![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট হতে আসা নাজিয়া নুসরাত মায়ের অনুপ্রেরণায় গান গাইতে এসে এখন ক্লোজ আপ ওয়ান এর শীর্ষ-৩০ এ।
আসুন জেনে নেই তার সম্পকের্..
ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?
নুসরাতঃ এখন আমি একটি আই টি প্রতিষ্ঠান এ কাজ করছি। আমি নিউটন ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা করেছি।
ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা শেখা হল?
নুসরাতঃ আমি ছোটবেলা হতে গান শিখা শুরু করেছি আমার মায়ের অনুপ্রেরনায়। আমি হাতেখড়ি হয় রুদ্রবিনা সংগীত বিদ্যালয় হতে। এরপর আমি সিলেট শিশু একাডেমীর সঙ্গে অনেকদিন জড়িত ছিলাম। এরপর শ্রদ্ধেয় ভানু চক্রবর্তী ও সুমিত্রা চক্রবর্তীর কাছ থেকে তালিম নিয়েছি।
ক্লোজ আপ ওয়ানঃ আপনি কোন ধরণের গান করতে পছন্দ করেন?
নুসরাতঃ আমি উচ্চাঙ্গ সংগীত দিয়ে শুরু করলেও এখন আধুনিক গান করতে পছন্দ করি।
ক্লোজ আপ ওয়ানঃ এখানে কেমন লাগছে?
নুসরাতঃ অনেক ভাল। এত বড় সুযোগ পেয়েছি নিজের প্রতিভাকে বিকশিত করার।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” আপনাকে শিল্পী হিসেবে গড়ে উঠতে কতটুকু সাহায্য করেছে?
নুসরাতঃ অনেক। এত বড় প্লাটফর্ম পেয়েছি নিজের প্রতিভাকে কাজে লাগানোর। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। চেষ্টা করবে এটা কাজে লাগিয়ে সামনে আগানোর।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ানের কোন স্মরণীয় ঘটনা মনে পড়ে?
নুসরাতঃ হ্যাঁ। একবার আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আমাকে সে কারণে সিলেটে যেতে হয়। তো যেদিন শুটিং হয় সেদিন আমি ২৫ মিনিট দেরি করি। কিন্তু আমি অবাক হই কেউ বিরক্ত হয়নি। সবাই আমার জন্য অপেক্ষা করছিলেন। এটা আমি ভুলতে পারব না।
ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের কেমন লাগে?
নুসরাতঃ অনেক ভাল লাগে। তারা অনেক অনুপ্রেরণা দেন। আমার ছোট ছোট ভুল ধরিয়ে দেন। আমি ফাহমিদা ম্যাডামকে পছন্দ করি।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” এর পরে কি করবেন?
নুসরাতঃ আমি গান নিয়ে বাণিজ্য করতে চাই না। গান দিয়ে আমি মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই।
ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের জন্য কি বলবেন?
নুসরাতঃ আমি নুসরাত, আমি আপনাদের ভাল কিছু গান করতে চাই। এজন্য আমি আপনাদের ভালবাসা চাই, যা আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে।
©somewhere in net ltd.