নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিনিক্স

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

তোমার সৌন্দর্য (দেবী)

১৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:০২

তোমার চোখে জোছনার ছোঁয়া,
স্বপ্নেরা বাসা বাঁধে চুপে,
গভীর কালো, রহস্য মাখা,
যেন রাতের আকাশ রূপে তারা।

তোমার ঠোঁট গোধূলি বর্ণ,
মৃদু হাসিতে ঝরে কিরণ,
তাকিয়ে থাকি অবাক হয়ে,
হারিয়ে যাই প্রেমের প্লাবনে।

তোমার গলায় বৃষ্টি ঝরে,
নরম বাতাস খেলে স্নিগ্ধ,
তোমার ত্বকের ছোঁয়া যেন,
সাত রঙা ইন্দ্রধনুর মৃদু নিঃশ্বাস।

তোমার শরীর ঢেউয়ের মতো,
নদীর বাঁকের রূপের খেলা,
সৃষ্টির মায়া আঁকা তোমায়,
যেন দেবীর শিল্পের মেলা।

তোমার চলায় ছন্দ মিশে,
নুপুর বাজে রূপের সুর,
তুমি যেন কবিতার শিরোনাম,
যেখানে লুকায় প্রেমের নূর।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে। কিশোরীদের সহজেই পটানোর মতো সুখপাঠ্য :)

১৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৪৩

দানবিক রাক্ষস বলেছেন: দোয়া করেন, পটে যেন যায় ;)

২| ১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো। সুন্দর।

৩| ১৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৭

নকল কাক বলেছেন: ভাল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.