিছু। সেই সাথে যেসব গানের শিক্ষক পাচ্ছি যেটা আগে জীবনেও সম্ভব হত না। ক্লোজআপ ওয়ানের মাধ্যমে তাঁদের সান্নিধ্যে থেকে নিজেকে আরও ভালো গাইবার জন্য তৈরি করছি, তাঁদের অনুপ্রেরণা মনে আরও সাহস যোগাচ্ছে এগিয়ে যাওয়ার। এটা অনেক বড় বিষয় আমার কাছে।
ক্লোজ আপ ওয়ানঃ অডিশন দেওয়া থেকে এখন পর্যন্ত কোন স্মরণীয় ঘটনা?
আয়শাঃ হ্যাঁ, গতকালই ঘটেছে। প্রিয়াঙ্কা গোপ। যিনি গানের চর্চাই একদম পর্যায়ের। উনার গান শুনেই বোঝা যায় যে উনি অনেক জানেন। তার কাছ থেকে গান শেখার ইচ্ছা অনেক দিনের। কাল জানলাম উনি আমাদের গান শেখানোর জন্য কলকাতা হতে ঢাকায় এসেছেন। আমার জন্য এটা অনেক বড় প্রাপ্তি এবং ওনার কাছ কাছ থেকে শিখতে পারাই হবে আমার জীবনের স্মরণীয় ঘটনা ।
ক্লোজ আপ ওয়ানঃ যদি ক্লোজআপ ওয়ানের পরের পরিকল্পনা কি?
আয়শাঃ প্রথমেই আরও বেশি শেখার জন্য প্রস্তুতি নিব। আমি চাই নিজের গানের মাধ্যমে সারা পৃথিবীর কাছে তুলে ধরতে। পপ সঙ্গীত নিয়ে আমার অনেক দূর যাওয়ার ইচ্ছে আছে। অনেক বড় স্বপ্ন দেখি আমি। আমার স্বপ্ন বাস্তবায়নে আমার সঙ্গী আমার দেশ।
ক্লোজ আপ ওয়ানঃ আপনার কি ধরণের গান করতে ভাললাগে?
আয়শাঃ সাধারণত আমি ক্লাসিক্যাল গান করতেই পছন্দ করি, এতদিন শিখেছি সেটাই। কিন্তু এখানে এসে কয়েকদিন সমসাময়িক গান করছি তবু ক্লাসিক্যাল গান করতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজআপ ওয়ানে কাকে আপনার শক্ত প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে?
আয়শাঃ সেটা ঋতুরাজ ভাই, আরিফ ভাই, লাবিবা আপুসহ আরও অনেকেই আমার শক্ত প্রতিদ্বন্দ্বী। এখানে সবাই বেশ ভালো, ভীষণ ভালো গান করে।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ানে আসার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও উৎসাহ কার ছিল?
আয়শাঃ অনেকেই ছিল। আমার মেজো আপু, আম্মু, বন্ধু অভিজিৎ, কাকা, নানু সবাই সবাই ভীষণ উৎসাহ দেন এবং আমি ক্লোজআপ ওয়ানে আসি।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন।
আয়শাঃ কেউ যদি নতুন গান শুনতে চান, আমাকে ভোট করতে পারেন। আমি শ্রোতাদের নতুন কিছু শোনাতে পারবো, এটুকু বলতে পারি।
©somewhere in net ltd.