নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

যদি লড়াইয়ে হেরে যাই

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

কোন লড়াইয়ে যদি হেরে যান আপনি, কি করবেন ?



রবার্ট ব্রুস হার স্বীকার করেন নি। বার বার লড়াইয়ে ফিরে এসেছেন। ষষ্ঠতম বারে তিনি আর হারেন নি, জিতেছেন এবং লড়াইয়ের সমাপ্তি নিশ্চিত করেছেন।



দারাশিকোর পূর্বপুরুষ মোঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবরও হারতে রাজী ছিলেন না। তার জীবন কেটেছে লড়াইয়ের ময়দানে - হেরেছেন, ফিরে এসেছেন, জিতেছেন, আবার হেরেছেন, আবার ফিরেছেন, জিতেছেন - তার এই লড়াইয়ের আবর্তন শেষ পর্যন্ত তাকে বিজয়ী করেছে, মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠা করে তিনি লড়াই থেকে বিশ্রাম নিয়েছিলেন। কিন্তু তার বংশধর মুঘল সম্রাজ্যের সন্তান দারাশিকো লড়াইয়ে হেরে যাওয়ার পর ফিরতে পারেন নি। প্রতিপক্ষের তুলনায় তিনি জনপ্রিয় ছিলেন, কিন্তু যোগ্য ছিলেন না। লড়াইয়ে ফেরার স্বপ্ন নিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন, কিন্তু লড়াইয়ে ফেরার আগেই তার মুন্ডু চলে গিয়েছিল প্রতিপক্ষের কাছে।



লড়াইয়ে হেরে গেলে সেই হার সহ্য করতে না পেরে দড়িতে ঝুলে পড়ে অনেকে। কেউ কেউ নিয়ম ভেঙ্গে প্রতিপক্ষকেই মেরে ফেলে - তাতে অবশ্য লড়াইয়ে জেতা হয় না, লড়াইয়ের মাত্রা পরিবর্তন হয় কেবল।



আমার যে লড়াই, তাতে হেরে গেলে আমি কি করবো? প্রথমে পালিয়ে যাবো, তারপর হারিয়ে যাবো।



বর্তমানের ইন্টারকানেক্টেড এই দুনিয়ায় কিভাবে হারিয়ে যেতে হয় সেটা শেখা যাবে জ্যাক রিচারের কাছ থেকে - বই পড়ে অথবা সিনেমা দেখে। জ্যাক রিচার ইউএস এর বৈধ পাসপোর্ট নিয়ে দেশ থেকে বের হন, তারপর অবৈধ পাসপোর্ট নিয়ে আবার দেশে প্রবেশ করেন। জ্যাক রিচারের কোন ইমেইল নেই, কোন ফেসবুক বা টুইটার আইডি নেই। জ্যাক রিচারের কোন মোবাইল ফোন নেই, ট্যাক্স আইডেন্টিফাইং নাম্বার নেই, ইউটিলিটি বিল রেজিস্ট্রেশন নেই। তার কোন গাড়ি নেই - সে হিচহাইকিং বা পাবলিক বাসে ভ্রমণ করে। তার সাথে থাকে টাকা পয়সা, ভাঁজ করা যায় এমন টুথব্রাশ, এটিএম ডেবিট কার্ড এবং একটি এক্সপায়ার্ড পাসপোর্ট। জ্যাক রিচারকে কেউ খুঁজে পায় না, বরং প্রয়োজন হলে জ্যাক রিচারই খুঁজে নেয়। হারিয়ে যাওয়া খুব কঠিন কিছু না।



দেশের মধ্যেই পালিয়ে যেতে হলে হিল ট্র্যাক্টস আদর্শ জায়গা। মুহাম্মদ জাফর ইকবালের 'আকাশ বাড়িয়ে দাও' উপন্যাস পড়ে আমি প্রথম ধারনা পেয়েছিলাম পালিয়ে থাকার এই জায়গা সম্পর্কে। হিল ট্র্যাক্টস ঘুরে এসে নিশ্চিত হয়েছি। দেশের বাইরে? কানাডা, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, শ্রীলংকা, নিদেনপক্ষে ভারতের কোলকাতা অথবা মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় অজন্তা গুহার আশে পাশে। আমেরিকায় গ্রান্ড ক্যানিয়নে ঘুরে বেড়ানোর সময় আবদুল্লাহ আবু সাইয়ীদের 'ওড়াউড়ির দিন'কে মনে করব। শ্রীলংকায় যাবো জেফরি বাওয়ার আর্কিটেকচারাল কাজকর্ম দেখতে, এবং আর্কিওলজিক্যাল সাইটস। হুমায়ূন আহমেদের 'রাবনের দেশে আমি ও আমরা' বইতে তার সাথে ছিল স্ত্রী শাওন - আমার সাথে কে থাকবে? কোলকাতায় বা মহারাষ্ট্রে ফেলুদা ছিল তোপসের সাথে, ফেলুদাকে বাদ দিয়ে অজন্তা গুহা, কিংবা কোলকাতার সেমিট্রি আমার ভালো লাগবে? বোধহয় এ কারণেই ফ্রান্সে আমার যাওয়া হবে না। কারণ সেখানে মিউজিয়াম আর 'শ্যাতো' দেখতে হলে আমার অবশ্যই চাই একজন মার্গারেট, সুনীলের যেমন ছিল 'ছবির দেশে কবিতার দেশে' বইতে। মার্গারেট হবার প্রতিশ্রুতি দিলে আমি হেরে যাওয়ার পর ঠিক ফ্রান্সে চলে যেতাম, তারপর জ্যাক রিচারের মত পরিচয় গোপন করে মার্গারেটের সাথে ঘুরে বেড়াতাম - মিউজিয়ামে, আর শ্যাতো-সাইটগুলোতে।



হেরে যাওয়ার পর পালিয়ে গিয়ে হারিয়ে যাওয়ার যে চেষ্টা সেটাও একটা লড়াই, সেই লড়াইয়েও যদি হেরে যাই, তখন কি হবে?



মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: পালিয়ে যাওয়া থেকে পালিয়ে থাকতে চাই।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

দারাশিকো বলেছেন: হুম।

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: অনেক সময় হেরে পালিয়া যাওয়া মানে কিন্তু আসলে "পালিয়ে যাওয়া"-ও না(অন্তত আমার ক্ষেত্রে)। হেরে যাওয়া লোকটা হয়তো নিজেকে একটু সময় দিতে চাচ্ছে, হারের কারণটা বুঝার চেস্টা করছে।

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৬

দারাশিকো বলেছেন: হক কথা। ওইসব লোকরাই ভালো করে, সফল হয়।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৯

কাজী মামুনহোসেন বলেছেন: আমার মতে, পালিয়ে যাওয়ার চেয়ে শেষ পর্যন্ত যুদ্ধ করে বীরের মতো মারা যাওয়া উত্তম।

আশা করি আমাকে কখনও পালাতে হবে না।

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮

দারাশিকো বলেছেন: ডিটারমাইন্ড হন, পালাতে হবে না - বাবরের মত নতুন সম্রাজ্যের প্রতিষ্ঠা সম্ভব হবে।
শুভ কামনা মামুন হোসেন :)

৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৯

আশীষ কুমার বলেছেন: শেষটা পড়তে গিয়ে শুরুটা আর মনে পড়ে না। তবে পুরো লেখাটা ভালো।

আমি ভীতু লোক। ভীতুরা না পালায় না হারায়।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩

দারাশিকো বলেছেন: ধন্যবাদ আশীষ - লেখার মোড় ঘুরে যাচ্ছিল অটোমেটিক। ঘাড় ধরে ফেরাতে হল :/

৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৩

অস্পিসাস প্রেইস বলেছেন:

আ শী ষ এর কমেন্টে ++
সহজ সরল মন্তব্যের জন্য

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

দারাশিকো বলেছেন: :)

৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৮

গোঁফওয়ালা বলেছেন: ইনটু দ্যা ওয়াইল্ড, জ্যাক লন্ডন, ফেলুদা, পায়ের তলায় সর্ষে, জাফর ইকবাল মোটামুটি সব কিছু জট-পাকিয়ে মাথায় একটা রিউইন্ড মত হল।

অসাধারন লেগেছে। আমি নিজেও ভাবি এরকমটা কি করা যায় না, হারিয়ে যাওয়া.................।।

পোস্টে ++++++++++++++++++++++++++++++++++++

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২

দারাশিকো বলেছেন: ধন্যবাদ গোঁফওয়ালা। ভালো থাকুন নিরন্তর :)

৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪

বশর সিদ্দিকী বলেছেন: একটা ব্যবসা করতে গিয়া তিনবার হারছি। আবার নামতেছি। আশাকরি এইবার জিতব। যদি হারি তবে আবার চেস্টা করব। তবুর ছারছি না।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

দারাশিকো বলেছেন: এইটাই মনোবল। বাবরের ছিল। জিতবেন নিশ্চিত :)

৮| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
জ্যাক রিচার মুভিটা দেখার পর বই পড়ার আগ্রহ জেগেছে। টম ক্রুজকে অন্যরূপে দেখেছি এই মুভিতে।

হেরে যাওয়ার পর পালিয়ে গিয়ে হারিয়ে যাওয়ার যে চেষ্টা সেটাও একটা লড়াই শেষের এই কথাটা মনে ধরে গেল।

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

দারাশিকো বলেছেন: ধন্যবাদ নাজিম উদ দৌলা :)
ভালো থাকবেন :)

৯| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩১

কালোপরী বলেছেন: :)

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

দারাশিকো বলেছেন: :)

১০| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মোঃ ইসহাক খান বলেছেন: মনোবল ধরে রাখা সত্যিই গুরুত্বপূর্ণ। পালিয়ে যাওয়া কোন সমাধান নয়।

ভালোলাগা পোস্টে।

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

দারাশিকো বলেছেন: কৃতজ্ঞতা মন্তব্যে :)

১১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পালানো ও কিন্তু সহজ না :)

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

দারাশিকো বলেছেন: সেটাই। ওই লড়াইয়ে হেরে গেলে কি হবে বস?

১২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮

ড. জেকিল বলেছেন: জিতবেন বলে লড়াই শুরু করুন, পালাতে হবেনা।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২

দারাশিকো বলেছেন: লড়াই তো চলছে বহুদিন - জেতার জন্যই তো লড়াই - কিন্তু জেতার লড়াইও হেরে যেতে হতে পারে নানা কারণে।
লড়াই চলছে, চলবে ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.