নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ একজন মানুষ।লিখতে আর পড়তে ভালো লাগে।সাধ্য মতো মানুষের উপকার করতে চেষ্টা করি।

ডিএম সাজিদ

ডিএম সাজিদ › বিস্তারিত পোস্টঃ

আগুনের শহর দেখার আমন্ত্রণ

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১১:২৩

বন্ধুবর,

একবার সময় পাইলে আসিস আমাদের আগুনের শহর ঢাকাতে।দেখে যাবি এখানে সব জায়গায় খুব সহজেই আগুন লেগে যায়।বস্তি বাজার মার্কেট সুউচ্চ বিল্ডিং সব জায়গায়ই আগুন লেগে যেতে পারে অনায়াসে কিন্তু কোথাও নিভানোর ব্যবস্থা সহজে করতে পারিনা।আরো দেখবি আমরা কিভাবে পুড়তে থাকা মানুষের আর্তনাদ সেলফি ভিডিও করতে থাকি।আমাদের দমকল বাহিনী আছে। প্রশিক্ষিত বিশ্বের সবচেয়ে দক্ষ যাদের আমি দাঁড়িয়ে স্যালুট করি এমন ফায়ার সার্ভিস কর্মী আছে। যারা নিজের জীবন বাজি রেখে আহতদের উদ্ধার করে।কিন্তু সব থাকেলেও আমাদের আগুন নিভানোর জন্য পানি নাই।নদী আছে, খাল আছে কিন্তু সেখানে পানি নাই আছে বড় বড় দালান।আরো দেখবি হেলিকপ্টার দিয়ে পানি আনার কি এক অভিনব কৌশল। বিশাল বালতি ভরে পানি নিচ্ছে হেলিকপ্টার কিন্তু বালতির তলা ছিদ্র পানি যথাস্থানে নিতে নিতেই গায়েব।হেলিকপ্টারের পানি নেওয়ার দৃশ্য দেখে বিনোদন পেলেও জীবন্ত মানুষগুলো কয়লায় পরিণত হওয়া দৃশ্য দেখে তোদের চোখে জল আসবেই অথবা ঠিক থাকতে পারবিনা।অসুবিধা নাই আমি সামাল দিতে পারবো তোদের কারন আমাদের চোখে আর জল আসেনা অবাকও হইনা এসব দেখে।এইগুলো হরহামেসা আমরা দেখি তাই অভ্যাস হয়ে গেছে।আর অভ্যাস না করেও উপায় নাই।আমরা বড় অসহায় সাধারণ পাবলিক রে বন্ধু।আমরা এখন বেঁচে থাকবো সেই দোআ আর করিনা। সুষ্ঠু সুন্দর ভাবে মা বাবার কোলে মাথা রেখে মরবো সেই দোআ করি উপরওয়ালার কাছে।
বন্ধুরা আমাদের জন্য একটু দোআ করিস লাশ চিনতে যাতে DNA টেষ্ট না লাগে এটাই এখন বড় চাওয়া।

ভালো থাকিস, সময় পেলে আসিস আমাদের আগুন লাগা হাজার সমস্যার শহর, ঢাকা দেখতে।

ইতি,
ঐ শহরেরই বাসিন্দা(সাবেক)
ডিএম সাজিদ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১০

মা.হাসান বলেছেন: যাতে আমার লাশ চিনতে ডি.এন.এ. টেস্ট না করা লাগে, অথবা আরো ভালো হয় যদি আমার লাশই না খুঁজে পাওয়া যায়।
এটাই এখন প্রার্থনা।

২| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: 'নিখিলের বাড়ি নেই, আছে শুধু গ্রাম।
নিখিলের চিঠি নেই, আছে ছেঁড়া খাম'।
নিখিলের আনন্দ নেই, আছে শুধু কষ্ট।
নিখিলের বৃষ্টি নেই, আছে শুধু মেঘ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৫

ডিএম সাজিদ বলেছেন: লাশটা চাই তবে DNA এর মাধ্যমে নয়

৪| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫১

ডিএম সাজিদ বলেছেন: রাজিব নূর ভাই আমারও বাড়ি ঘর নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.