![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কালকার যুগে বিয়ের জন্য সবার অজস্র পছন্দের ক্রাইটেরিয়া। জেলা মিলতে হয়, থানা মিলতে হয়, অন্তত একটা নিজেদের বাড়ি থাকতে হয়, রূপসী সাদা চামড়া নারী হতে হয়, হালাল-হারাম উপার্জনের ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভালো উচা বেতনের চাকরি হতে হয়, পরিবারের বড় সন্তান হলে সমস্যা, চাচা-মামাদের "অবস্থা" ভালো হতে হয়। এতকিছুর পরে আবার ভাতের সাথে আচারের মতন "স্বাদবর্ধক" হিসেবে দ্বীনদারী চাওয়া হয়।
ভাই থামেন! আপু আপনিও থামেন!
আপনাদের এইসব চয়েসের ম্যালা বসানোর টেনডেন্সির পেছনে আগের কালের ইসলামী জ্ঞানের গভীরতাহীন মুরুব্বিদের বিয়েকেন্দ্রিক স্বেচ্চাচারীতা, ইগো, শো-অফ মানসিকতা এবং আপনাদের জেনারেশনের মতন নোংরা গুণাবলীর বৈচিত্র্যময় মিক্সিং দায়ী। এইসব নানাবিধ চাহিদার ককটেল ঝাঁকিয়ে আপনারা যেই নেশায় ডুবে আছেন, সেইটার পিছনে উত্তম নিয়াত কতটুকু সেইটা আল্লাহ জানেন। তবে ভালো নিয়াতের মেথড খারাপ হলে যেমন তার ফলাফল বড়ই কষ্টদায়ক হয়। তেমনি খারাপ নিয়াতের মেথড ভালো হলেও সেইটার ফল মোটেই ভালো হয় না। রূপের প্রতি, "সিরাম" ইউনিভার্সিটির ডিগ্রির প্রতি, নিজ জেলার কনে/পাত্রের প্রতি, সম্পদের প্রতি, ক্ষমতার প্রতি, লোকদেখানোর আগ্রহকে কবর দিয়ে আল্লাহর প্রতি অন্তরকে ঘুরিয়ে নিতে চেষ্টা করুন। চাওয়াগুলোকে শূণ্য করে অনুধাবন করুন দ্বীনদারীর প্রয়োজনীয়তা। আপনার মন যা চায়, সেইরকম কিছু ব্যক্তিগত বিষয়কে হিসেব করার অধিকার আপনার পুরোপুরি আছে। তবে সেইটা ব্যক্তিগতই থাকুক। সুন্দরী খুঁজতে গিয়ে দ্বীনের ধারণা হারিয়ে ফেলা অথবা ভালো ফ্যামিলির টাকাওয়ালা ছেলে খুঁজতে গিয়ে দ্বীনদারীর ব্যাপার ভুলে যাওয়ার কোন মানে হয় না।
©somewhere in net ltd.