নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

মুভি: Trade - হিউম্যান ট্র্যাফিকিঙ, সেক্স স্লেভারি ও অন্যান্য

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০



মেক্সিকোর অপরাধপ্রবণতা নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলো বেশ বাজার পায়। ডেসপারেডো, ওয়ান্স আপন আ টাইম ইন মেক্সিকো, অ্যামেরোস পের্রোস, চায়না টাউন, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান- এই ধরনের অনেকগুলো ক্রাইম ধারার ছবি পাওয়া যাবে যেগুলো মেক্সিকো কেন্দ্রিক। ছবিগুলো থেকে ক্রাইমের পেছনে প্রধাণ যে কারণ পাওয়া যায় তা হল দারিদ্র্য। দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর লোকেরা দারিদ্র্য থেকে মুক্তির জন্য নানারকম অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে, এবং, অনেকক্ষেত্রে দরিদ্র্যরাই সেই অপরাধের ভিক্টিমে পরিণত হয়। ‘ট্রেড’ নামের ছবিতেও একই বিষয় ফুটে উঠেছে। এই ছবিতে অপরাধের ধরনটি একটু সংবেদনশীল – হিউম্যান ট্র্যাফিকিং এবং সেক্স স্লেভারি।



‘ট্রেড’ সিনেমার প্রধান ভিক্টিমের বয়স মাত্র তেরো। তার নাম আদ্রিয়ানা। আদ্রিয়ানার জন্মদিনে তাকে একটি সাইকেল কিনে দেয় তার ভাই হোর্হে (Jorge – উচ্চারন সম্ভবত হোর্হে)। হোর্হের বয়স সতেরো, তুলনামূলকভাবে একটু বেশী ইংরেজি জানা আছে বলে তা ব্যবহার করে নানা অপরাধের মাধ্যমে আয় করে হোর্হে। দুপুরে তাদের মা যখন ঘুমাচ্ছে তখন আদ্রিয়ানা বেরিয়েছিল সদ্য কেনা সাইকেলে চড়ে এলাকাটা ঘুরে দেখতে, কিন্তু অপহৃত হয়ে যায়। আদ্রিয়ানার ফেলে যাওয়া সাইকেলের সূত্র ধরে হোর্হে জানতে পারে আদ্রিয়ানা অপহৃত হয়েছে মানব পাচারকারীদের মাধ্যমে, হাত বদলের মাধ্যমে আদ্রিয়ানার মত অপহৃতরা পৌছে যাবে আমেরিকায়। বোনকে বাচানোর জন্য একাকী পথে নেমে পড়ে হোর্হে।



ধারনা করেছিলাম যে ভূমিকার মাধ্যমে ‘ট্রেড’ ছবির শুরু তার মাধ্যমে হিউম্যান ট্র্যাফিকিং এবং সেক্স স্লেভারির পূর্ণ চিত্র উঠে আসবে। একটা চিত্র পাওয়া যায় বটে ছবিতে, তবে তা কতটা বাস্তব আর কতটা গল্প সেটা বিচারসাপেক্ষ। আদ্রিয়ানার মত আরেক বন্দী ভেরোনিকা, তাকে চাকরীর প্রলোভনে নিয়ে আসা হয়েছিল পোল্যান্ড থেকে, বাস্তবতা বুঝতে না বুঝতেই তাকে ব্যবসায়ের পণ্যে পরিণত হতে হয়। দুজনের ঘটনা থেকেই স্পষ্ট হয়, অপহরনকারীরা অনেক বেশি সংঘবদ্ধ এবং শক্তিশালী, তারা শুধু অপহরণই করে না, অপহৃতের পরিবার পরিজনকেও নজরে রাখে অপহৃতদের নিয়ন্ত্রনের উদ্দেশ্যে। অপহৃত নারীদের কি পরিমান নির্যাতন সহ্য করতে হয় তার একটা পরিচয় পাওয়া যায় ছবিতে। কিন্তু এর বিপরীতে হোর্হে কর্তৃক আদ্রিয়ানাকে উদ্ধারের ঘটনাবলী এই ঘটনাবলীকে খেলো করে দেয়।



তবে পরিচালক গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব বেশী অস্বাভাবিকতার আশ্রয়ও নেন নি। আদ্রিয়ানাকে উদ্ধারে হোর্হেকে সহযোগিতার জন্য পুলিশ অফিসার রে শেরিডানকে উপস্থিত করেছেন, কিন্তু তার অমানুষিক যোগ্যতায় আদ্রিয়ানাকে উদ্ধার করান নি। কিন্তু রে’র সাথে দেখা হওয়া পর্যন্ত হোর্হের কার্যক্রম কতটা বাস্তব সেটা ভাবতে হবে।



ট্রেড ছবির সিনেমাটোগ্রাফি দারুন, বিশেষ করে ওপেনিং সিকোয়েন্সটা – অসাধারণ। ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আদ্রিয়ানা চরিত্রে অভিনয় করেছে পলিনা গিতান – দুই বছর পরে Sin Nombre (2009) নামের চলচ্চিত্রে আরও ভালো অভিনয় প্রকাশ পায়। হোর্হে চরিত্রে সিজার রামো মন্দ অভিনয় করেন নি। সবচে ভালো লেগেছে ম্যানুয়েলো চরিত্রে মার্কো পেরেজ এর অভিনয় – দারুন ব্যক্তিত্বসম্পন্ন চরিত্র। মার্কো পেরেজ অ্যামোরেস পের্রোস – ছবিতেও অভিনয করেছিলেন।



‘ট্রেড’ ছবিতে হিউম্যান ট্র্যাফিকিং এবং সেক্স স্লেভারির বিষয়টা ততটা ভয়াবহভাবে উঠে আসেনি যতটা ভয়াবহ পৃথিবীর চরিত্র। টিনএজ মেয়েদের বাধ্য করা হয় যৌনবাণিজ্যে। বিকৃত রুচির পুরুষের খোরাক হয় এই সকল কিশোরী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা মাসুদ আখন্দের একটি ডকিউমেন্টারী ফেসবুকে উন্মুক্ত করা হয়। ২০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটির নাম স্লেভ কুইন, দৌলতদিয়ায় কিশোরী এক মেয়ের যৌনকর্মীতে রূপান্তরের কাহিনী এবং প্রশাসনের সহযোগিতায় উদ্ধারের গল্প নিয়ে নির্মিত। পাঠকের জন্য স্লেভ কুইন ডকিউমেন্টারিটি এখানে যুক্ত করা হল।



http://vimeo.com/61422165



বড় অদ্ভুত এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবী। কিশোর-কিশোরীরা নিজ আগ্রহে জড়িয়ে পড়ছে অবৈধ যৌনসম্পর্কে, আবার কিছু দুর্ভাগা যারা হয়তো বেচে থাকতে চেয়েছিল তারা বাধ্য হচ্ছে এই সম্পর্কে জড়াতে। দুই এক্সট্রিম থেকেই বেঁচে থাকুক পৃথিবী – শুভকামনা।



স্বাগতম দারাশিকো'র ব্লগে

মন্তব্য ৪৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

পৃথিবী আমারে চাই না বলেছেন:
খারাপ লাগে এই ছবিগুলো দেখতে। এর আগে Taken দেখে খুব কস্ট পেয়েছিলাম মানব জাতীর চুড়ান্ত অধঃপতন দেখে। মানুষ কত খারাপ। সারা দুনিয়ার লক্ষ কোটি হিউম্যান ট্র্যাফিকিং এবং সেক্স স্লেভারির স্বীকার মানব সন্তানের জন্য কস্টভরা সমবেদনা।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

দারাশিকো বলেছেন: সমবেদনা জানাতে পারি না, সহানুভূতি জানাই

ভালো থাকুন পৃথিবী আমারে চাই না

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার এবং ধন্যবাদ। মুভি রিভিউ ভালো লেগেছে। তবে ডকুমেন্টরীটা না দেখলে আসলে এই নির্মম ব্যাপারগুলোর ভয়াবহতা সম্পর্কে বুঝা যাবে না।

আপনি সুন্দর বলেছেন, বড় অদ্ভুত এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবী। কিশোর-কিশোরীরা নিজ আগ্রহে জড়িয়ে পড়ছে অবৈধ যৌনসম্পর্কে, আবার কিছু দুর্ভাগা যারা হয়তো বেচে থাকতে চেয়েছিল তারা বাধ্য হচ্ছে এই সম্পর্কে জড়াতে। দুই এক্সট্রিম থেকেই বেঁচে থাকুক পৃথিবী – শুভকামনা।

একই কথা আমারও।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

দারাশিকো বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা।
ভালো থাকুন

৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: ভালো লেগেছে :) আরও রিভিও এর অপেক্ষায় থাকলাম।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

দারাশিকো বলেছেন: এই ছবি সম্পর্কে আর কিছু বলার নাই। ছবিটা ভালো তাই সাজেস্ট করলাম।

অন্য ছবি নিয়ে সামনে নতুন কোন পোস্ট থাকবে আশা করি।
ভালো থাকুন মনজুর মোর্শেদ :)

৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: দাড়ুন সাসপেন্স আছে মনে হচ্ছে ।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

দারাশিকো বলেছেন: সাসপেন্স আছে, থ্রিলারধর্মী সিনেমা।

দেখে ফেলুন, ভালো লাগবে।

৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

একজন ঘূণপোকা বলেছেন: +++++++++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

দারাশিকো বলেছেন: ধন্যবাদ ঘূণপোকা, ভালো থাকুন :)

৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার রিভিউ...

সিনেমাটার শুরুতে একটা অসাধারণ গান আছে। সেই গানটার প্রেমে পড়ে গেসলাম, সিনেমাটোগ্রাফীটাও অসাধারণ।

পুরো সিনেমাটাই আসলে খুবই সুন্দর। ধন্যবাদ চমৎকার সিনেমাটার কথা ব্লগে নিয়ে আসার জন্য :)

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮

দারাশিকো বলেছেন: এটা ঠিক রিভিউ না, পরিচিতি বলতে পারেন।
গান এবং সিনেমাটোগ্রাফি সত্যিই দারুন।
ভালো থাকুন, ফ্রাস্ট্রেশন কেটে যাক :)

৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

অন্ধ আগন্তুক বলেছেন: ট্রেড দূর্দান্ত একটা ছবি ! বাণিজ্য । মানুষের বাণিজ্য , মানবশরীরের বাণিজ্য । নারীদেহের বাণিজ্য । মানবিকতার চূড়ান্ত অবনমনের বিনিময়প্রথা ! এই নিয়েই ছবির কাহিনী !


এই ছবিটা জার্মান ছবি । যদিও ভাষা ইংরেজি আর স্প্যানিশ ।
খুব সংক্ষেপে প্লটটা দেয়া হলো , কিন্তু বেশ কিছু সিকোয়েন্স খুব শকিং !
ভেরোনিকার উপর করা পাশবিক অত্যাচার , আদ্রিয়ানা বিক্রি করে দেয়ার জন্য নিলাম , ক্রেতা সেজে যাওয়া রে এবং আদ্রিয়ানা মুখোমুখি হওয়া – সবগুলোই মনে দাগ কেটে যায় ।
একটা ছোট্ট কাহিনীই অনেকটা স্পষ্ট করে দেয়, হিউম্যান ট্র্যাফিকিং কতটা ভয়াবহ ।

আর উচ্চারণ হোর্হেই হবে , স্প্যানিশ ভাষায় j এর উচ্চারণ হ এর মতো ! তার মানে হা হা হা হা হা লেখা থাকে এভাবে - ja ja ja !

অনেক আগে এই মুভিটার মত আন্ডাররেটেড কিছু মুভি নিয়ে ছোট করে পোস্ট দিয়েছিলাম । দেখতে পারেন।
ছবিঘর ০১

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

দারাশিকো বলেছেন: শকিং সিকোয়েন্সগুলা বলতে চাই নাই, আশংকা করেছিলাম মজা নষ্ট হয়ে যাবে। সিকোয়েন্সগুলা সত্যিই খুব শকিং - সামলানো কষ্ট।
আপনার পোস্টা দেখেছি। খুবই কাজের পোস্ট।

মন্তব্য ওখানে করছি। ভালো থাকুন :)

৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২

আকাশের অনেক রং বলেছেন: পৃথিবী আমারে চাই না বলেছেন:
খারাপ লাগে এই ছবিগুলো দেখতে। এর আগে Taken দেখে খুব কস্ট পেয়েছিলাম মানব জাতীর চুড়ান্ত অধঃপতন দেখে। মানুষ কত খারাপ। সারা দুনিয়ার লক্ষ কোটি হিউম্যান ট্র্যাফিকিং এবং সেক্স স্লেভারির স্বীকার মানব সন্তানের জন্য কস্টভরা সমবেদনা।

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

দারাশিকো বলেছেন: সমবেদনা জানাতে পারি না, সহানুভূতি জানাই
ভালো থাকুন আকাশের অনেক রং

৯| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭

জাকারিয়া মুবিন বলেছেন: ++++++++ দিলাম।

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২

দারাশিকো বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন, ভালো থাকুন :)

১০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সুন্দর পোস্ট।
মুভিটা দেখা হয়নাই। আপনার লেখা পড়ে বুঝতে পারলাম ভালো কিছু মিস করেছি। আশা করি দেখে ফেলবো কোন একদিন।
রিভিউ অনেক ভালো লাগলো।
+++++++

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

দারাশিকো বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ বাউন্ডুলে।
ভালো থাকুন সবসময় :)

১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৪

সানড্যান্স বলেছেন: এই টাইপ মুভি দেখলে প্রচন্ড অসহায় বোধহয়।

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০

দারাশিকো বলেছেন: :( :(

১২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ৮ম + তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩

দারাশিকো বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার। ভালো থাকুন সবসময়

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

কালা মনের ধলা মানুষ বলেছেন: বরাবরের মতোই খুব সুন্দর লেখনী। মুভিটাও দেখা, অনেক আগেই।

কিছুদিন আগে আরেকটা দারুন ছবি দেখলাম, ট্রেড অব ইনোসেন্স। একই ধাঁচের। দেখতে পারেন , না দেখে থাকলে।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

দারাশিকো বলেছেন: ট্রেড অব ইনোসেন্স তো দেখি নাই বস :(
মনে থাকবে- সময় করে দেখে ফেলবো একদিন :)
ভালো থাকবেন ভাই

১৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

আখাউরা পূলা বলেছেন: মুভি টা আমিও দেকছি। শেষ পর্যন্ত যদিও Happy Ending হয়। তাই বাস্তবতা আরও রূড় হউয়াই সাভাবিক...

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

দারাশিকো বলেছেন: হক কথা বলেছেন - এরকম বাস্তবে হওয়ার কথা না, তারপরও আমরা হয়তো একটু আশার কিছু দেখতে চাই- এত কষ্টের গল্প সহ্য হয় না :(

১৫| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ ভাই। দেখব ছবিটা

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

দারাশিকো বলেছেন: ধন্যবাদ হে উৎকৃষ্টতম বন্ধু :)

১৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার রিভিও ।
এই বন্ধে দেখে ফেলবো আশা করি ।

ডকুমেন্টারিটা দেখেছি ।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

দারাশিকো বলেছেন: এটা ঠিক রিভিউ না, মুভি পরিচিতি বলতে পারেন।

মুভিটা দেখে ফেলুন - ভালো লাগবে বলে বিশ্বাস করি।

ভালো থাকুন মাননীয় মন্ত্রী মহোদয় :)

১৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

সোহানী বলেছেন: হা ছবিটা আমি দেখেছি আর আতকে উঠেছি, মনে দাগকাটার মত ছবি। আমাদের মেয়েদের অবস্থা এর থেকেও ভয়াবহ......অবশ্যই ডকুমেন্টারিটা দেখবো।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

দারাশিকো বলেছেন: আশা করছি আমি দেরী করে উত্তর দিতে দিতে আপনি ডকিউমেন্টারিটা দেখে ফেলেছেন

দাগ কেটেছে?
সোচ্চার হউন এই ধরনের অন্যাযের বিরুদ্ধে।
ভালো থাকুন সোহানী :)

১৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

বোকামন বলেছেন: আপনার রিভিউ বরাবরেরমতই চমৎকার.....

অনেক ধন্যবাদ

লাইফ অফ পাই নিয়ে কিছু লিখার চেষ্টা করেছিলাম.......
Click this link

আশাকরি আপনার মন্তব্য পাবো

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

দারাশিকো বলেছেন: রিভিউটা পড়লাম না, ছবিটা এখনো দেখি নাই, দুই একদিনের মধ্যেই দেখবো আশা করি, তখন পড়ে কমেন্ট করে আসবো, অকে?

ভালো থাকুন বোকামন :)

১৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

সুখ নাইরে পাগল বলেছেন: বড় অদ্ভুত এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবী। কিশোর-কিশোরীরা নিজ আগ্রহে জড়িয়ে পড়ছে অবৈধ যৌনসম্পর্কে, আবার কিছু দুর্ভাগা যারা হয়তো বেচে থাকতে চেয়েছিল তারা বাধ্য হচ্ছে এই সম্পর্কে জড়াতে। দুই এক্সট্রিম থেকেই বেঁচে থাকুক পৃথিবী

ভাল লিখেছেন
ডকুমেন্টারিটা শেয়ারের জন্য ধন্যবাদ

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮

দারাশিকো বলেছেন: ধন্যবাদ পাগল, ভালো থাকুন।

২০| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৭

তাসজিদ বলেছেন: human traflling ভয়ানক সমস্যা ।

এবং যথারীতি নারীরা এর শিকার হয়।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯

দারাশিকো বলেছেন: নারী এবং শিশু

২১| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

তাসজিদ বলেছেন: review was marvelous.

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১০

দারাশিকো বলেছেন: ধন্যবাদ তাসজিদ :)

২২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২১

যোগী বলেছেন: দেখতে হবে

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

দারাশিকো বলেছেন: :)

২৩| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১

মুনতা বলেছেন: এই সেক্স ট্রাফিকিং নিয়ে আরেকটা মুভির কথা মনে পড়ে গেল। The Whistleblower.

Trade খুব ভাল লেগেছিল।
++++

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

দারাশিকো বলেছেন: Whistleblower দেখা হয় নাই। দেখে ফেলবো আশা করি।
ধন্যবাদ মুনতা :)

২৪| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২০

অপরিচিত অতিথি বলেছেন: dekte hobe

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.