নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২ › বিস্তারিত পোস্টঃ

খুলনা হতে আসা রবি ঠাকুর এর ভক্ত বর্ণালি বিশ্বাস এখন “ক্লোজ আপ ওয়ান-২০১২” এর শীর্ষ-৩০ এ। তার জীবনের কিছু গল্প দর্শকদের কাছে তুলে ধরা হল।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২





ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা থেকে শিখলেন?



বর্ণালিঃ আমি গান শিখেছি কিশোর দা, চন্দ্র মন্ডল স্যার, আরও অনেকের কাছ থেকে। এরপরে ভারতে গান নিয়ে পড়াশোনা করেছি।



ক্লোজ আপ ওয়ানঃ গানকে পেশা নিতে হলে গান নিয়ে পড়াশোনা করা উচিত বলে মনে করেন?



বর্ণালিঃ না, আমি মনে করি কেউ যদি ভাল করে তালিম নেয়, সে ভাল করতে পারে। গান নিয়ে পড়াশোনা না করলে গানকে পেশা হিশেবে নিতে পারবে না এমন কোন কথা নেই।



ক্লোজ আপ ওয়ানঃ এখানে কেমন লাগছে? আপনি তো অনেক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন, কি কি পার্থক্য দেখলেন?



বর্ণালিঃ আমি প্রথমে যে পার্থক্য দেখেছি তা হল আমি যে প্রতিযোগিতা ভারতে অংশগ্রহন করি সেখানে বিচারকরা আমার গান শুনতেন আলাদা একটা রুমে। কিন্তু ক্লোজ আপ ওয়ানে গান গাইতে হয় বিচারকদের সামনে। তো এখানে অনেক সাহসের প্রয়োজন হয়। আর এই প্রতিযোগিতা অন্যান্য প্রতিযোগিতার চেয়ে অনেক কঠিন।



ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু সাহায্য করেছে।



বর্ণালিঃ অনেক। এটা হল নিজের প্রতিভাকে বিকশিত করার সবচেয়ে ভাল উপায়।



ক্লোজ আপ ওয়ানঃ
কোন ধরনের গান গাইতে পছন্দ করেন?



বর্ণালিঃ আমি রবি ঠাকুরের ভক্ত। ওনার গান গাইতে পছন্দ করি।



ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?



বর্ণালিঃ আমি দর্শকদের একটা কথাই বলব যে, আমি রবীন্দ্র সংগীত গেতে পছন্দ করি। দর্শকরা যদি আমায় ভোট দিয়ে ভালবাসায় সিক্ত করেন, তবে আমি তাদের প্রান ভরাতে পারবো কিছু সুন্দর রবীন্দ্র সংগীত দিয়ে।







মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

পাপ্রদজ বলেছেন: আশা করি পরবর্তী রাউন্ডে যাবেন এই দিদি।
দর্শকদের ভোট আশা করছি .....

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মামদোভুত বলেছেন: best of luck barnali di !

boloto ami ke? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.