![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি
প্রিন্সেস টিনা খান সিনেমার পোস্টারে লেখা - একটি ডেয়ারিং চলচ্চিত্র!
পোস্টারে এই সংলাপ ছাপা হয়েছিল ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমায়। ছবির পরিচালকের নাম আখতারুজ্জামান, যিনি পরবর্তীতে 'পোকামাকড়ের ঘরবসতি' চলচ্চিত্র নির্মান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিলেন। ১৯৮৪ সালের চলচ্চিত্রের পোস্টাররের সাথে যদি ষাটের দশকের পোস্টার কিংবা সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত পোস্টারের তুলনা করা হয় তাহলে ধারনা পাওয়া সম্ভব - বাংলাদেশী সিনেমার পোস্টারের পরিবর্তনটা কিভাবে হচ্ছে। এই ধারনা লাভের জন্য আপনাকে দেখতে হবে বিভিন্ন সময়ের চলচ্চিত্রের পোস্টার আর এ জন্য আপনাকে যেতে হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে অনুষ্ঠিত - বাংলাদেশী চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীতে।
১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত 'মাটির পাহাড়' থেকে শুরু করে ২০১১ সালের 'গেরিলা' পর্যন্ত সব মিলিয়ে ষাটটিরও বেশী বিখ্যাত-আলোচিত চলচ্চিত্রের পোস্টার প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। মাটির পাহাড় আর গেরিলা ছাড়া আছে সালাউদ্দিন পরিচালিত 'যে নদী মরু পথে', 'ধারাপাত', সুভাষ দত্ত পরিচালিত 'সুতরাং', খান আতাউর রহমানের 'নবাব সিরাজউদ্দৌলা', 'সোয়ে নদীয়া জাগে পানি', জহির রায়হানের 'জীবন থেকে নেয়া', নারায়ন ঘোষ মিতার 'ক খ গ ঘ ঙ', চাষী নজরুল ইসলামের 'ওরা ১১ জন', আলমগীর কবিরের 'ধীরে বহে মেঘনা'। আছে কিশোরদের নিয়ে চলচ্চিত্র 'এমিলের গোয়েন্দা বাহিনী, ছুটির ঘন্টা, পুরস্কার-এর পোস্টার, আরও আছে মাসুদ রানা, পালঙ্ক, যখন বৃষ্টি এল (দি রেইন), দেবদাস, লালন ফকির, সারেং বউ, কেয়ামত থেকে কেয়ামত, চাকা, ব্যাচেলর, ঘানিসহ বিভিন্ন বছরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের পোস্টার।
কয়েকটা বিশেষ পোস্টারের কথা বলি।
ধারাপাত ছবির পোস্টারে কোন ছবি নেই, শুধু চারবার 'ধারাপাত' লেখা হয়েছে।
মাসুদ রানা ছবির পোস্টারের মাসুদ রানার পেছনে শার্লক হোমসের মত হ্যাট পড়া একটা কালো ছায়া।
চাকা ছবির পোস্টারে বাংলা, ইংরেজি এবং ফরাসী ভাষায় নাম লেখা কারণ ছবিটা ফ্রান্সেও প্রদর্শিত হয়েছিল।
ফেরারী বসন্ত ছবির পোস্টার নেই যা আছে সেটা পোস্টারের প্রাথমিক স্কেচ।
পোস্টার প্রদর্শনীতে দেখা হয়ে গেল প্রামাণ্যচিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলালের সাথে। 'ক খ গ ঘ ঙ' - ছবির পোস্টারের দিকে আঙ্গুল তুলে দেখালেন - আমার জীবনে প্রথম দেখা সিনেমা। একই অভিজ্ঞতা হতে পারে যে কারোরই। এক একটা পোস্টার দর্শককে মনে করিয়ে দিতে পারে অতীতের দারুন সব স্মৃতি।
১৯৫৯ থেকে ২০১১ সাল পর্যন্ত চলচ্চিত্র মুক্তি পেয়েছে ২৪০০-র বেশী, এর মাঝে মাত্র ৬০-৬৫ চলচ্চিত্রের পোস্টারের প্রদর্শনী খুব কম মনে হতে পারে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার সেক্রেটারি আনিসুর রহমান লিটু-কে এ বিষয়টা উত্থাপন করতেই স্বীকার করলেন, একই সাথে জানালেন এতগুলো ছবির পোস্টারের মাঝ থেকে পোস্টার বাছাই করাটা ছিল তাদের জন্য সবচে জটিল কাজগুলোর অন্যতম। এত এত ভালো ছবির মাঝ থেকে একটা পোস্টার বাছাই করার জন্য তাদেরকে অনেক কিছু বিবেচনা করতে হয়েছে। ভবিষ্যতে আরও বেশী ছবি প্রদর্শনের চেষ্টা থাকবে সে নিশ্চয়তাও পাওয়া গেল।
আজ শুরু হওয়া চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী চলবে আগামী ৫এপ্রিল পর্যন্ত। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সেরা ছবিগুলোর পোস্টার নিজ চোখে দেখার এ সুযোগ হারানো ঠিক হবে কি?
(ইচ্ছাকৃতভাবেই কোন পোস্টারের ছবি দেয়া হল না, ইতিহাসকে ছুয়ে দেখতে হলে একটু পরিশ্রম করতেই হবে)
কপিরাইট: দারাশিকো ডট কম
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
দারাশিকো বলেছেন: হা হা হা।
বেস্ট অব লাক ভাইয়া
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫
জাকারিয়া মুবিন বলেছেন:
যাচ্ছি একটু পরেই।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
দারাশিকো বলেছেন: গুড ডিসিশন
কেমন দেখলেন জানাতে ভুলবেন না কিন্তু
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯
ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার ব্যাক্তিগত ব্লগ দেখলাম , সুন্দর !
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
দারাশিকো বলেছেন: ধন্যবাদ পাইলট ভাই
মাঝে ওই ব্লগে বেশী সময় দিতে গিয়া এই ব্লগে আসা কমে গেছল। আবার শুরু করলাম
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ছবিগুলো তুলে এনে দিলে ভাল হতনা? প্রবাসীরা কেম্নে দেখবে??
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
দারাশিকো বলেছেন: এটা অবশ্য হক কথা বলছেন
কেউ না কেউ দিবে - একটু চোখ রাখলেই হবে।
ভালো থাকুন
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯
আমি তুমি আমরা বলেছেন: টিনা খান কিডা?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
দারাশিকো বলেছেন: প্রিন্সেস
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
নুর ফ্য়জুর রেজা বলেছেন: এখন ঢাকার বাইরে, তাই মিস করলাম প্রদর্শনীটা। যদি পরে কোন একসময় শুধু পোস্টার নিয়ে একটা পোস্ট দিতেন তবে খুবই ভালো হত।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭
দারাশিকো বলেছেন: শুধু পোস্টার নিয়ে পোস্ট আমার পক্ষে রীতিমত অসম্ভব। পোস্টার নিয়ে তথ্য পাওয়াটাও কঠিন।
মনে থাকবে - সম্ভব হলে কোনদিন লিখবো
ভালো থাকুন নিরন্তর
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০৫
সাহাদাত উদরাজী বলেছেন: যাই আমি পরিশ্রম করে আসি।
অনেক দিন পর টিনা খানের নাম মনে পড়ল! এইতো সেই দিনের কথা মনে হচ্ছে.।।।