নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২

ক্লোজআপ ওয়ান বাংলাদেশ ২০১২ › বিস্তারিত পোস্টঃ

সদা হাস্যজ্জল রাকিবুল ইসলাম জুয়েল এসেছেন মিরপুর হতে। গান গাইতে গাইতে এখন তিনি ক্লোজ আপ ওয়ানের শীর্ষ-৩০ এ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সদা হাস্যজ্জল রাকিবুল ইসলাম জুয়েল এসেছেন মিরপুর হতে। গান গাইতে গাইতে এখন তিনি ক্লোজ আপ ওয়ানের শীর্ষ-৩০ এ।



আসুন জেনে নেই তার সম্পর্কে কিছু কথা...







ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?

জুয়েলঃ আমি বর্তমানে ডেন্টাল এ পড়াশোনা করছি।

ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা হতে শেখা হল?

জুয়েলঃ আমি ছোটবেলা হতে গান শিখেছি। কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে আমি গান শিখতে শুরু করি আমার মামার কাছ থেকে। এখন ঢাকা মিউজিক স্কুল অ্যান্ড কলেজ এ ওয়েস্টার্ন গান এ প্রশিক্ষণ নিচ্ছি।

ক্লোজ আপ ওয়ানঃ কোন ধরনের গান গাইতে পছন্দ করেন?

জুয়েলঃ আমি আধুনিক ও সমসাময়িক গান করতে পছন্দ করি।

ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু সাহায্য করেছে?

জুয়েলঃ অনেক। আমি এখানে অনেক কিছু শিখতে পারছি। এখন আমি শীর্ষ-৩০ এ আছি। একটা সম্ভাবনা উকি দিচ্ছে। এটা একটা অনেক বড় প্লাটফর্ম যা সবার ভাগ্যে জোটে না। এখানে এসে নিজেকে ভাগ্যবান মনে করছি।

ক্লোজ আপ ওয়ানঃ এখানে কেমন লাগছে?

জুয়েলঃ অনেক ভাল। আমরা সবাই একটি পরিবারের মত হয়ে গেছি। আমি এখানে অনেক বড় মিউজিশিয়ানদের সাথে কাজ করতে পারছি। এটা অনেক বড় ব্যাপার।

ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের কেমন লাগছে?

জুয়েলঃ ৩ জনকেই আমি শ্রদ্ধা করি। ৩ জনই সহায়তাপরায়ণ। বুলবুল স্যারের ব্যক্তিত্ব আমার অনেক ভাল লাগে। পার্থ দা আমি অনেক বড় ভক্ত।

ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান এর পরিকল্পনা কি?

জুয়েলঃ আমার ইচ্ছা গানের জগতে ভাল কিছু গান দিতে পারি।

ক্লোজ আপ ওয়ানঃ দর্শকদের জন্য কিছু বলুন।

জুয়েলঃ আমি একজন শিল্পী যে সংগীত জগতে পরিবর্তন আনতে চায় কিছু ভাল গান দিয়ে। কিন্তু এজন্য দরকার দর্শকদের ভালবাসা। তাই চাই দর্শকরা যেন আমায় ভোট দিয়ে সেই সুযোগ করে দেয়।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.