![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিনুক নিজে মুক্তো ফলায়
ব্যাধি পুষে বুকে,
তাহার অসুখ সবাই ভুলে
মুক্তো পেয়ে সুখে।
মোম জ্বলে পুড়ে পুড়ে
বিলিয়ে দেয় আলো,
কেউ দেখে না তাহার বুকে
জাগে কতো কালো।
চাঁদ অঝোরে জোছনা ঢালে
রাতের পালঙ্কে,
জোছনা কভু হয় না মলিন
তাহার কলঙ্কে।
©somewhere in net ltd.