নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২ › বিস্তারিত পোস্টঃ

ফাউজিয়া সুলতানা জেসিমা এখন “ক্লোজ আপ ওয়ান-২০১২” এর শীর্ষ-৩০ রয়েছেন। ছায়ানট থেকে গান শেখা ফাউজিয়া ঢাকার যান্ত্রিকতায় বেড়ে উঠলেও গান কে সব সময় নিজের তপস্যার মাঝে রেখেছেন।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২



ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন ?

জেসিমাঃ নর্থসাউথ থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েশন শেষ করেছি। সম্প্রতি একটি বেসরকারি ফার্মে কাজ শুরু করেছিলাম কিন্তু ক্লোজ আপ ওয়ানে অংশ নিতে চাই বলে ছেড়ে দিয়েছি। আপাতত ক্লোজ আপ ওয়ানের বাইরে কিছু ভাবতে চাইনা।

ক্লোজ আপ ওয়ানঃ কবে থেকে গান গাওয়া শুরু?

জেসিমাঃ শুরু সেই ছোটবেলায়, ৪ বছর বয়সে হাতেখড়ি আর বড়বোনের অনুপ্রেরণায় গানের চর্চা নিয়মিত করছি। প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ করেছি ছায়ানট থেকে।

ক্লোজ আপ ওয়ানঃ গানকে পেশা হিসেবে নিতে চান?

জেসিমাঃ হ্যাঁ। গানকে পেশা হিসেবে নিতে চাই। ভাললাগা আর গানের প্রতি তীব্র আবেগ থেকেই আমার এই সিদ্ধান্ত।যে কাজে মানুষ নিজেকে খুঁজে পায়, সে কাজই ভালো পেশা এবং সেই কাজে উন্নতিও করা যায় ভালভাবে।

ক্লোজ আপ ওয়ানঃ কি ধরনের গান করতে পছন্দ করেন?

জেসিমাঃ এমনিতে সব ধরণের গানই করতে পছন্দ করি। তবে ক্লাসিক্যাল আধুনিক এবং নজরুল সঙ্গীতে আমার দক্ষতা ভাল।

ক্লোজ আপ ওয়ানঃ শীর্ষ ৩২ এর মধ্যে চলে এসেছেন, অনুভুতি কি?

জেসিমাঃ অনেক প্রতিযোগীর মধ্য থেকে লড়াই করেই সবাই শীর্ষ ৩২ এ পৌঁছেছে, সবাই বেশ ভালো করবে। সেক্ষেত্রে প্রথম ও প্রধান বিষয়টা হল আমার জন্য আত্মবিশ্বাস। নিজের ভেতরের এই আত্মবিশ্বাসের সাথে রয়েছে প্রতি মুহূর্তের চেষ্টা। শীর্ষ ১৬ এ আসার জন্য আমার গানে ভালো করার চেষ্টা অটুট রাখতে চাই। ক্লোজ আপ ওয়ান এ অংশ নেওয়া এবং টিকে থাকা... দুটোই আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি আপন। ক্লোজ আপ ওয়ানের মত এত বড় প্লাটফর্ম আর দ্বিতীয়টি নেই বাংলাদেশে। নিজের ভেতরের সত্তাকে তুলে ধরার এত বড় ও ভালো সুযোগ বাংলাদেশে আর তৈরি হয়নি বলেই মনে করি। একদম অন্যরকম এক অনুভুতি যে, হ্যাঁ! ক্লোজ আপ ওয়ান তারকা!!!

ক্লোজ আপ ওয়ানঃ এবারই কি প্রথম অংশ নিচ্ছেন?

জেসিমাঃ এর আগেও আমি একবার ক্লোজ আপ ওয়ানে অংশ নিয়েছি, কিন্তু সেবার আমি প্রথম রাউন্ড এর পরে আর এগুতে পারিনি। আর সেবারের অভিজ্ঞতা ভুলে এবার আমি আরও সামনে এগিয়ে যেতে চাই।

ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান এর প্রতিযোগীতার সময় কোন স্মরণীয় ঘটনা?

জেসিমাঃ তেমন কোন আনন্দের ঘটনা নেই। বরং খুব টেনশন কাজ করে, বিশেষ করে ফলাফল ঘোষণার সময়। বড় অধৈর্য মনে হয় নিজেকে।

ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান হওয়ার বিষয়ে আপনার আত্মবিশ্বাস...

জেসিমাঃ ক্লোজ আপ ওয়ানে ভালো করব সেই আত্মবিশ্বাস রাখি, রাখি বলেই এতদূর আসতে পেরেছি বলে মনে করি...তবু ক্লোজ আপ ওয়ান যে আমি হবই সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবু চেষ্টাটা পুরোদমে থাকবে।

ক্লোজ আপ ওয়ানঃ আপ বিচারকদের কেমন মনে হয়েছে?

জেসিমাঃ বিচারকরা অনেক অনেক ভালো, অন্তর থেকে আমি উনাদের শ্রদ্ধা করি । আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করেছেন, প্রেরণা দিয়েছেন । শীর্ষ ৩২ এ আসার ব্যাপারে তাই বিচারকদের অবদানও কম নয়।

ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান হলে কি করবেন?

জেসিমাঃ জানিনা হতে পারব কিনা, তবু বলছি ক্লোজ আপ ওয়ান হলে আমি আমার প্রাপ্ত অংশ থেকে গরীব রোগীদের সাহায্যার্থে পুরো টাকাটায় দান করে দিতে চাই।

ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান হলে কে কিভাবে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে চান?

জেসিমাঃ ক্লোজ আপ ওয়ান হলে আমি আমার গান দিয়ে বাংলাদেশ কে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করাতে চাই।

ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের জন্য কিছু বলুন?

জেসিমাঃ দর্শকদের প্রতি আমার অনুরোধ থাকবে সবাই যদি সত্যি আমার গানকে পছন্দ করে তবে যেন আমাকে ভোট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.