![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"রাখিস যদি পাশে"
--ডিএম সাজিদ
হারিয়েছি অনেক কিছু
পেরিয়েছি যে তোকে।
মনে হয় আগের চেয়ে
অনেক বেশি প্রেম জমিয়েছি
আমার এই বুকে।
সুযোগ পেলে সবই দিবো
বলছি আবার তোকে।
রাখিস যদি পাশে তোর
থাকবি চোখে চোখে।
মনের যতো জমা কথা
বলবো সবই তোকে।
খুঁজবো না আর পৃথিবীর
সুন্দর কোন স্থান।
তোর চোখেই খোঁজে নিবো
যা কিছু আছে মহান।
তোর সুখের দিনে না পেলেও
পাবি দুঃখের দিনে।
তোর অন্ধকারে আলো জ্বেলে
রইবো সম্মুখ পানে।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৯
ডিএম সাজিদ বলেছেন: মাহমুদুর রহমান ভাই কবিতা ভালো লেগে শুনে খুশি হলাম।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:১০
ডিএম সাজিদ বলেছেন: রাজীব নুর আপনাকে অসংখ্য ধন্যবাদ
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:১০
ডিএম সাজিদ বলেছেন: রাজীব নুর আপনাকে অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।