![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোজ আপ ওয়ানঃ কেমন লাগছে?
কৌশিকঃ অনেক ভাল। সবচেয়ে ভাল লাগছে যে ব্যাপারটি যে এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী এসেছে। একারনে এবার প্রতিযোগীরা যারা আসছে তারা অনেক কঠিন প্রতিদ্বন্দ্বী। এদের সাথে লড়াই করে এতদূর আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু সাহায্য করেছে?
কৌশিকঃ আমি মনে করি “ক্লোজ আপ ওয়ান” হল একটি ট্রেন। যে যে যত ভাল গান করবে, সে ততদূর তার গন্তব্যে এগিয়ে যাবে। না পারলে স্টেশনে নেমে যাবে।
ক্লোজ আপ ওয়ানঃ কোন ধরনের গান গাইতে পছন্দ করেন?
কৌশিকঃ আমি চেষ্টা করি সব ধরনের গান গাইতে। কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত ভাল গাইতে পারি।
ক্লোজ আপ ওয়ানঃ আপনার কাকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে?
কৌশিকঃ সবাইকেই। কিন্তু ঋতুরাজ, জান্নাত এদের কথা আলাদা করে বলতে হবে।
ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের কেমন লাগছে?
কৌশিকঃ ভাল। সবাই আমাকে প্রেরনা দিচ্ছেন। আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিচ্ছেন।
ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
কৌশিকঃ আমি চাই সবাই যেন আমার গান শোনেন এবং ভাল লাগলে ভোটের মাধ্যমে ভালবাসা দিবেন।
©somewhere in net ltd.