![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৪ সালে কত মজা করে ঈদ কাটিয়েছি
নতুন জামা সবার সেলামি নিয়ে কত জগরা
না করেছি দুই জনে।
আমি রাহাত, আমার দুই বছরের রড় আমার
প্রিয় বড় ভাই হাসান। এইত কদিন আগেই ওর সাথে
কত জগরা করেছি।
ঈদের আগের দিন রাতে গোসল করা নিয়ে
কত বাজি না হয়। কে কার আগে গোসল করবে
এনিয়ে হয় বাজি। সন্দা হলে ঘুমিয়ে যেতাম
আমাদের বাড়ির সামনে বড় একটা পুকুর
দুই দিক থেকে যাওয়া যায়। গভীর রাতে চুপি চুপি
পুকুরপাড়ে যেতাম। ওমা গিয়ে দেখি দুই জন এক সাথে
এসেছি।
নামায শেষে শুরু হয় সেলামি নেয়ার পালা
কে কত কার আগে কত বেশি সেলামি পায়।
আর কত কি।
এখন আমি রয়ে গেলাম বাড়িতে আর আমার
বন্দু/ভাই সে বিদেশ আজ তার ঈদের দিন। সারা
দিন ভিডিও চ্যাট করলাম। কিন্তু সেই মজা পেলাম না।
।
বুকের ভেতর টা পেটে যায় যখন মনে পড়ে তকে
i miss you, খুব ভালবাসি তকে।
©somewhere in net ltd.