নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকঃ https://www.facebook.com/Desaif69

ডি সাঈফ

অ্যান্টি-হিরো

ডি সাঈফ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর গন্ধ..

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম। ট্র্যাজেডি ভিডিও। কোনো হিরো নাই। ভিডিও'তে দেখলাম এক লোক ফোনে কথা বলছেন। পুরো রুমে হাঁটতে হাঁটতে কথা বলছেন। রীতিমতো জীবন যন্ত্রণায় ব্যস্ত মানুষ। এই কথা বলার এক ফাঁকে মানুষটা হুট করে মাটিতে পড়ে গেলেন।
.
তিনি চাঁপাইনবাবগঞ্জ এর জেলা প্রশাসক সম্ভবত। ওই যে পড়লেন আর উঠতে পারেন নি। এত স্বল্প নোটিশে কেউ মারা যায় ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। সিসি ক্যামেরার রেকর্ড থেকে পরে এই ভিডিওটি ফেসবুকে কেউ একজন দিয়ে দিয়েছিলেন।
.
শিল্পকলা একাডেমিতে একবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো।
১৯৯৫ সালের ১২ই জানুয়ারিতে।
লোকসংগীতের গান এর আসর জমে উঠেছে। এক পর্যায়ে মঞ্চে উঠলেন লোকসঙ্গীতের বিখ্যাত এক শিল্পী ফিরোজ সাঁই।
গান ধরলেন, "এক সেকেন্ডের নাই ভরসা/ বন্ধ হইবে রঙ তামাশা/ চক্ষু মুদিলে;হায়রে দম ফুরাইলে..."।
দরদ ভরা কন্ঠে এই গান গাইতে গাইতে কয়েক সেকেন্ডের মধ্যে শিল্পী মঞ্চে লুটিয়ে পড়লেন। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু নিশ্চিত হলো...
..
আর্মি স্টেডিয়ামে এমন আরেকটি ঘটনা ঘটেছে। বেশিদিন আগের কথা নয়। ২০১৪ সালেই।
বেঙ্গল ফাউন্ডেশন এর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিব্যাল চলছে। সরাসরি সম্প্রচার হচ্ছে মাছরাঙ্গার পর্দায়। গভীর রাতের দিকে মঞ্চে বক্তব্য দিতে আসলেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। অনেক কথাই বললেন। বক্তব্যের এক পর্যায়ে কি মনে করে বললেন, "আমার একটা কথা আছে..."।

কি কথা সেটা আর বলতে পারলেন না তিনি। মাথা ঘুরে মঞ্চে পড়ে গেলেন। হাসপাতালে নেয়া হলে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন...
.
"চলে যাচ্ছি দোস্ত,একদম নেটওয়ার্কের বাইরে..."।
সেইন্টমার্টিনে ঘুরতে যাওয়ার আগে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলে সাব্বিরের শেষ ফেসবুক স্ট্যাটাস ছিলো এটি। তারপর?
নীল সমুদ্রের অতল বিষাদের জলে হারিয়ে যায় সে। আর কখনো নেটওয়ার্কের মধ্যে ফিরে আসেনি।
.
গতবছর প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আকস্মিক ভাবেই রহস্যজনকভাবে মারা যান।
তার শেষ স্ট্যাটাস এর কিছু লাইন ছিলো এমন,
.
"মৃতদের কান্নার কোন শব্দ থাকে না,থাকতে নেই,
নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।
হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে
নিয়ে স্মৃতি,তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে।"

.
এই মৃত্যুগুলোর ব্যাখ্যা কি? রহস্য খুউব ! একেকসময় খুউব জটিল লাগে, একসময় মনে হয় খুব স্বাভাবিক সব কিছু।
.
আচ্ছা, গত শীতে হাড় ঠকঠক করে কাপতো, উত্তরবংগের সেই বৃদ্ধ কি এই শীতে বেঁচে আছে? মসজিদের সামনের সারির কোনায় যে লোকটা চেয়ারে বসে নামাজ পড়েছিলো গতবছর এখন সে নেই। আজকের ইমার্জেন্সি বিভাগে কতজনের অবস্থা গুরুতর জানতে ইচ্ছে করে। তারা কি সবাই বাঁচবে? ঢাকা আরিচা হাইওয়েতে একটু পর সড়ক দূর্ঘটনায় যে মানুষটা মারা যাবে সে কি সকালে বউয়ের কাছে কোনো ওয়াদা করে এসেছিলো? আজিমপুর কবরস্থানে আজকে কয়টা লাশ মাটি চাপা দেয়া হয়েছে? এরা তো গতকালও মাটির উপরেই ছিলো! রাজপথের জ্যামে আটকে থাকা সব এম্বুলেন্স কি জীবিত মানুষ নিয়ে ফিরে?

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। এসব নিয়ে ৫ মিনিট ভাবলেই ঘুষ, দুর্নীতি, অন্যায় কমে যেত...

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

জুনায়েদ বি রাহমান বলেছেন: মৃত্যুর কথা যারা ভুলে যায় তারাই অনৈতিক কর্মকাণ্ডের মূলে...

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫

চানাচুর বলেছেন: আমার কাজিনটা এক্সিডেন্ট করে মারা যায়। মৃত্যুর আগে ওর খুব সুখের জীবন ছিল। কিন্তু তারপরেও ওর ফেইসবুক স্ট্যাটাসগুলো কেন জানি মৃত্যু কেন্দ্রিক ছিল। ওর প্রোফাইলে গেলে মন খারাপ হয়ে যায় :(

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাব্বিরের বাবা মার জন্য খুব খারাপ লাগে। মাঝে উনারা পেপারে একটা ছবি দেখেছিলেন আচেহ প্রদেশে উদ্ধার হওয়া বাংলাদেশিদের। একটা ছেলের ছবি দেখে তাকে সাব্বির বলে মনে করছিলেন তারা। পরে জানা গেছে অন্য একটা ছেলে যে কক্সবাজারের ছেলে।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

প্রথম বাংলা বলেছেন: কখনো কখনো ব্যক্তি মানুষের মন সাভাবিক জীবন থেকে আলাদা কিছু অনুভব করে, কিন্তু সেটা সমাজের কাছে প্রকাশ করা যায়না। কিছু সমাজের স্বার্থে কিছুটা নিজেকে আড়াল করতে মানুষ তা গোপন রাখে, রাখতে হয়।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০

প্রবাসী দেশী বলেছেন: প্রত্যেক প্রানীই মৃত্যুর স্বাদ গ্রহন করবে।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৯

নূর-ই-হাফসা বলেছেন: মৃত্যুর কথা ভাবতে গেলেই মাথা এলোমেলো হয়ে যায় । সব অর্থ হীন লাগে ।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

আবু তালেব শেখ বলেছেন: মৃত্যু সবথেকে আপন যে কখনো ওয়াদা বরখেলাপ করে না। সে আসবেই।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জন্ম হলে মৃত্যু হবেই। তবে যারা আগে থাকতেই প্রস্তুতি গ্রহণ করে তারাই বুদ্ধিমান।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

ওমেরা বলেছেন: মৃত্যু এক নির্মম সত্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.