![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যশোর থেকে আসা মোহাম্মদ হাবিবুর রহমান বাবু, বন্ধুদের নিয়ে আড্ডা দিতে খুবি পছন্দ করেন।
ক্লোজ আপ ওয়ানঃ এখন আপনি কি করছন?
বাবুঃ আমি একজন ছোটো ব্যবসায়ী। বন্ধুদের সাথে ব্যবসার পাশাপাশি আমার গানের একটি ব্যান্ড দল আছে, নাম ফেরারি।
ক্লোজ আপ ওয়ানঃ এবারই কি প্রথম অংশ নিচ্ছেন?
বাবুঃ না, এবার নিয়ে মোট তৃতীয়বারের মত ক্লোজআপ ওয়ানে অংশ নিলাম। প্রথমবার যখন ক্লোজআপ ওয়ান আসে তখন প্রথম রাউন্ডেই বাদ, ২০০৮-এ আরেকবার এসেছিলাম তখন সিলেকশন রাউন্ডে বাদ পড়েছি।
ক্লোজ আপ ওয়ানঃ আপনার গান গাওয়া শুরু কবে থেকে?
বাবুঃ গান করি ছোটবেলা থেকেই শুনি, গুনগুন করে গাইতাম। আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।কলেজে উঠেই আমার গান গাওয়া শুরু। আমার কলেজেই পড়তেন আমার এক সিনিয়র বড় ভাই। উনাকে গান শেখানোর দাবি জানাতেই আমাকে নিয়ে গেলেন তার গানের স্থানে। আমাকে গাইতে বললেন, আমি গাইলাম। ওটাই আমার জীবনে প্রথম অডিশন।
এরপর কলেজের বেতনের টাকা চুরি করে প্রথম শো করি যশোর উপশহর পার্কে, মাটির উপরে দাঁড়িয়ে। তখনি আসল শুরু।
ক্লোজ আপ ওয়ানঃ কি ধরণের গান করতে পছন্দ করেন?
বাবুঃ আমি মেলো রক টাইপ এর গান করতে পছন্দ করি। রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি শুনি, সেই অর্থে করা হয়ে উঠেনি।
ক্লোজ আপ ওয়ানঃ এবারের ক্লোজআপ ওয়ানে আপনি শীর্ষ ৩০ প্রতিযোগীদের মধ্যে চলে এসেছেন, আপনার অনুভুতি কি?
বাবুঃ স্বপ্নের মত লাগছে। এত ভালো ভালো সিঙ্গার ডিঙ্গিয়ে যে এত দূর এসেছি এটা আসলেই আমার কাছে স্বপ্নের মত। আমি বিধাতার কাছে কৃতজ্ঞ।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজআপ ওয়ান আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু সাহায্য করেছে?
বাবুঃ ক্লোজআপ ওয়ান সঙ্গীত যারা করে তাঁদের পথ দেখায়। বাংলাদেশের সবচে বড় শো। ক্লোজ আপ ওয়ান হলে আমি গানের মাধ্যমে দেশের সেবা করতে চাই, মানুষের কাছে যেতে চাই।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজআপ ওয়ান নিয়ে কোন মজার ঘটনা?
বাবুঃ এই শোতে অংশ নিতে যেয়ে সব প্রতিযোগীরাই আমার ভাইবোনের মত হয়ে গেছে। সবার সাথে অনেক আনন্দ মজা করি। একদম বন্ধুর মত পাশাপাশি চলি, একে অন্যকে ভালো করতে উৎসাহ দেই।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন।
বাবুঃ আমার গান শুনে ভাল লাগলে আমাকে ভোট করবেন।কারন আমার গানের মাধ্যমে আমি আমার দেশকে এগিয়ে নিতে চাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
রসের হাড়ি বলেছেন: বাবু ভাই বেষ্ট।