নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকঃ https://www.facebook.com/Desaif69

ডি সাঈফ

অ্যান্টি-হিরো

ডি সাঈফ › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা-নামা

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:১২

পৃথিবীতে প্রতি চল্লিশ সেকেন্ডে কমপক্ষে একজন মানুষ আত্মহত্যার চেস্টা করছে। বাহ! পুরো বিশ্ব গত ৪৫ বছর ধরে সুইসাইডের হার বেড়েছে প্রায় ৬০ গুণ !
.
এমনকি কুকুর, গরু, ভেড়া জাতীয় কিছু পশু প্রাণীর মধ্যেও আত্মহত্যার প্রবণতা আছে।
.
মজার ব্যাপার হচ্ছে সপ্তাহের বুধবারেই বেশিরভাগ মানুষ আত্মহত্যা করে। এটির অবশ্য ব্যাখ্যা নেই। কাকতালীয় হতে পারে।
.
ছেলেরা মেয়েদের তুলনায় তিন থেকে চারগুণ বেশি আত্মহত্যার চেস্টা করে থাকে, আনন্দের কথা হচ্ছে এই চেস্টায় তাদের সফলতার হারও মেয়েদের তুলনায় বেশি !
.
প্রতিষ্ঠিত তারকা এবং লেখকরা সাধারণ মানুষের তুলনায় ১৮ গুণ বেশি আত্মহত্যার চিন্তা করেন। বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ে, তার বাবা, তার ভাই বোন, তার নাতনী সকলেই আত্মহত্যা করে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন।
.
মেটাল মিউজিশিয়ানদের মধ্যেও সুইসাইড করার প্রবণতা বেশি। প্রায় ২০ শতাংশ মেটাল মিউজিশিয়ান মারা যান আত্মহত্যা করেই !
.
ব্রিটেনে নাকি ৫০ বছরের কম বয়সী পুরুষদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ, আত্মহত্যা। জাপানে এই বয়স সীমা ২০ থেকে ৪৪ !
.
সানফ্রান্সিসকোর গোল্ডেন গেইট ব্রিজ সুইসাইডের ঘটনা ঘটানোর জায়গা হিসেবে বিশ্বে এক নাম্বার। এই ব্রিজ এ অনেকে আসেন লাফিয়ে মরতে। এই তালিকায় সর্বকনিষ্ঠ যে, সে পাঁচ বছর বয়সী মেয়ে,নাম ম্যারিলিন ডেমণ্ট।
.
টম এন জেরি কার্টুনের একটা এপিসোড একবার শেষ হয় তাদের দুইজনের আত্মহত্যার দৃশ্য দিয়ে।
.
উইস্টন চার্চিলের মেয়ে ডায়ানা যিনি আত্মহত্যা করেছিলেন,অথচ তিনি কাজ করতেন আত্মহত্যা রোধ করে (হেমলক সোসাইটি টাইপ) এমন একটি প্রতিষ্ঠানে।
.
১ হাজার নয়শ পাঁচ পৃষ্ঠা সুইসাইড নোট লিখে ২০১০ সালে এক ব্যাক্তি মারা যান। বেচারা, এই নোট লিখতে তার নস্ট করতে হয়েছিলো পাঁচ বছর ! এই লোকটা কি হাবিজাবি লিখেছে জানতে ইচ্ছা করে। বলতেই হয় মানুষটা ক্রিয়েটিভ। সামান্য মৃত্যুর জন্য কেউ এত পরিশ্রম করে আজকাল ! বাংলাদেশ হলে পাঁচ মিনিট ভেবে লিখতো,
.
"আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়...।"

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:২১

অতঃপর হৃদয় বলেছেন: অনেক তথ্য জানলাম।

২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



বুধবারে?

আগামীকাল একটা পোস্ট দেবেন, না হয়, আমরা চিন্তিত থাকবো।

৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪২

মাঝিবাড়ি বলেছেন: আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়...।" এটা ক্যান?

৪| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

ঢাকাবাসী বলেছেন: বেশ মজার তথ্য জানলুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.