নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধমনীর মাধ্যমে হৃৎপিন্ড থেকে বিশুদ্ধ ( অক্সিজেনসমৃদ্ধ) রক্ত সারা দেহে প্রবাহিত হয়।

ধমনী

ধমনী › বিস্তারিত পোস্টঃ

আপনি কি গ্যাসের খনি?

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪


ভাই, আমার গ্যাসের সমস্যা আছে। তাই এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না। তবে নিশ্চিন্তে এন্টাসিড, নিওটেক, রেনিটিড খেতে পারবো। - এমন অবস্থা আছে অনেকেরই। বিশেষ করে যারা শহরে বাস করেন, যান্ত্রিক/ বিরক্তিপূর্ণ জীবন যাপন করেন তাদের এ সমস্যা থাকতেই হবে যেন। চলুন কিছু সহজ নিয়ম মেনে চলি এবং গ্যাসের খনি হওয়ার কৃতিত্ব(!) থেকে অবসর নিই।
১. সকালে খালি পেটে ২ গ্লাস পানি পান করুন।
২. খাবারের মাঝখানে বেশি বেশি পানি পান করবেন না। সেক্ষেত্রে গলা শুকিয়ে আসার সমস্যা হলে খাবার শুরুর আগে আধা গ্লাস পানি পান করে নিতে পারেন।
৩. খাবার খাওয়া শেষ করার কমপক্ষে ১৫ মিনিট পর পর্যাপ্ত পানি পান করুন।
৪. খাবার খাওয়ার সময় প্রয়োজন ছাড়া কোন কথা বলা থেকে বিরত থাকুন। নিরবে মনোযোগের সাথে ভালোভাবে চিবিয়ে খাবার খাবেন।
৫. তেল-চর্বি জাতীয় খাবার খাওয়ার পর লেবুর খোসার কিছু অংশ চিবিয়ে খান। হজমে কাজে লাগবে।
৬. কোল্ড ড্রিংকস, দুধ চা বর্জন করুন।
৭. যদি গ্যাসের যন্ত্রণা হয় তাহলে তাৎক্ষণিক চিকিৎসা আপনার রান্নাঘর থেকেই করতে পারেন। এক টুকরা গোল আলু চিবিয়ে রসটুকু খেয়ে বাকী অংশটুকু ফেলে দিন। অল্প সময়েই উপশম হবে আশা করি।
৮. তিন বেলা খাবার নির্ধারিত সময়ে খাওয়ার চেষ্টা করুন।

সবার জন্য শুভ কামনা।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১

রোদেলা বলেছেন: আমি আয়ূর্বেদি খেয়ে তাড়িয়ে দিয়েছি।

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১

ধমনী বলেছেন: ভালো। বিদায় হলেই হলো!!

২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

শামিম অমি বলেছেন: বেশ

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

ধমনী বলেছেন: কাজে লাগলে বেশ। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.