নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২ › বিস্তারিত পোস্টঃ

মাগুরার ছেলে সদা হাস্যজ্জল শহিদুল ইসলাম এখন “ক্লোজ আপ ওয়ান-২০১২” এর শীর্ষ-৩০ এ। আধুনিক ও সমসাময়িক গান গেতেই সে বেশি পছন্দ করে। ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২





মাগুরার ছেলে সদা হাস্যজ্জল শহিদুল ইসলাম এখন “ক্লোজ আপ ওয়ান-২০১২” এর শীর্ষ-৩০ এ। আধুনিক ও সমসাময়িক গান গেতেই সে বেশি পছন্দ করে।

ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?



শহিদঃ আমি পারিবারিক ব্যবসা দেখি।



ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা হতে শেখা হয়েছে?



শহিদঃ আমি আগে ৪-৫ বছর থেকে গান গাওয়া শিখছি। আমি প্রথমে সুভাস দাস,স্যারের কাছ থেকে ৬ মাস তালিম নেই কালিগঞ্জে। এরপর ঝিনাইদহের রুমি স্যারের কাছ থেকে একটি প্রতিষ্ঠানে ১ বছর প্রশিক্ষণ নেই।



ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু সাহায্য করেছে?



শহিদঃ অনেক বড় একটা প্লাটফর্ম দিয়েছে। এটা একটা দারুন ব্যাপার।



ক্লোজ আপ ওয়ানঃ এখানে কেমন লাগছে?



শহিদঃ বেশ ভাল লাগছে। এখানে সবাই অনেক মজা করছি। আমি কালো সবাই আমাকে “ব্ল্যাক” বলে ডাকে।



ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের কেমন লাগছে?



শহিদঃ আমাদের বিচারকরা আমি টিভিতে দেখিছি। কিন্তু এভাবে দেখার সুযোগ হয় নি। ওনারা নৈপুণ্য প্রদর্শনের ব্যাপারে যেমন কড়া তেমনি সহযোগিতাপরায়ণ। আমি এমন বিচারক পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।



ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান এর পরের পরিকল্পনা কি?



শহিদঃ আমি যদি ভাল জায়গায় যেতে পারি তবে আমি গরিব মানুষ যারা গান গাইতে ইচ্ছুক তাদের জন্য কিছু করার ইচ্ছা আছে।



ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান দর্শকদের জন্য কি বলবেন।



শহিদঃ আমি বলব ক্লোজ আপ ওয়ান দেখতে, এবং যারা ভাল গান করবে তাদের কে যেন এস এম এস করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.