নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

বাইসাইকেলে সিঙ্গেল ইঞ্জিন

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছি, হঠাৎ একটা রিকশা পাশ দিয়ে 'সাঁই' করে রেরিয়ে গেল।



আমি দুবলা পাতলা মানুষ, চালাই 'ফনিক্স' সাইকেল। প্রতিদিন একাই অফিস যাই আসি, আজকে সকালে আমার সাথে যোগ হয়েছে আমার রুমমেট মনির। সে মোটামুটি বর্গাকৃতির মানুষ - দৈর্ঘ্য-প্রস্থ্যে সামান্য বেশ-কম। সাড়ে দশটায় গুলশানে তার কি যেন কাজ, হরতালে বাসে চড়ার চেয়ে আমার সাইকেলের ক্যারিয়ারে বসে নিকেতন পর্যন্ত পৌছে সেখান থেকে গুলশান চলে যাওয়া তার জন্য 'বেটার অপশন'। এদিকে সাতরাস্তার মোড় পর্যন্ত আসতে আসতেই আমি ঘামে ভিজে একাকার। সাতরাস্তা পার হয়ে ডানদিকে তেজগাঁও-এর দিকে ঢুকে পড়তেই রিকশাটা ওভারটেক করল, পেছন থেকে মনির বলল - 'মোটর রিক্সা। ব্যাপার না!'



রিকশার পেছনে মোটর লাগিয়ে কিছু রিকশা চলছে রাস্তায়, এদের গতি দারুন। প্রত্যেক ড্রাইভার একেকজন মাইকেল সুমাখার। রিকশার ঝাঁকের মধ্য দিয়ে কিভাবে বাঁক নিয়ে এগিয়ে যেতে হয় - সে বিষয়ে তাদের দক্ষতা অসাধারণ। মোটরে আওয়াজ কম হয় বলে - এরা পাশ কাটায়ে যায় 'সাঁৎ' করে।



বিটাক মোড়ের একটু আগে আরেকটা রিকশা টের পাওয়ার আগেই 'সাৎ' করে বেরিয়ে গেল। মোটরের গুঞ্জন শুনতে পাইনি বলে রিকশার চেইনের দিকে তাকালাম - ইঞ্জিন নেই! তাহলে? রিকশার যাত্রী একজন মেয়ে। মনির পেছন থেকে বলল - 'সিঙ্গল ইঞ্জিন, ব্যাপার না, তুই চালা!'



অপমানজনক ব্যাপার স্যাপার। নটায় অফিস, আমি ঘুম থেকে উঠেছি পৌনে নটায়, সোয়া নটার পর অফিসে ঢুকলে 'লেট' মার্ক এবং দশটা পার হলে 'অ্যাবসেন্ট মার্ক পরে, ক্যারি করার কারনে দ্রুতও চলতে পারছি না। আবার, তিনচাকার রিকশা সাইকেলের চেয়ে ভারী, পাইলট ছাড়া একজন যাত্রী - তারপরও সাইকেলের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং, পেছনে মনির গান গাচ্ছে 'রিকশা কেন আস্তে চলে না ও ভাইরে রিক্সা কেন আস্তে চলে না? - আমার কান গরম হয়ে গেল।



কান ঠান্ডা হওয়ার আগেই আরেকটা রিকশা 'সাৎ' করে বেরিয়ে গেল। আমি ঝট করে প্রথমে চেন তারপর হুডের দিকে তাকালাম। মোটর নেই এবং রিকশায় দুজন যাত্রী - মহিলা। মনির গান থামিয়ে বলল, 'ডাবল ইঞ্জিন! আরও শক্তিশালী।'



আহসানউল্লাহ ইউনিভার্সিটির সামনে আসতেই দেখলাম রিক্তা দাড়িয়ে আছে। রিক্তা আমার ক্লাসমেট, এখন ব্র্যাক ব্যাংকের হেড অফিসে চাকরী করছে। আমি 'ঘ্যাচ' করে রিক্তার সামনে দাড়িয়ে পড়লাম। 'কি অবস্থা রিক্তা? কই যাস?'



রিক্তা আমার সাইকেলটা ভালোভাবে দেখে হাসল - 'দশটায় অফিস, খালি রিকশা পাচ্ছি না। তোমার গাড়িতে জায়গা আছে?' রিক্তার চোখে কৌতুক।



'মনির?'

'কি?'

'তুই নাম তো!'

'ক্যান?' বলতে বলতে মনির সাইকেলের ক্যারিয়ার থেকে নেমে দাড়াল।

'তুই একটা রিক্সা নিয়ে গুলশান চলে যা। আমার দেরী হয়ে যাচ্ছে। দশটা বাজতে দশমিনিট বাকী মাত্র। রিক্তা, তুই পেছনে শক্ত হয়ে বস।'



হতভম্ব মনিরকে পেছনে রেখে আমি একটা 'সিঙ্গল ইঞ্জিন' লাগিয়ে 'সাৎ' করে অফিসে চলে এলাম।

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

মেঘবন্ধু বলেছেন: Darashiko vai ager motoi acen.

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০

দারাশিকো বলেছেন: :)
ভালো আছেন মেঘবন্ধু?

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: ভাল লিখেছেন।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

দারাশিকো বলেছেন: ধন্যবাদ সালেহীন।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: আমিও একটা সাইকেল কিনব ভাবছি.......

সাইকেলে কি ইন্জিন লাগানো যায়?

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

দারাশিকো বলেছেন: ইঞ্জিন লাগানো যায়, কোন দেশী ইঞ্জিন লাগাবেন সেইটা আফনার ব্যাফার :)

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

আমি রুবেল বলেছেন: চমৎকার লিখেছেন। গল্পই তো মনে হচ্ছে, আসলেই কি এটা গল্প না সত্য ঘটনা? আপনি আগে কখনো মনে হয় একবার সাইকেল কেনার কথা ভেবেছিলেন তাই এমন মনে হচ্ছে।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫

দারাশিকো বলেছেন: আমি সাইকেল চালাই, কেনার কথা বোধহয় অনেক আগে ভেবেছিলাম।
সাইকেল চালাচ্ছি প্রায় নয় মাস।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

আমি রুবেল বলেছেন: চমৎকার লিখেছেন। গল্পই তো মনে হচ্ছে, আসলেই কি এটা গল্প না সত্য ঘটনা? আপনি আগে কখনো মনে হয় একবার সাইকেল কেনার কথা ভেবেছিলেন তাই এমন মনে হচ্ছে।

৬| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

কালোপরী বলেছেন: হাহাহা

১৪ ই মে, ২০১৩ রাত ১০:০৬

দারাশিকো বলেছেন: :) :)

৭| ১১ ই মে, ২০১৩ রাত ১০:২৬

গ্রীনলাভার বলেছেন: হো হো হো হো হো হা হা হা হা হা হা হা......

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

দারাশিকো বলেছেন: :)

৮| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:৫৫

ল্যাটিচুড বলেছেন: একখান সিঙ্গেল ইঞ্জিন পাইলে সাইকেল কিনতাম ..... :P :P

১৬ ই মে, ২০১৩ রাত ১২:৩৫

দারাশিকো বলেছেন: আহা কি খায়েশ!

৯| ২২ শে মে, ২০১৩ রাত ৮:৫৮

বিতর্কিত বিতার্কিক বলেছেন: কলেজে থাকতে চালাইতাম। আবার সম্রাজ্য উদ্ধার করমু।
সাইকেল একটা কিন্মু ভাবতাসি। রিক্সায় অফিসে আইলে ৬০ টেকা, না হইলে, হাঁট, বাসে উঠ, নাম, আবার পাল্টাও, আবার নাম, একটু হাঁট, আর ভাল্লাগে না।
নিজের গাড়িতে নিজেই রাজা।

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৪০

দারাশিকো বলেছেন: হক কথা।
ঘোড়া নেয়ার আগে অফিসে কয়টায় পৌছাবো সেইটা ঠিক ছিল না, এখন ঠিক জানি কখন পৌছাবো :)
নিয়া ফেলেন একখানা ঘোড়া - বেস্টোব্লাক :)

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২২

গ্রীনলাভার বলেছেন: সবার কমেন্টের উত্তর দিলেন আমারটা বাদ রাইখা।
মনে বড় দু:খ পাইলাম ভাই। :(

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

দারাশিকো বলেছেন: :/
সবারটা দেই নাই, আপনি কালোপরীর কমেন্ট নকল করে আপনার কমেন্টে যোগ করছেন, জানেন তো, আমি নকল সমর্থন করি না ;)

(এইবার দিলাম)

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০

ড. জেকিল বলেছেন: সাইকেল আছে, ইঞ্জিন কই পাই ??? :P :P

লেখা কিন্তু সেই হইছে। হেব্বি মজা পাইছি। :D

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

দারাশিকো বলেছেন: শুকরিয়া ড. জেকিল।
ইঞ্জিন রেগুলার পাইতে হইলে দুই চাক্কা বাদ দিয়া তিন চাক্কার 'প্রাইভেট' চালানো শুরু করতে পারেন ;)

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সাইকেল কিনমু ......তাড়তাড়ি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

দারাশিকো বলেছেন: বেস্ট অব লাক - সাইকলের বিকল্প নাই।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১

বটের ফল বলেছেন: প্রকট ইন্জিন সমস্যায় ভুগতাছি ভাই!!!! সাইকেলে লাগানোর জন্য একখান সিন্গেল ইন্জিন হন্যে হয়ে খুঁজে মরলাম , মাগার পাইলামনা। :(( :((

আফসোস্ :( ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

দারাশিকো বলেছেন: সবুরে মেওয়া ফলে - অপেক্ষায় থাকুন ;)

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

গ্রীনলাভার বলেছেন: :| (হাসতে মানা)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

দারাশিকো বলেছেন: অকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.