নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি
বাংলা মুভি ডাটাবেজ এর কৃতজ্ঞতায় পাওয়া এই ছবিটি যে চলচ্চিত্র থেকে নেয়া হয়েছে তার নাম 'স্বামীর ঘর'। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের পরিচালকের নাম ফখরুল হাসান বৈরাগী। বর্তমান সময়ের দর্শক মাত্র ফখরুল হাসান বৈরাগীকে চিনবেন - বিশেষতঃ ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র নিয়মিত কৌতুক অভিনেতা তিনি। কৌতুক অভিনেতার এই পরিচয়ই সম্ভবত তার চলচ্চিত্র নির্মাতার পরিচয়কে ঢেকে দিয়েছে। জ্বি, ফখরুল হাসান বৈরাগী একজন চলচ্চিত্র নির্মাতা। ১৯৭৬ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র নির্মান করেছিলেন, নাম 'সেয়ানা'। স্বামীর ঘর চলচ্চিত্রটি নির্মানের আগে তিনি আরও আটটি চলচ্চিত্র পরিচালনা করেছেন, মোট পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ঊনিশ।
তবে এই ছবিটি তুলে ধরার উদ্দেশ্য ফখরুল হাসান বৈরাগী-কে পরিচয় করিয়ে দেয়া নয়। ছবিটি একটু মনযোগ দিয়ে খেয়াল করুন - বর্গাকৃতির সরলরেখাগুলো চোখে পড়ছে? এই দাগগুলো একেছেন পোস্টার আর্টিস্টরা। দাগ কেটে হিসেব কষেছেন। মূল ছবিটি সাড়ে এগারো বাই আট ইঞ্চি, কিন্তু এই ছবিটির উপর নির্ভর করে তারা একেঁছেন পনেরো বাই ত্রিশফুটের ব্যানার। প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে মমতা আর ভালোবাসার পরশে দর্শকের স্বপ্নের নায়িকাকে তুলে ধরেছেন, সেই ব্যানার পৌছে গেছে ঢাকা থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে।
ওই সময় পোস্টার ব্যানার ডিজাইন ও ছাপার ব্যবসা করতেন, এখনো করছেন এমন একজন মোজাহারুল ইসলাম ওবায়েদ এর এই সাক্ষাতকারটি পড়ে দেখতে পারেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১
দারাশিকো বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০
মামুন রশিদ বলেছেন: ভাল লাগল
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
দারাশিকো বলেছেন: ধন্যবাদ মামুন।
বাংলা মুভি ডেটাবেজ এ লেখার আমন্ত্রন।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬
এহসান সাবির বলেছেন: ভালো লাগলো। বাংলা মুভি ডেটাবেজ এ আমি নিয়মিত যাই। কিছু রিভিউ লিখব ভাবছি।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
দারাশিকো বলেছেন: ধন্যবাদ এহসান সাবির। সম্ভবত আপনার একটা মন্তব্যও দেখলাম উধাও চলচ্চিত্রে।
ভালো থাকবেন
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২২
তন্দ্রা বিলাস বলেছেন: চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন।
বাংলা মুভি ডাটাবেজ সাইটটিতে মাঝে মধ্যে যায়। দেখি একটা একাউন্ট খুলে রেগুলার যাওয়ার চেষ্টা করব।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
দারাশিকো বলেছেন: ধন্যবাদ তন্দ্রা বিলাস।
ভালো থাকবেন।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন: চমৎকার বিষয় তুলে ধরেছেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
দারাশিকো বলেছেন: ধন্যবাদ শোভন। ভালো থাকবেন
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
প্যাপিলন বলেছেন: প্রথম দর্শনেই বর্গাকৃতি দেখে বুঝতে পেরেছিলাম। ঘটনাটা বলেই ফেলি...প্রথমে স্টিল ছবিটাকে বিভিন্ন বর্গক্ষেত্রে ভাগ করা হতো। তারপর ব্যানারে বা কাপড়ে সমসংখ্যক বর্গক্ষেত্র তৈরি করে স্টিল ছবিতে যে বর্গক্ষেত্রে যে অংশ পড়েছে সেরকম কাপড়ে বা দেয়ালে এঁকে ফেলতে হবে। ..........কমেন্টটা খুব ফালতু মনে হতে পারে তবে ক্লাস টু থ্রি পড়ুয়ার কাছে ছবি আকার এমন সহজ সূত্র আবিষ্কার অনেক দামী ছিল। এজন্য সিনেমার ব্যানার আকিয়েদের দূর থেকে ফলো করতে হয়েছিল অনেকদিন
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০
দারাশিকো বলেছেন: কমেন্টা মোটেও ফালতু নয়। এতটা ডিটেইলে বলার প্রয়োজন বোধ করি নাই - আপনি বলে সেই অভাবটা পূরণ করেছেন।
পোস্টা পাবলিশ করার পর বুঝলাম আরও কিছু বিষয় যোগ করা যেত।
ভালো থাকবেন প্যাপিলন
৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১
ড. জেকিল বলেছেন: সুন্দর পোস্ট, ফখরুল হাসান পরিচালক ছিলেন জানতাম না।
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৯
দারাশিকো বলেছেন: ধন্যবাদ জেকিল। ভালো থাকবেন
৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর পোস্ট +++
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২
দারাশিকো বলেছেন: ধন্যবাদ কান্ডারী।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
কালোপরী বলেছেন: