|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 দানবিক রাক্ষস
দানবিক রাক্ষস
	অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।
 
 
আমার অধপতন, প্রতিটি সভ্যতার আদি কাহিনী
আমি ক্ষুধিত অন্ধকার, অমোঘ বিভীষিকা।
অজ্ঞাত প্রাচ্য আচার, নিষিদ্ধ শপথের বন্ধনে আবদ্ধ –
আমি নিঃসংশয় অমৃত বিষ, মৃত আত্মার প্রতিসম্ভব। 
আমি আদি মূল, নির্বাক সৃষ্টির গহীন বীজ –
অস্তিত্বহীনতার গভীরতম রূপ ।
ঘৃণার শিখায় উদ্ভূত, হতাশার নিখুঁত সুর
আমি অনন্ত ,  অব্যক্ত অভিশাপ। 
ঈশ্বরকে ঘৃণা, ধর্মের শেকলের অপহন্তা–
আমি সর্পের উৎসর্গ, বিষের চুম্বনে পুনর্জন্মপ্রাপ্ত।
প্রথম বিদ্রোহী ,দানবিক রাক্ষস, প্রথম অমৃত বিষ –
শূন্যতার অন্তহীন তৃষ্ণা। 
আমার অবনমন, প্রতিটি জীবনের বৃত্তাকার ছায়া –
আমি আদি শূন্যতা, ভগ্ন আত্মার একান্ত আর্তি।
অজ্ঞাত আচার, রক্তের মন্ত্রে শপথ –
আমি অন্ধকূপ, সৃষ্টির সমাপ্তি। 
ঈশ্বর অভিশাপ, ধর্ম মিথ্যা দণ্ড
ঈশ্বর প্রথম বিকৃতি, প্রথম আপরাধী,
পাপের শেষ আশ্রয়, নিস্তারহীন মুক্তি। 
উৎসর্গ করো নিজেকে,
অমৃত বিষ পানে।
নতুন দৃষ্টিতে দ্যাখো,
অন্ধকার জগতে ঈশ্বরের নগ্ন সত্য।
 ১ টি
    	১ টি    	 +২/-০
    	+২/-০©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২৫  সকাল ১০:০৭
২৭ শে মে, ২০২৫  সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।