নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি
The Iceman, USA, 2013
টাইম ম্যাগাজিন বছরের সেরা দশ পারফরম্যান্সের তালিকায় এই ছবির প্রধান চরিত্র রিচার্ড কুক্লিনস্কির অভিনেতা মাইকেল শ্যাননের নাম উল্লেখ করায় ছবি দেখার আগ্রহ তৈরী হয়েছে। রিচার্ড একজন ভাড়াটে খুনী – গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত তার পরিবারও জানত না তার এই পেশা সম্পর্কে। বলা হয় সে প্রায় একশ খুন করেছিল। সত্যি ঘটনার উপর নির্মিত এই চলচ্চিত্রে গুরুত্ব পেয়েছে পরিবারের কাছ থেকে গোপন করে রাখার বিষয়টি – পাশাপাশি তার এই জগতে প্রবেশ এবং বের হওয়ার ঘটনাবলী। স্টোরি টেলিং ঠিক পছন্দ হয় নি। শ্যাননের এক্সপ্রেশন দারুন, কিন্তু বয়সটা ঠিক যথোপযোগী ছিল না সম্ভবত।
রেটিং: ৩.৫/৫
The Lone Ranger, USA, 2013
জনি ডেপ এবং আর্মি হ্যামার অভিনীত ওয়েস্টার্ণ ফিল্ম। ওয়াল্ট ডিজনী প্রোডাকশন। লোন রেঞ্জার একজন মাস্ক পরিহিত ওয়েস্টারর্ন ক্যারেক্টার যার সহযোগী একজন নেটিভ ইন্ডিয়ান এবং দুজনে মিলে অন্যায়ের প্রতিবাদ করে বেড়ায়। এটা একটা ফিকশনাল চরিত্র। জনি ডেপ ইন্ডিয়ান চরিত্রে অভিনয় করেছে। হালকা মুডের ছবি – জেনে শুনেই দেখতে বসেছিলাম। কিন্তু ছবিটা যে কমেডি ঘরানার সেটা জানা থাকলে হয়তো দেখতাম না। ওয়েস্টার্ণ সিনেমার ক্ষেত্রে সিরিয়াস সিনেমাই পছন্দ – কমেডি নয়। বাচ্চাদের ছবি – নিখাদ বিনোদনের জন্য দেখা যেতে পারে।
রেটিং: ৩/৫
The Hidden Face, Columbia, 2011
কলম্বিয়ার ছবি জেনে এই ছবিটি দেখা। এর আগে কলম্বিয়ান আর কোন ছবি দেখেছি কিনা মনে করতে পারছি না। একজন স্প্যানিশ অর্কেষ্ট্রা কন্ডাকটর এর এক গার্লফ্রেন্ড চলে যাওয়া/হারিয়ে যাওয়ার পরে নতুন একজন গার্লফ্রেন্ডের সাথে রিলেশনশীপ শুরু এবং তার বাড়িতে নতুন গার্লফ্রেন্ডের অদ্ভুত সব অভিজ্ঞতাকে নিয়ে এই ছবির কাহিনী। ধাঁচটা হরর, থ্রিলার হলেও এই ছবির বিষয়বস্তু ভালোবাসাকে কেন্দ্র করে মানবমনের বিভিন্ন জটিল দিকের উপস্থাপন।
ছবির মিউজিক বেশী ভালো লাগল অন্য দিকগুলোর তুলনায়। চরিত্রের সংখ্যা খুব কম। এবং বাজেটও বোধহয় বেশী ছিল না – খুব সিম্পল স্টাইলে নির্মান। ছবি দেখার পর জানা গেল – বলিউডে মার্ডার থ্রি এই ছবির রিমেক। মার্ডার কোনটাই দেখা নেই, তাই তুলনা করা গেল না।
রেটিং: ৪/৫
Rocky, USA, 1976
এই সিনেমাটি দেখা উচিত ছিল অনেক আগেই, কিন্তু সিলভেস্টার স্ট্যালোনের সিনেমা বলেই আগ্রহ কম ছিল এবং ডাউনলোড করারও অনেকদিন পরে দেখা হল। রকি বালবোয়া নামে ফিলাডেলফিয়ার এক বক্সার চরিত্রের উত্থান নিয়ে সিনেমার গল্প। স্টোরি সিলেভস্টার স্ট্যালোনের, তিনিই প্রধান অভিনেতা। বক্সিং না, বরং একটা খুব সাধারণ দরিদ্র আমেরিকানের জীবন এবং প্রেম-পারিবারিক সম্পর্ক গুরুত্ব পেয়েছে এই ছবিতে।
সিনেমার নির্মান ইতিহাসও দারুন। সব মিলিয়ে এক মিলিয়ন ডলারের কিছু বেশী ব্যয়ে নির্মিত এই ছবিটি ব্যবসা করেছিল ২৫৫ মিলিয়ন ডলার, তিনটে ক্যাটাগরীতে অস্কার জিতে নিয়েছিল, নমিনেশন পেয়েছিল দশ ক্যাটাগরীতে। স্ট্যালোনের প্রস্তুতি দৃশ্যের একটি ছিল ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্ট এ। পরবর্তীতে সেখানে রকি বালবোয়া’র একটি ভাস্কর্য স্থাপন করা হয়। আরও বিস্তারিত জানার জন্য উইকিপিডিয়া দেখা যেতে পারে।
রেটিং: ৫/৫
দারাশিকো'র ব্লগ
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
দারাশিকো বলেছেন:
২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১
কাব্য কথা বলেছেন: ইরানীয়ান ছবি 'দ্য পাস্ট' দেখেছেন? এ সেপারেশন ছবির পরিচালকের ছবি। দেখে একটা রিভিউ দিয়েন দারাশিকো ভাই।
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
দারাশিকো বলেছেন: দ্য পাস্ট তো দেখি নাই ভাই। দেখে নেই - তারপর রিভিউর ব্যাপারে চিন্তা করা যাবে। ভালো থাকবেন রাব্বি
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
ম.র.নি বলেছেন: দি আইস ম্যান নামে একই থিমে এর আগেও এক্টা মুভি আছে।মাইকেল শ্যানন আমার মতে খারাপ না, ভালই অভিনয় করে। আপনি ব্লেইজিং সেডল ( Blazing Saddle) দেখলে ওয়েস্টার্ন কমেডির স্বাদ পেতেন।
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
দারাশিকো বলেছেন: আইস ম্যান নিয়ে বোধহয় একাধিক মুভি হয়েছে, এটা লেটেস্ট। মাইকেল শ্যাননকে শেষের দিকে ভালো লেগেছে - কিন্তু শুরুর দিকের জন্য সে অবশ্যই বেশী বয়স্ক লোক ছিল!
ব্লেইজিঙ স্যাডলএর আইএমডিবি দেখলাম - পুরানো মুভি। যেহেতু কমেডি ঘরানার - শিওর না দেখা হবে কিনা। হালকা মুডে থাকলে দেখা হয়ে যেতে পারে। কৃতজ্ঞতা ম.র.নি
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
হাসান মাহবুব বলেছেন: রকি দেখেছি। ভালো ছবি, তবে অস্কার পাওয়ার মতো না। যেখানে ট্যাক্সি ড্রাইভারের মতো মুভি ছিলো সে বছরে।
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
দারাশিকো বলেছেন: গুড পয়েন্ট বস! বোধহয় রকি আর ট্যাক্সি ড্রাইভারের মধ্যে অস্কারের জন্য রকি-কে বেছে নেয়ার পেছনে আমেরিকান ন্যাশনালিজম মেন্টালিটি বেশী প্রভাব রেখেছিল। আফটার অল, রকি আমেরিকার পজেটিভ দিক তুলে ধরেছিল, ট্যাক্সি ড্রাইভার নেগেটিভ।
থেংকু
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
আরজু পনি বলেছেন:
বস
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮
দারাশিকো বলেছেন:
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
অদিব বলেছেন: আইসম্যান দেখেছি। বেশ ভালো লেগেছে। দ্য লোন রেঞ্জারস নিখাদ বিনোদনের জন্য দেখতে বসেছিলাম বলেই হয়তো আমার কাছে ভালো লেগেছে। আর রকি সিরিজ তো অসাম। দ্য হিডেন ফেস অবশ্য দেখা হয়নি।
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬
দারাশিকো বলেছেন: মার্ডার থ্রি দেখেছেন, তাহলে হয়তো হিডেন ফেস না দেখলেও চলবে। আদারওয়াইজ দেখতে পারেন।
ভালো থাকবেন অদিব
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
একজন ঘূণপোকা বলেছেন: একটাও দেখি নাই
দেখতে হবে
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩
দারাশিকো বলেছেন: শুরু করেন - আস্তে আস্তে হয়ে যাবে
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৬
সাদরিল বলেছেন: দ্য লং রেন্জার ছবিটি দেখতে আগ্রহী
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭
দারাশিকো বলেছেন: লোন রেঞ্জার। দেখে ফেলুন - সাম্প্রতিক ছবিতো, ওয়েবে সহজেই পাবেন।
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৮
দি সুফি বলেছেন: বায়োগ্রাফী মুভি সাধারণত মিস করি না। আইসম্যান মুভিতে শ্যাননের অভিনয় বেশ ভালোই লেগেছে। মূলত জেনারেল জডের পারফরমেন্স দেখেই এই মুভিটা দেখা।
লোন রেঞ্জার দেখে পুরোই হতাশ।
একমাত্র রকি মুভিতেই সিলেভস্টার স্ট্যালোনর অভিনয় দেখার মত!
পোষ্টে +++++
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮
দারাশিকো বলেছেন: হক কথা
ধন্যবাদ সুফি - ভালো থাকুন সবসময়।
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ। কত্তকিছু যে দেখি নাই
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২
দারাশিকো বলেছেন: শুরু করলেই হবে। শুরু করেন।
১১| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দারাশিকোর ব্লগটা বুকমার্ক করে রাখলাম ...
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫
দারাশিকো বলেছেন: শুকরিয়া
১২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭
রোদেলা বলেছেন: ্দ্যা হিডেন ফেইস দেখেছি।কিন্তু মুভি ডাটাবেজে ঢুকতেই পারছিনা,কারন জানিনা।মহুয়া সুন্দরীর রিভিউ দিতাম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০১
দারাশিকো বলেছেন: এই মন্তব্যটা এদ্দিনে দ্যাখলাম!
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++