নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে সমকামিতা: আমার ছোট ভাই আমাকে তার হাত ধরতে দেয় না

০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

মাস দেড়েক আগের ঘটনা।

আমার ছোট ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। একত্রে থাকা হয় না বলে যখন দেখা হয় তখন বেশ আড্ডাবাজি হয়। যদিও ভাইটি আমার মাত্র এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে, আলোচনা-আড্ডাবাজি গুরুত্বানুসারে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। আমি কখনো পুল খেলি নি, খেলা দেখতেও যাই নি, সুতরাং ভাইকে গাইড হিসেবে নিয়ে গিয়েছিলাম ধানমন্ডির একটা পুল সেন্টারে। কিছু সময় কাটিয়ে আবার ফিরে এসেছি। আমার থেকে প্রায় ছ' ইঞ্চি লম্বা ভাইটার কাধ ধরার সুযোগ না থাকায় আমি তার কনুইর একটু উপরে ধরে হাটতে হাটতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। বেশ জমেছিল সেদিন।

দিন পনেরো পরে আবার কোন এক ঘটনায় দুজনে হাটছিলাম, অভ্যাসবশত: আবারও তার হাতে ধরতে সে যথেষ্ট শ্রদ্ধার সাথে আপত্তি জানালো - হাতটা না ধরলে ভালো লাগে। আমি চমকে উঠেছিলাম এই মন্তব্যে। ভাই বড় হয়েছে, কিন্তু কতটা? প্রথমে 'মেয়েলি স্বভাব'কে আপত্তির কারণ বলে জানালেও আসল কারণটা জানাতে দেরী করেনি সে। এবং বেশ ফ্রাঙ্কলি কতগুলো সত্য কথা জানিয়েছে সে আমাকে, পরিনামে আমাকে চিন্তা করতে বাধ্য করছে সত্যিই কতটা এগিয়েছে বাংলাদেশ এ ব্যাপারে জানার জন্য।



সপ্তাহ দুয়েক আগে চট্টগ্রামে গিয়েছিলাম কিছু কাজ সারতে। ষোলশহরে চট্টগ্রাম শপিং

কমপ্লেক্সের একটু আগে দাড়িয়ে ছিলাম গাড়িতে উঠবো বলে। স্কুল ছুটি হয়েছে কোথাও, নাইন-টেনে পড়া কিছু ছেলে ফিরছিলো। ফুটবল খেলায় গোল দেয়ার পরে গোলদাতার উপরে বাকী খেলোয়াররা যেভাবে ঝাপিয়ে পড়ে ঠিক সেরকম কোন একটা কারনে একটা ছেলেকে জড়িয়ে ধরেছিলে তারই দুটো বন্ধু। পশ্চাদ্দেশের উপর দুটো হাতের ব্যারিকেড তৈরী করার পরে ছেলেটি অঞ্চলিক ভাষায় চেচিয়ে বলছিল, "ওরে তোরা আমারে বাচা.." দুষ্টামি নি:সন্দেহে, কিন্তু বিষয়টা কেন সমকামিতা?



বছর দেড়েক আগে শিশু সমকামিতার সচেতনতা তৈরীর জন্য সামহোয়্যারইনে একটা পোস্ট দিয়ে জীবনে প্রথমবারের মতো ব্যান খেয়েছিলাম। দোষটা আমারই ছিল, ভাষায় সংযম আনতে পারিনি। এতদিন ভাবিনি যে এই সমকামিতা নিয়েই আবার একদিন লিখবো ব্লগে। লিখতে হচ্ছে, কারনটা ইস্যুটা স্পর্শকাতর হলেও গুরুত্বপূর্ন।



আগামী পর্বে সমাপ্য



http://darashiko.com/

মন্তব্য ৩৩ টি রেটিং +২০/-১

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত এক রোগীর দেখা পেয়েছি সম্প্রতি....

প্রথমে তার বিষয়টিকে আমলে না নিলেও তার ষ্র্পশে যখন কাম, মর্দন ঘর্ষন টের পেলামস ..খুব শক্ত ভাবে বিদায় করলাম।

তার যাওয়ার ভঙ্গিটাও ছিল খুব হার্টেড;) যেন প্রিয়ার বিরহ.. হাসি চেপে রাখতে পারিনি..

অথচ খুব ভাল একটা কোম্পানিতে চাকুরিও করছে!!!

এইরকম লোকের পাল্লায় অবুঝ বা কিশোররা পরলে কি হাল হবে????

০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

দারাশিকো বলেছেন: কি হবে সেটা নিয়ে আপনি একটা পোস্ট দেন...
আমি লিখতে চাচ্ছি কিশোরদের পয়েন্টঅবভিউ থেকে.....
লিখছেন তো?

২| ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

এবং আব্দুল্লাহ বলেছেন: এভাবেই আমরা আগাই যাইতিছি, দেশ আগাই যাইতেছে, নিয়মিত যদি স্বাভাবিক যৌন চেতনাকে নানারকম সুরসুরি দিয়ে হার্ট করা হয় তাহলে মেয়েদের আর ভাল লাগবেনা। প্রকৃতি (ফিতরাতের) বিরুদ্ধে গেলে এটাই হবে। বাহ আমর আগাই যাইতিছি।

৩| ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫২

মুর্তজা হাসান খালিদ বলেছেন: ভয়ংকর বিস্তার আছে দেশে

৪| ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

অপলক বলেছেন: খুবই ভয়ঙ্কর ব্যাপার.......

৫| ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

রিডার ওয়ান বলেছেন: ভাই... ভার্সিটিতে থাকতে হলে আমার পাশের রুমে একবার এমন এক দৃশ্য দেখছি....মাথাটা বাই করে একটা চক্কর দিল । :-&
অনেকদিন পর আপনে মনে করাইলেন । :(

সমকামিতা শুধুই আচরনগত সমস্যা আর সুস্থ বিকাশের অভাবেই এমন হয় ।
সচেতনতা খুবই জরুরী ।
নাইলে ছেলে-মেয়ের আলাদা হল দেয়ার পর এদের জন্য আলাদা হল বানানো লাগবে । =p~

৬| ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৯

মুকুট বলেছেন: :| :|

৭| ০১ লা জুলাই, ২০১০ রাত ৮:০০

জীবিত বলেছেন: "ওরে তোরা আমারে বাচা.." দুষ্টামি নি:সন্দেহে, কিন্তু বিষয়টা কেন সমকামিতা

হ্যা দুষ্টুমি। আমরাও এরকম ফাইযলামি করে নাটক করতাম। পরে মেয়ে বন্ধুদের থেকে জানলাম ওরাও করত নিছক দুষ্টুমির বশেই।

৮| ০১ লা জুলাই, ২০১০ রাত ৮:০০

সততা বলেছেন: নিজেস্ব বায়াস দিয়ে কনক্লুশন টানার আগে একটু ভিন্নমতের পার্সর্পেক্টিভ বোঝার জন্য নিচের লিংক গুলো দেখতে পারেন

ইউ কে তে মুসলিম হোমোসেক্সুয়ালদের ইন্টারনাল এগনি।

Click This Link

Love in a grey zone : Click This Link


An Analysis of Homosexuality in Bangladesh : Click This Link

আর উইকিপিডিয়া তো আছেই

http://en.wikipedia.org/wiki/Homosexuality


কিছুদিন আগে সন্ধ্যাবাতির ব্লগে এ বিষয়ে বিতর্কও করেছিলাম

Click This Link

০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:১৮

দারাশিকো বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
লিংকগুলো দেখলাম, বিস্তারিত হবে পরের পোস্টে...

৯| ০১ লা জুলাই, ২০১০ রাত ৮:০০

অলস ছেলে বলেছেন: লিখুন। আপনি ভালো লেখক, আশা করছি অর্থবহ লিখা হবে।

১০| ০১ লা জুলাই, ২০১০ রাত ৮:৩৫

দ্যা ডক্টর বলেছেন: ঠিক একি অনুভূতি নিয়ে আমার একটি পোস্টে অনেকগুলো মাইনাস খেয়েছিলাম..... তবে আমি চলতে ফিরতে অন্য কেউ(ছেলে) আমার হাত ধরা একদম পছন্দ করিনা সে যত ক্লোজই হোক।

০৫ ই জুলাই, ২০১০ রাত ৮:২২

দারাশিকো বলেছেন: লিঙ্ক কই?
কেউ হাত ধরুক সেটা আপনার ব্যক্তিগত অপছন্দ হতে পারে, তবে পেছনের কারণটা যদি এটাই হয়, তবে আপনি কিন্তু তাকে অপমান করছেন।

১১| ০১ লা জুলাই, ২০১০ রাত ৮:৩৫

মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন: বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। সরকার এদিকে তাকাবে না এটা নিশ্চিত তবে আপনার আমার ব্যাক্তিগত সচেতনতা এবং বিচক্ষনতার সাথে এটা মোকাবেলা সম্ভব।

১২| ০১ লা জুলাই, ২০১০ রাত ৮:৪০

দাসত্ব বলেছেন: কিছু মনে করবেননা , সমকামীতা কে আমি অভিশপ্ততা কনে করি , খুন এক্সট্রীম সীন মনে করি , এদের কে ব্রাশ ফায়ার করা উচিৎ।
এইসব শয়তান সারা পৃথিবীতে নানাভাবে ছড়ায়া আছে।
কিছুদিন আগে ডালাসে গিয়েছিলাম তাবলীগে , সেখানে ১ পাকিস্তানী লোক আরেক লোককে দোস্ত দোস্ত , মেরি ভাই হো এসব বলতেসিলো তার তার গালে চুমু দিচ্ছিলো , আমি খুব আউট অফ টেম্পারামেন্ট হয়ে গেসিলাম , ইচ্ছে করছিলো জুতো দিয়ে পেটাই - ব্যাটা দাড়ি ওয়ালা ভাম , উফফ জঘন্য ।
আপনার ভাইয়ের সচেতনতা কে সাধুবাদ জানাই।
ইভেন এই ইউএসএ তেই গে- লেসবিয়ান রা সামাজিক ভাবে ঘৃণ্য।
এসেই দেখুন । সবাই এদেরকে সংক্রামক রোগীর মত ট্রীট করে।
সমকামীতার বদমাইশী আস্তীক-নাস্তিক সব শ্রেনীর ভেতরে আছে।

০৩ রা জুলাই, ২০১০ রাত ৯:১৯

দারাশিকো বলেছেন: হুম
আপনার ব্যাপারটা বুঝতে পারছি। সামাজিক ভাবে ঘৃন্য ব্যাপারটা বাংলাদেশে কতটুকু বিস্তার করেছে সেটা বিবেচনার বিশেষ দরকার বলে মনে হচ্ছে। বাকীটা পরের পর্বে হবে আশা করছি।

১৩| ০১ লা জুলাই, ২০১০ রাত ৯:২৩

বালক বন্ধু বলেছেন: ব্যাপারটা এখন এতটা বিস্তার লাভ করেছে যে আগে যে বন্ধুদের জড়িয়ে ধরে বসে থাকতাম তারা এখন একটু টাচ লাগলেই গে নাকি বলে সরে যায়। মাঝে মাঝেই মনের মাঝে অনেক কষ্ট লাগে।
গে সে যে সমাজ, ধর্ম, বর্ণ, দেশ বা সীমানারই হোক না কেন, তিনি, বা তারা প্রকৃতি বিরুদ্ধ কাজ করছেন। যদি একসময় তারা যদি সংখ্যাগুরু হয় তাহলে প্রকৃতি কোন দিকে যাবে তা সচেতন চোখ মাত্রই বুঝতে পারবে।

১৪| ০১ লা জুলাই, ২০১০ রাত ১০:৫১

লেবফিউম বলেছেন: এইটা রিয়েলি প্রবলেম । মূলত বিকৃত মানসীকতার ফল ।

১৫| ০৩ রা জুলাই, ২০১০ রাত ১০:১৭

স্টাডি-ইটিই বলেছেন: মাদ্রাসাগুলতে এর ব্যপক বিস্তার রয়েছে। সমকামিতা নিয়ে আমার জানাশুনা কম। তাই এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছি না। তবে গনমাধ্যম থেকে মাদ্রাসা সমুহ অনেক দূরে থাকায় এদের ঘটনা গুল সামনে আসছে না।

আমি যখন মাদ্রাসায় ছিলাম তখন দেখেছি যে ছেলেরা জুটি করে হুজুরদের খাবার আনতে যেত। কোন কারনে জুটি বদলালে দেখা যেত দুজনেই কাজে যেতে চাইত না। এরকম একটি জুটির পিছু নিয়েছিলাম। বাসা বাড়ির অন্ধকার সিড়ির নিচে তাদের কর্ম দেখেছি। আবার রাতে বোর্ডিং এ পাশের ছেলের হাতের অবস্থান এবং পাশের ছেলেকে জড়িয়ে ধরার ঘটনা প্রায় ঘটত। অনেক সময় হুজুররাও এ কাজে জড়িত থাকত। এসব আচড়ন মুলত বিপরীত লিংগের সাথে মেলামেশার অভাব থেকে হতে পারে।

যতদুর জানি আজকাল এ ব্যপারটি রোগ নয়, বরং সাভাবিক মনে করা হচ্ছে। সেরকম কিছু হলে এ আচরন সাভাবিক আচরনের মতই সংক্ষিপ্ত রাখা উচিত।

০৩ রা জুলাই, ২০১০ রাত ১০:৪১

দারাশিকো বলেছেন: এ ব্যাপারটা শুনেছি, কিন্তু এর বেশি কিছু জানা নেই বলে মন্তব্য করতে পারছি না...
সচেতনতার প্রয়োজন আছে

১৬| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১:৪৯

বাংলাকে ভালবাসি বলেছেন:

ছোট বয়সে সমকামিতা খুব সাধারণ ঘটনা।


সাধারনত ৮/৯ বছর থেকে ১২/১৩ বছরের ছেলে-মেয়েরা সমকামিতায় বেশি লিপ্ত হবার প্রবণতা দেখা যায়। আর এটা শুধু মাদরাসাতেই নয় বরং বিশ্বের সব দেশেই ছেলেদের স্কুল অথবা মেয়েদের স্কুলেই এই ধরনের কর্মকান্ডের খবর বেশি পাওয়া যা।



এমনকি এই সমকামিতা অনেক সময় দীর্ঘমেয়াদী রুপ ধারণ করতে পারে যা আজকাল ওয়েস্টে প্রায়ই দেখা যায়। লেসবিয়ান/গেয় রিলেশনশিপ এখন অনেক দেশেই লিগ্যাল বলে গ্রহনযোগ্যতা পেয়েছে।



তাই এর জন্য সঠিক সময়ে বিয়ে এবং পাশাপাশি নিজ নিজ ধর্মের আঈনের প্রতি শ্রদ্বা রাখা একান্তই প্রয়োজনীয়।

০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ৯:১১

দারাশিকো বলেছেন: একটা ভালো সলিউশন দিয়েছেন। ধন্যবাদ

১৭| ০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ৯:২৬

মারুফ হায়দার নিপু বলেছেন:
এখনি সচেতনতা বাড়ানো দরকার এ বিষয়ে।

০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ৯:৩৫

দারাশিকো বলেছেন: একমত

১৮| ১৯ শে জুলাই, ২০১০ ভোর ৬:৪৫

রকিবুল আলম বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

দারাশিকো বলেছেন: ধন্যবাদ, দ্বিতীয় পোস্টে আমন্ত্রন, মন্তব্য সহ

১৯| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

স্মরন বলেছেন: সমকামীতা হচ্ছে মানসিক রোগ।

১৯ শে জুলাই, ২০১০ রাত ৮:৪৪

দারাশিকো বলেছেন: এই কথাটা কি দ্বিতীয় পর্বে এসে বুক ফুলিয়ে বলতে পারবেন?
তবেই সততা আপনাকে বারবার একই কথা বলে যাবে .. :D

২০| ২১ শে জুলাই, ২০১০ বিকাল ৫:১৫

মিজান ঢাকা ব্লগ বলেছেন: আল কোরআনে এ বাপারটা আছে। কোনো এক জাতিকে আল্লাহ তায়ালা মাটি উপরে ফেলে নিশ্চিন্ন করে দিয়েছিলেন। আয়াত নাম্বারটা এখন আর মনে নেই............।

২১| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:২৭

এইযেদুনিয়া বলেছেন: ++++++

২২| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৭

মহসিন০৮ বলেছেন: এই সমস্যায় আমাকে ও পড়তে হয়েছে। আমার আদরের ছোট ভাইটা আজ বড় হয়ে গেছে। কয়েক বছর আগেও আমার গলা ধরে ঝুলে থাকত। কিন্তু এখন আমি যদি আমি তাকে আদর করতে যাই তবে বলে "কেউ দেখলে কি বলবে ? আমি বড় হয়ে গেছি না !!!" কিন্তু আমি তাকে কিভাবে বুঝাই আমার কাছে সে তো ছোটই। অনেক ইচ্ছে করে ওকে জড়িয়ে ধরে গালে দুটো চুমু দিই।

২৩| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৮

মাস্টার বলেছেন: আমার তো ভাই এই ব্যাপারে বেশ কিছু ভয়াবহ অভিজ্ঞতা আছে :(

২৪| ৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৩

রাহি বলেছেন: :| :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.