![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"একটু নিঃশ্চয়তা চাই"
--ডিএম সাজিদ
তোমরা কি দিবে আমায়
একটু নিঃশ্চয়তা?
আমি মরিতে পারবো
একটু শান্তিতে।
তোমরা কি দিবে আমায়
একটু ভরসা?
মরার পর DNA টেষ্ট ছাড়াই
আমাকে চিনতে পারবে
আমার স্বজনরা।
তোমরা কি বলতে পারবে আমায়?
রাস্তা ঘাটে বা বাসে,
কোথায় চলতে পারবো
একটু ভয়ভীতি ছাড়া ।
তোমরা কি জানাতে পারো আমায়?
কার বুলেটে আমার বুকটা হবে ঝাঁঝরা
আইনশৃঙ্খলা বাহিনীর নাকি,
সন্ন্যাসীর ঐ বন্দুকের নিশানায়।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২
ডিএম সাজিদ বলেছেন: যাক তাও একটা নিঃশ্চয়তা পেলাম।ধন্যবাদ চাঁদগাজী ভাই
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
মাহমুদুর রহমান বলেছেন: দূর আকাশের ওপারে একজন অপেক্ষায় আছেন মনের ভিতরে থাকা পবিত্র ইচ্ছেগুলোকে পূর্ণতা দেয়ার জন্য , তাকে বলুন।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনার ভালো বিয়ে হবে, এটার নিশ্চয়তা আমি দিলাম