নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

কিংবদন্তী অভিনেতা আনোয়ার হোসেনঃ সংক্ষিপ্ত জীবনী ও কর্মসমগ্র

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২



বাংলাদেশী চলচ্চিত্রে মুকুটহীন সম্রাট হিসেবে খ্যাত অভিনেতার নাম আনোয়ার হোসেন । ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত মহিউদ্দিন পরিচালিত ‘তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। প্রথম দিকে খলনায়ক চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে তিনি চরিত্রাভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৬৭ সালে খান আতাউর রহমানের পরিচালনায় নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের কারণে তিনি মুকুটহীন সম্রাট উপাধি লাভ করেন।



পিতা নজির হোসেন এবং মাতা সাঈদা খাতুনের তৃতীয় সন্তান আনোয়ার হোসেন স্কুল জীবনথেকেই অভিনয়ের প্রতি আগ্রহ থেকে অভিনয় শুরু করেন। স্কুলে আসকার ইবনে শাইকের পদক্ষেপ নাটকে অভিনয় করেছিলেন তিনি। রূপালী জগতের তারকা ছবি বিশ্বাস, কাননদেবী ইত্যাদি-র প্রতি আকর্ষণ থেকে চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেন আনোয়ার হোসেন। পরিচালক মহিউদ্দিনের সাথে যোগাযোগ করেন তিনি। মহিউদ্দিন তখন ‘মাটির পাহাড়’ চলচ্চিত্র নির্মানের কাজ করছেন। চলচ্চিত্রের জন্য সকল চরিত্র নির্দিষ্ট হয়ে যাওয়ায় আনোয়ার হোসেন এ ছবিতে অভিনয়ের সুযোগ পাননি, কিন্তু পরবর্তী ছবি ‘তোমার আমার’-এ খলনায়ক ‘বীরেন’ চরিত্রে অভিনয়ের সুযোগ পান।



৫২ বছরের অভিনয় জীবনে আনোয়ার হোসেন প্রায় পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেন। লাঠিয়াল চলচ্চিত্রে প্রাণবন্ত, বলিষ্ঠ ও বাস্তবধর্মী অভিনয় করার জন্য ১৯৭৫ সালে প্রথম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। পরবর্তীতে ২০১০ সালে চলচ্চিত্রে সামগ্রিক অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা লাভ করেন আনোয়ার হোসেন।



আনোয়ার হোসেন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল – জোয়ার এলো, কাঁচের দেয়াল, নতুন দিগন্ত, নাচঘর, ধারাপাত, রাজা এলো শহরে, বন্ধন, গোধূলীর প্রেম, রাজা সন্ন্যাসী, রূপবান, জরিনা সুন্দরী, পরশমনি, জঙলী ফুল, রাখাল বন্ধু, জুলেখা, শহীদ তীতুমীর, বাঁশরী, সপ্তডিঙ্গা, গাজী কালু চম্পাবতী, স্বর্ণকমল, আনোয়ারা, নীল আকাশের নীচে, স্বরলিপি, বাহরাম বাদশা, লালন ফকির, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, বাঘা বাঙালী, রংবাজ, দয়াল মুরশিদ, আলোর মিছিল, ঈশা খাঁ, কার হাসি কে হাসেন, লাঠিয়াল, দেবদাস, বড় ভালো লোক ছিল, লালুভুলু, ভাত দে, পেনশন, শিরি ফরহাদ, ত্যাজ্যপুত্র, আমার দেশ আমার প্রেম ইত্যাদি।



আনোয়ার হোসেন পড়াশোনা করেছেন জামালপুরে। ১৯৫১ সালে তিনি ম্যাট্রিক পাশ করার পরে আনন্দমোহন কলেজে ভর্তি হন। ১৯৫৭ সালে তিনি নাসিমা খানমকে বিয়ে করেন। তিনি চারটি পুত্র সন্তানের জনক।



২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তী অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



বিস্তারিত পড়ুন: http://www.bmdb.com.bd/person/1156/

কপিরাইট © বাংলা মুভি ডেটাবেজ

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

সাদা মনের মানুষ বলেছেন: প্রিয় এই অভিনেতার রুহের মাগফেরাত কামনা করছি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

দারাশিকো বলেছেন: আমিন।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।

তাঁর সবচেয়ে স্মরণীয় ছবিগুলোর একটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ''পালঙ্ক"'। পরিচালক রাজেন তরফদার।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

দারাশিকো বলেছেন: ধন্যবাদ মোস্তফা কামাল।
কিছুক্ষন আগে তার পূর্ণাঙ্গ জীবন কাহিনী ও চলচ্চিত্র সম্পর্কে তথ্যের উৎস পেলাম। সব যোগ করে দেয়া সম্ভব হবে।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চলচ্চিত্র আর অভিনয়ে নিবেদিতপ্রান মানুষটি চলে গেলেন।
ভালো থাকুন এই সম্রাট।।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

দারাশিকো বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সায়েম মুন বলেছেন: মুকুটবিহীন এই সম্রাটকে জানাই শ্রদ্ধাঞ্জলী।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

দারাশিকো বলেছেন: ধন্যবাদ সায়েম মুন। ভালো থাকবেন।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
এমন অভিনেতা আগামী এক শতাব্দীতে আর আসবে কিনা সন্দেহ!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

দারাশিকো বলেছেন: আসবে - আমরা আশা করি তাদেরকে অনুসরণ করে আরো বেশী আসবে, আসা উচিত।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

রমিত বলেছেন: মুকুটবিহীন এই নবাবকে জানাই শ্রদ্ধাঞ্জলী।
Click This Link

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

দারাশিকো বলেছেন: আপনার পোস্টটা পড়লাম, ভালো লাগল।
অনুরোধ করবো যেন বাংলা মুভি ডেটাবেজ এ পোস্টটা দেন। রেকর্ড হয়ে থাকুক।
ভালো থাকবেন :)

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩

মামুন রশিদ বলেছেন: আমাদের মুকুটহীন সম্রাটের জন্য শ্রদ্ধাঞ্জলী ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১

দারাশিকো বলেছেন: ধন্যবাদ মামুন :)

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫১

এহসান সাবির বলেছেন: উনার রুহের মাগফেরাত কামনা করছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

দারাশিকো বলেছেন: আমিন।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

মামুন রশিদ বলেছেন: পোস্টার টা থাক ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

দারাশিকো বলেছেন: কৃতজ্ঞতা জানবেন প্লিজ।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয় এই অভিনেতার রুহের মাগফেরাত কামনা করছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

দারাশিকো বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.