| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডেলফ
আমি বোকা মানুষ মনের কোনে ক্ষীণ একটু আশা হয়ত একদিন আর বোকা থাকব না ।
ঘুম .........
আপনি যেমন আপনার ঘুমানোর ভঙ্গীও তেমন ![]()
আপনি কি চিত হয়ে ঘুমান নাকি উপুড় হয়ে, নাকি পাশ ফিরে ।
আপনার ঘুমের ধরণ দেখে বলে দেয়া যায় , মানুষটা আপনি কেমন ![]()
চলুন তবে জেনে নেয়া যাক .........
পাশ ফিরে হাত পা গুটিয়ে শোয়া (Fetal Sleeping Position)
এটা সবচেয়ে কমন ভঙ্গী । হাটু গুটিয়ে বুকের দিকে নিয়ে এসে এবং হাত দুটো মুখের কাছে এনে প্রার্থনার ভঙ্গী । এরা বাইরে খুব শক্ত ভাব দেখালেও , মনের দিক দিয়ে খুবই স্পর্শকাতর হয় । নতুন কারো সাথে মিশতে গেলে এদের মধ্যে শুরুতে কিছুটা লাজুক ভাব থাকলেও পরে খুব দ্রুতই ঠিক হয়ে যায় । ছেলেদের তুলনায় মেয়েদের মাঝেই এই ভঙ্গীটা বেশী দেখা যায় ।
পাশ ফিরে সোজা হয়ে শোয়া (Log Sleeping Position)
এরা দু’হাত শরীর বরাবর ফেলে পাশ ফিরে শোয় । এরা মানুষের সাথে খুব সহজেই মিশতে পারে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে পারে। কিন্তু এরা খুব সহজেই মানুষের দ্বারা প্রতারিত হয় ।
পাশ ফিরে হাত সামনে বাড়িয়ে শোয়া (Yearner Sleeping Position)
এরা দু’হাত সামনের দিকে ফেলে পাশ ফিরে শোয় । এরা বেশ খোলা মনের হয় আবার কোন কোন ক্ষেত্রে সন্দেহপ্রবনও হতে পারে । এরা কোন সিদ্ধান্ত নিতে সময় নেয় কিন্তু একবার নিয়ে ফেললে সেই সিদ্ধান্ত আর বদলায় না ।
চিত হয়ে শোয়া (Soldier Sleeping Position)
এরা চিত হয়ে হাত দুপাশে ফেলে ঘুমায় । এরা সাধারণত শান্ত এবং চাপা স্বভাবের হয়ে থাকে । কখনো কোন ঝামেলায় জড়ায়না । কিন্তু নিজের এবং অন্যের কাজের ব্যাপারে উচু মাপকাঠি ধরে রাখে সবসময় ।
উপুড় হয়ে শোয়া (Freefall Sleeping Position)
এরা হাত দু’টো বালিশের দু’পাশে ফেলে মাথা এক পাশে রেখে উপুড় হয়ে ঘুমায় । এরা সঙ্গপ্রিয় এবং বেপরোয়া মানুষ । স্নায়বিক চাপে থাকে এবং সমালোচনা সহ্য করে না ।
হাত পা ছড়িয়ে শোয়া (Starfish Sleeping Position)
এরা চিত হয়ে হাত পা চারদিকে ছড়িয়ে ঘুমায় । এরা বন্ধুবৎসল এবং অন্যের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় । এরা মনযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করে না ।
এবার বলেন, আপনি কিভাবে ঘুমান
[ তথ্যসূত্র - ইন্টারনেট ]
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪২
ডেলফ বলেছেন: মেজরিটিতে আছেন ![]()
২|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪১
জটিল বলেছেন: মাইয়াগো ঘুমানোর পজিশন নিয়া গবেষণা করতাচেন নাকি !
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৬
ডেলফ বলেছেন: ভুল ভাবনা ![]()
ছবির চেয়ে তথ্যের গুরুত্ব বেশী ![]()
৩|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৩
মধ্যরাত বলেছেন: এখানে সব মেয়েদের স্টাইল ছেলেদেরটা কোথায়? তাই এর কোন টায়ই আমি ঘুমাই না ।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৭
ডেলফ বলেছেন: ও আচ্ছাহ ![]()
৪|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৪
নজরুল ফরাজী বলেছেন: উপুড় হয়ে শোয়া (Freefall Sleeping Position)
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৯
ডেলফ বলেছেন: সাব্বাস ![]()
৫|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৯
ভাঙ্গন বলেছেন: আমি যখন ঘুমাই তার ভঙ্গিটা এরকম:
মনে হয় কোন ফাস্ট বোলার বল করছেন।
একপা ভেঙ্গে আরেক পা সোজা করে....
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৫
ডেলফ বলেছেন: মনে হয় , প্রথমটা ![]()
৬|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫১
রাজীব রহমান বলেছেন: ভাই আমি তো সব ভাবেই ঘুমাই, আমি কেমন হব তাইলে?
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৭
ডেলফ বলেছেন: মিক্সচার ![]()
৭|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫১
ফারুক৫৫ বলেছেন: ঘুমের আগের ভঙ্গি , নাকি ঘুমের মধ্যের ভঙ্গি? কোনটা জানতে চান? ঘুমের মধ্যের ভঙ্গি কেমনে বলব? তখনতো ঘুমায় থাকি।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৮
ডেলফ বলেছেন: ঘুমের শুরুরটা
৮|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৩
রাজীব রহমান বলেছেন: আচ্ছা যারা সাথে কোল বালিশ নিয়ে ঘুমাই তারা কেমন হয়?
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০০
ডেলফ বলেছেন: প্রথমটা ![]()
৯|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৩
কখগঘ বলেছেন: খাড়ায়া ঘুমানোর ১টা ফুটু থাকলে বালা লাগতো।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০২
ডেলফ বলেছেন: আপনি খাড়ায় ঘুমান নাকি
১০|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৮
রাজীব রহমান বলেছেন: কখগঘ @ ঘোড়ার ছবি দেখার কি আছে, সেই ছুডু বেলা থিকা দেখতাছি....
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০০
ডেলফ বলেছেন: কখগঘ এর ঘরে ঢুকা নিষেধ ![]()
১১|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০২
কালপুরুষ বলেছেন: আমি ঘুমানোর পর বুঝতে পারিনা আমি কোন পজিশনে শুয়ে আছি। আমার পাশে যে শোয় তাকে জিজ্ঞেস করতে হবে। তবে শোয়ার পজিশন শৈশব থেকে যৌবনে অতঃপর আরেকটু বেশী বয়সে অনেকবার বদল হয়েছে। কারণ যৌথ পরিবারে এক বিছানায় একা শোয়া ভাগ্যে জোটেনি তাই বিছানার অপর সঙ্গীর উপর নিজের শোবার পজিশনটা বার বার পরিবর্তিত হয়েছে। অনেকের নাক ডাকার অভ্যাস ছিল (ছোট চাচা), অনেকের গায়ের উপর পা তুলে দেবার অভ্যাস ছিল (চাচাতো ভাই), অনেকে মুখ হা করে ঘুমাতো (ছোট মামা), অনেকের মুখে দুর্গন্ধ ছিল (সেজো মামা), অনেকে ঘুমের মধ্যে কথা বলতো (আমার ভাগ্নে), অনেকে পা ছুঁড়তো (সেজো মামা), আরো অনেকের নানা রকম মুদ্রাদোষের কারণে নিজের পজিশন বদলাতে হতো। তবে সবাই যে নিয়মিত পরিবারের সদস্য ছিল তা নয়। মাঝে মধ্যে বেড়াতে এলে বিছানা শেয়ার করতে হতো। বিয়ের পর এককাতেই মনে হয় রাত পার হয়ে যায়। তবে প্রতি সপ্তাহে সাইড বদলাতে হয় কারণ একনাগাড়ে বেশীদিন একদিক ফিরে শুয়ে থাকলে ঘাড় ব্যথা করে। তাই নিজের আজ পর্যন্ত নিজের কোন স্থায়ী পজিশন ঠিক হয়নি। তাই চরিত্রগতভাবে আমি যথাসম্ভব আনপ্রেডিক্ট্যাবল।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৪
ডেলফ বলেছেন: হুমমম
১২|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৪
সায়েন্স জোন বলেছেন: ফারুক৫৫ বলেছেন: ঘুমের আগের ভঙ্গি , নাকি ঘুমের মধ্যের ভঙ্গি? কোনটা জানতে চান? ঘুমের মধ্যের ভঙ্গি কেমনে বলব? তখনতো ঘুমায় থাকি।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৬
ডেলফ বলেছেন: ঘুমের শুরুরটা
১৩|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৬
কখগঘ বলেছেন: চেষ্টা করছি... পারি নাই, তাই দেকবার চাইছিলাম।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:১২
ডেলফ বলেছেন: ও আচ্ছা, তা, চেষ্টা করছিলেন ক্যান ![]()
১৪|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৮
অদ্ভুতুড়ে বলেছেন: freefaller.... ![]()
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৩
ডেলফ বলেছেন: সাব্বাস ... ![]()
১৫|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৬
যীশূ বলেছেন: আমি সব ভাবেই ঘুমাই।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩২
ডেলফ বলেছেন: ককটেল ![]()
১৬|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৮
কখগঘ বলেছেন: এত কতা জিগান কিলা... আপনে তো বাই আমার ঘরের মধ্যে ডুকবার চাইতাছেন...... ![]()
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৪
ডেলফ বলেছেন: নাহ থাক .........
আপনি না চাইলে আর ঢুকুমনা ![]()
১৭|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৪
লুলুপাগলা বলেছেন: ৩নং মাইনাচটা আমি দিলাম কারণ, উপরের যে কোন একটার সাথে আমার ঘুমের মিল আছে (কোনটা বলব না) কিন্তু যে বর্ণনা দিলেন তার সাথে বিন্দুমাত্র মিলে না। যেহেতু এটা আপনার সংগৃহীত তাই বলতে হয়, "যে এই গবেষণা করিয়াছে সে গন্জিকা সেবন করিয়া এই গবেষণা করিয়াছে।"
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৭
ডেলফ বলেছেন: হইলেও হইতে পারে , গবেষক যে ১০০০ জনের উপরে গবেষনা করছিলো , তাদের মধ্যে আপনার মত কেউ ছিল না ।
১৮|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার এক ফ্রেন্ড আছে যে ঘুমাইলে সকালে তার পরনের লুঙ্গি খুজে পায় না। সে তো এক কাতেই রাত পার করে দেয়। তাহলে তার কি অবস্থা বলুন তো ?
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৯
ডেলফ বলেছেন: কুপোকাত অবস্থা ![]()
১৯|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৭
রিসাত বলেছেন: log
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৩
ডেলফ বলেছেন: Easy going , may be gullible ![]()
২০|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৭
বড় বিলাই বলেছেন: fetal
নামটাই সুন্দর। এর অর্থ মায়ের গর্ভের বাচ্চা।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৬
ডেলফ বলেছেন: তাই নাকি, ধন্যবাদ ![]()
২১|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৫
আকাশ_পাগলা বলেছেন: আমি কাত হয়ে মাথার উপর বালিশ রেখে ঘুমাই। বালিশ মাথার উপর থাকায় মানুষ যতই আলো জ্বালাক, শব্দ করুক আমার কোন সমস্যা হয় না। আবার, কাত হয়ে থাকায় নিশ্বাস নিতেও সমস্যা হয় না।
আমার কী হবে ??? আমি তাইলে কোন টাইপ ???
আমারে বাঁচান।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৯
ডেলফ বলেছেন: বালিশ is no matter ![]()
হাত পা কেমন অবস্থায় থাকে তাই বলেন ![]()
২২|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:০৭
তায়েফ আহমাদ বলেছেন: ২ আর ৩ নাম্বার বাদে আমি তো সব রকম ভাবেই ঘুমাই!
আমার কী হবে?!
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
ডেলফ বলেছেন: তেমন কিছুই হবে না ![]()
শুধু , মিক্সচারটা ভালোমত হবে না, এই যা ... :-<
২৩|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:১০
কীির্তমান বলেছেন: যদি মাছ = মৎস হয়
এবং
বাছা=বৎস হয়
তাহলে কি
গাছ=গৎস হবে?
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫২
ডেলফ বলেছেন: যদি মাছ = মৎস হয়
তাহলে বাছা=বৎস হবে ক্যান
বাছা=বৎসা হওয়ার কথা ...... ![]()
২৪|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:১১
চরণ দাস বলেছেন: সবরকমভাবেই!
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
ডেলফ বলেছেন: মর জ্বালা
২৫|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৪
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: আমি তো ভাই ১ নাম্বারে আছি। কিন্তু জানতে মন চায় বোকা মানুষেরা কীভাবে ঘুমায়?
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১২
ডেলফ বলেছেন: ভেরি গুড ![]()
বোকা মানুষেরা বোকাদের মতো করে ঘুমায়
২৬|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৫
'লেনিন' বলেছেন: যখন মুড যেমন থাকে। তবে কমন দুটো হলো ফ্রিফলার এবং ইয়ার্নার। আবার চিৎ হয়েও ঘুমাই অনেক সময়।
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
ডেলফ বলেছেন: বাহ ![]()
২৭|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৮
অন্যরকম বলেছেন: আপনে কোন ভাবে ঘুমান? আগে সেইটা বলেন!!!! ![]()
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
ডেলফ বলেছেন: আমি তারামাছ , আপনি
২৮|
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
অন্যরকম বলেছেন: আমি মনে হয় লগ!
মাঝে মইধ্যে ইয়ারনার, সোলজার! ![]()
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
ডেলফ বলেছেন: প্রতারিত হন নাকি মাঝে মধ্যে ![]()
২৯|
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
অন্যরকম বলেছেন: আরে ধুর! প্রতারিত হবার কথা আসছে কেন?
ঘুমের মইধ্যে নো প্রতারনা!!!!
তবে এমনিতে তো কত প্রতারনার স্বীকারইনা আমরা হই.... ![]()
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
ডেলফ বলেছেন: ঠিক
৩০|
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
অরণ্যচারী বলেছেন: freefaller
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
ডেলফ বলেছেন: সাব্বাস ![]()
আপনি সত্যিকারার্থেই অরণ্যচারী ![]()
৩১|
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
কঁাকন বলেছেন: Ami to sob vabei ghumai ![]()
kemne ki ![]()
shoyar somoy balishe maTha Diya ghumaI ghumer Theka uthe dekhi balish paye Ami pura 180 digree ghuira gesi ![]()
১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৪৭
ডেলফ বলেছেন: হুমমম ... ![]()
৩২|
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
চানাচুর বলেছেন: আমি কান ঢেকে ঘুমাই।![]()
১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৪৯
ডেলফ বলেছেন: চানাচুরের কান খাইতে কি বেশী মজা
৩৩|
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২১
অন্যরকম বলেছেন: @চানাচুর, কানে কি তেলাপোকা ঢুকে??? ![]()
১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৫৩
ডেলফ বলেছেন: চানাচুরের কান খাইতে মন চায় ![]()
৩৪|
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
রাতমজুর বলেছেন:
তা কৈবার পারি না, তয় সকালে উইঠ্যা রেগুলার দেখি মাথা অইন্য দিকে, বালিশগুলা কোনডা পায়ের তলে, কোনডা ঘরের কোনায়, বিছনার অবস্থা দেইখা মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হৈ গেছে ![]()
১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৫১
ডেলফ বলেছেন: মাশাল্লাহ, কঠিন ঘুম ঘুমান আপনি /![]()
৩৫|
১৭ ই জুন, ২০০৯ রাত ৮:২৫
অলস ছেলে বলেছেন: মাইনাচ, সব মাইয়াগো ছবি কেলা?
১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৫৭
ডেলফ বলেছেন: নেট এ সার্চ মারলে খালি মাইয়াগোর গুলাই আসে, পোলাগোর ছবি তো পাই না ![]()
৩৬|
১৭ ই জুন, ২০০৯ রাত ৯:৪৩
জেরী বলেছেন: ঘুমানোর সময় এত খেয়াল থাকে নাকি ভাই??
১৮ ই জুন, ২০০৯ রাত ২:৩৬
ডেলফ বলেছেন: তাই তো ![]()
৩৭|
১৮ ই জুন, ২০০৯ রাত ২:৩৭
আশরাফ মাহমুদ বলেছেন: আমি সবভাবেই ঘুমাই। ![]()
১৮ ই জুন, ২০০৯ রাত ২:৪৬
ডেলফ বলেছেন: মর জ্বালা ![]()
৩৮|
০১ লা জুলাই, ২০০৯ রাত ১:১০
সৌম্য বলেছেন: আমি ঘুরন্ত ভাবে ঘুমাই। ঘুমানোর সময় মাথা উপরে পা নিচে থাকে, রাত বাড়ার সাথে সাথে ঘড়ির কাটার উলটা দিকে ঘুরতে থাকি। সকালে আবার ঠিক পজিশনে।
০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:২৪
ডেলফ বলেছেন: ঘুমের শুরুরটা কেমন থাকে ![]()
৩৯|
০২ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৩৪
তামিম ইরফান বলেছেন: আমি গাছের ডালে ঝুইলা ঝুইলা ঘুমাই।আমি তাইলে কেমন মানুষ???
০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১০:০০
ডেলফ বলেছেন: মনে হয়, বন-মানুষ ![]()
৪০|
০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১০:০৮
চানাচুর বলেছেন: আমার কান বাতাস ঢুকলে ব্যথা করে তাই কান ঢেকে ঘুমাই @ অন্জু ভাইয়া
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:১৭
ডেলফ বলেছেন: কানে তুলা গুইজ্যা ঘুমাইলেও তো হয় ...... ![]()
৪১|
০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৩১
পারভেজ বলেছেন: চিত হয়ে শোয়া (Soldier Sleeping Position)
অন্তত শুরুটা।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:১৮
ডেলফ বলেছেন: চমৎকার ![]()
৪২|
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০০
জেবুন বলেছেন: নব সদস্য তাই পুরুনো পোষ্ট গুলো পড়ে আইডিয়া নিচ্ছিলাম .........।পড়তে পড়তে এই পোষ্টটা বেশ ইন্টারেষ্টিং লাগল।
রাতমজুর মহাশয়ের কমেন্ট ও লেখকের জবাব পড়ে অট্টহাসি হাসলাম। এত জোড়ে হাসছিলাম ,পাশের রুম থেকে সবাই ছুটে এল।
রাতমজুর বলেছেন:
তা কৈবার পারি না, তয় সকালে উইঠ্যা রেগুলার দেখি মাথা অইন্য দিকে, বালিশগুলা কোনডা পায়ের তলে, কোনডা ঘরের কোনায়, বিছনার অবস্থা দেইখা মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হৈ গেছে .
আইডিয়াটার জন্য লেখককে অনেক অনেক স্মাইল উপহার............।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:২৩
ডেলফ বলেছেন: ধন্যবাদ ...
এত উপহার ধরে রাখার সামর্থ নাই
তাই আপনার স্মাইল গুলা থেকে কয়েকটা রিগিফট
...
৪৩|
০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৬
ফারা তন্বী বলেছেন: আমি প্রথম টা।কি মজা।![]()
রাতমজুর কি কয় এইডা?এখনো মুনে হয় জেডা শহীদ হন নাই![]()
![]()
![]()
০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪০
ডেলফ বলেছেন: তাই নাকি ![]()
৪৪|
০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪১
দূর্ভাষী বলেছেন: Free fall Sleeping Position
০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪২
ডেলফ বলেছেন: সাব্বাশ ![]()
৪৫|
০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৮
উদাসী স্বপ্ন বলেছেন: সমস্যা হইলো আমি সব পজিশনেই ঘুমাই। আরো যেই পজিশনে ঘুমাইতে পারি সেইটা হইলো বাসের মধ্যে চিপাচাপির মধ্যেও আমি খাড়াইয়া ঘুমাইতে পারি!
সীটে বইসা বা হেলান ছাড়া বইসাও ঘুমাইতে পারি।
খালি একখান পজিশনে ঘুমাইতে পারি না সেইটা হইলো চাইয়া চাইয়া ঘুমানো। মেলা চেস্টা করতাছি এই পজিশনে ঘুমানোর জন্য কিন্তু ঘুম আইলেই আর চাইয়া থাকবার পারি না। আরেকখান সমস্যার লিগা আমি ঘুমাইতে পারি না সেইটা হইলো মশায় কামড়াইলে!
এখন আপনের দেয়া সব পজিশন আর আমার ইউনিক পজিশনে ঘুমাইলে আমার পার্সোনালিটি কি হইবো সেইটা জানবার চাই!
০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৬
ডেলফ বলেছেন: সুপার মিক্সচার টাইপ ![]()
আপনাদের মত স্যাম্পল কালেক্ট করে আবার নতুন করে গবেষনা চালাইতে হবে
৪৬|
০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৮
শাওন৩৫০৪ বলেছেন: আমি তো চোক্ষু বন্ধ কইরা ঘুমাই...পজিশন ক্যাম্নে দেখুম??
০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০২
ডেলফ বলেছেন:
রুমের ছাদের কোনায় সি সি ক্যাম অথবা ওয়েব ক্যাম বসায় রাখবেন একটা ![]()
৪৭|
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০২
গরম কফি বলেছেন: আমি দাড়িয়ে ঘুমাই।
৪৮|
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৬
প্রতীক্ষা বলেছেন: ইশ! মজার পোস্ট তো!
ফেটাল এন্ড ফ্রিফল স্লিপিং!
৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০০
ডেলফ বলেছেন: সাব্বাশ ![]()
৪৯|
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৫
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমি ১ম উপায়ে ঘুমাই। :#> :#> :#>
৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০১
ডেলফ বলেছেন: মেজরিটিতে আছেন ![]()
৫০|
০৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৬
মেঘবন্ধু বলেছেন: যে হালারা মাইনাস দিসে ঐগুলা মনে হয় ঘুমায়না। সারা রাইত চুরি করে।
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১০:৫০
ডেলফ বলেছেন: মনে হয়, ছবি পছন্দ হয় নাই তাদের ![]()
৫১|
২১ শে জুন, ২০১০ রাত ১১:২৫
নিম্ফ বলেছেন: দারুন তো !
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১০:৫২
ডেলফ বলেছেন: ধন্যবাদ ![]()
৫২|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১০:৫৬
অয়োময় বলেছেন: চমৎকার বিষয়!
২৩ শে জুলাই, ২০১০ রাত ৩:৩৮
ডেলফ বলেছেন: ধন্যবাদ আপনাকে ![]()
৫৩|
১৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:০০
রন্টি চৌধুরী বলেছেন: বিপদে পড়ে গেলাম তো। আমি প্রায় সব ভাবেই ঘুমাই ![]()
২৩ শে জুলাই, ২০১০ রাত ৩:৪২
ডেলফ বলেছেন: আমিও তো বিপদে পড়ে গেলাম ![]()
৫৪|
২৩ শে জুলাই, ২০১০ ভোর ৪:০৪
~অন্ধ~ বলেছেন: কেমনে ঘুমায় জানিনা তয় এতটুকু জানি আমার পাশে পারত পক্ষে কেউ ঘুমাইতে চাইনা কারণ আমি পাশে কারুরে পাইলেই হের গায়ে পা তুইল্যা দেয়।আর একখান তথ্যা ঘুম থেকে উঠলে লুঙ্গি খুজে পাইনাই কোনদিন।এই জ্বালায় লুঙ্গি পরাই ছাইড়া দিছি![]()
২৩ শে জুলাই, ২০১০ ভোর ৪:০৭
ডেলফ বলেছেন: হাহ হাহ হা হা হা ... ![]()
৫৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৯
তাসফিয়া বলেছেন: মজার পোস্ট তো !!
আমার Position মনে হয় ২ টা ... Fetal Sleeping & Freefall Sleeping
কিন্তু বর্ণনার সাথে তো পুরোপুরি মিলল না ...
১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:১৭
ডেলফ বলেছেন: কি করা যায় তাহলে
![]()
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৯
মহলদার বলেছেন: আমি প্রথম ভঙ্গিতে
।