![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা হতে বাবা-মার অনুপ্রেরনায় গান গাইতে এসে আল-আমিন এখন এসেছেন “ক্লোজ আপ ওয়ান” এর শীর্ষ-৩০ এ।
তার জীবনের কিছু না জানা তথ্য দর্শকদের সামনে তুলে ধরা হল
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” কি প্রথম আসা?
আল-আমিনঃ হ্যাঁ, এবারই প্রথম। এর আগে কোন বিয়েলিটি শো তে অংশ নেয়নি।
ক্লোজ আপ ওয়ানঃ গান কবে থেকে শেখা শুরু করলেন?
আল-আমিনঃ আমার বয়স যখন ১১, তখন থেকে গান শেখা শুরু করি। প্রাতিষ্ঠানিক ভাবে আমি তখন আমি শিখতে শুরু করেছি তখন থেকে আমার স্কুলের একজন শিক্ষকের কাছ থেকে গান শেখা শুরু করি। এর পরে আমি ফরিদপুর শিল্পকলা একাডেমী শিখি। এরপরে আমি একজন ওস্তাদ করুনাময় অধিকারী এর কাছ থেকে গান শেখা শুরু করি।
ক্লোজ আপ ওয়ানঃ কোন ধরনের গান গাইতে পছন্দ করেন?
আল-আমিনঃ আমি সুফি গান গাইতে পছন্দ করি এবং গাইতে পছন্দ করি।
ক্লোজ আপ ওয়ানঃ কার অনুপ্রেরনায় গান গাচ্ছেন?
আল-আমিনঃ আমার বাবা-মার অবদান কম নয়। তবে একজনের কথা আমি বিশেষভাবে বলতে চাই। উনি হলেন আমার মামা। আমাকে উনি বিভিন্ন ভাবে সাহায্য করেছে।
ক্লোজ আপ ওয়ানঃ এখানে কেমন লাগছে?
আল-আমিনঃ এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার, আমি ক্লোজ আপ ওয়ানকে ধন্যবাদ দিতে চাই, আমাকে এত বড় একটি প্লাটফর্ম দেবার জন্য। আমি সবার কাছে কৃতজ্ঞ, ক্লোজ আপ ওয়ান না থাকলে আমি এত অল্প সময়ে আসতে পারতাম না।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
আল-আমিনঃ আমি কিছু ভাল গান করতে চাই। আমি গান দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। এজন্য চাই আপনাদের ভালবাসা।
©somewhere in net ltd.