![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বিশ্বাসে পচন"
---ডিএম সাজিদ
বিশ্বাসের ঘরের দুয়ারে
পরেছে চপেটাঘাত,
তবে কি করে খুলি আবার
সেই বন্ধ ঘরের দুয়ার।
আসুক শত বাসুক ভালো
বলুক যতো মিষ্টি মধুর কথা,
খুলছিনা আর বন্ধ দুয়ার
যাচ্ছিনা আর সেথা।
অণু অণু করে বিশ্বাস
পাহাড় সমান জমিয়েছিলাম যতো,
এক নিমেষে ভেঙে দিলে
ঠুংকো কাঁচের মতো।
শরীরে যদি পচন ধরে
সারবে জানি একটুখানি করলে ভালো যতন,
ঔষুধ কবিরাজ ওঝাতে কি সারাবে?
যার ধরেছে মনের বিশ্বাসে পচন।
২| ০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ৭:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে