![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌলভীবাজার থেকে আসা রানা খান বি এ করছেন মৌলভীবাজার কলেজ থেকে। আধুনিক গান গাইতে তিনি খুব পছন্দ করেন। বন্ধুদের অনুপ্রেরনা নিয়ে গান গাইতে শুরু করে এখন ক্লোজ আপ ওয়ান এর শীর্ষ ৩০ এ।
ক্লোজ আপ ওয়ানঃ গানের শুরু কবে থেকে?
রানাঃ ছোটো বেলা থেকেই গুন গুন করে গান গাওয়ার শুরু।
ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের নিয়ে আপনি কিছু বলতে চান?
রানাঃ ছোটবেলা থেকেই আমি পার্থ দাকে খুব পছন্দ করি। উনারা অনেক গুণী লক তারা আমাদেরকে প্রথম থেকেই অনেক সাহায্য করেছেন। তারা আমদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছেন। বিচারকদের তিনজনই শীর্ষ অবস্থান নিয়ে আছেন নিজ নিজ স্বকীয়তায়। তাঁদের প্রত্যেকের ভালোগুলো আমি নিজের মধ্যে নিতে চাই এবং সেগুলো ধারণ করে নিজের স্বতন্ত্র পরিচয়ে এগিয়ে যেতে চাই।
ক্লোজ আপ ওয়ানঃ গানকে প্রধান পেশা হিসেবে নিতে আপনার ইছে কতটুকু?
রানাঃ আমার ইচ্ছা আছে গান কে পেশা হিশেবে নেওয়ার।আসলে বাংলাদেশের প্রেক্ষিতে এটা একটু কষ্টকর, কারন আমাদের বাবা মারা সবাই চায় তাদের সন্তান যেন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয় খুব কম বাবা-মা ই আছে যারা তাদের সন্তান কে গান শেখাতে চান অথবা গান শেখাতে উৎসাহ দেন। তবুও আমার ইচ্ছা আছে গান কে পেশা হিশেবে নেওয়ার।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান হওয়ার বেপারে আপনি কতটুকু আত্মবিশ্বাসী?
রানাঃ এটা আসলে বলা যায় না। এখানে যারা আছে তারা সবাই ভাল তাদেরকে টপকে যাওয়া খুবি কঠিন, তাছারা এখানে বিচারকদের নম্বর ছাড়াও এসএমএস এও ভোট হবে, তাই বলেতে হয় যে কাজটা খুব কঠিন হবে। তারপরেও আমি আত্মবিশ্বাসী যে ক্লোজ আপ ওয়ান ইনশাল্লাহ আমি ই হবো আপনাদের সবার ।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান হলে দেশের জন্য কি করতে চান?
রানাঃ ক্লোজ আপ ওয়ান হলে দেশের জন্য ভালো কিছু করতে চাই। গানের মাধ্যমে বাংলাদেশ কে পৃথিবীর মধ্যে ভাল একটা পরিচিতি এনে দিতে চাই। সাধ্যমত চেষ্টা করে যাব দেশের জন্য ভালো ভালো কাজ করে দেশকে এগিয়ে নিতে।
ক্লোজ আপ ওয়ানঃ সবার উদ্দেশে কিছু বলুন?
রানাঃ যদি আমার গান আপনাদের ভাল লাগে তাহলে আমার সপ্ন পূরণ করার জন্য অবশ্যই আমাকে ভোট করবেন।
©somewhere in net ltd.