নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধমনীর মাধ্যমে হৃৎপিন্ড থেকে বিশুদ্ধ ( অক্সিজেনসমৃদ্ধ) রক্ত সারা দেহে প্রবাহিত হয়।

ধমনী

ধমনী › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো কিছু ছবি

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

প্রথম ছবি ব্লগের ছবিগুলো পরিকল্পিতভাবে তোলা ছিল। এবারের ছবিগুলো অপরিকল্পিতভাবে বিভিন্ন সময়ের তোলা। বিভিন্ন এলাকার। বলে রাখছি- প্রচলিত অর্থে আমি ফটোগ্রাফার নই এবং এ ছবিগুলো সাধারণ সেলফোনের ক্যামেরায় তোলা। তাই খুব ভালো না হওয়াই স্বাভাবিক।


১. ঐ আমাদের জাতীয় পতাকা (বান্দরবান জেলা পরিষদ ভবন)


২. জায়গাটা বেশ সুন্দর (একই স্থানের ছবি)


৩. আকাশের ক্যানভাসে সবুজের সমারোহ ( সিলেট মালনি ছড়া চা বাগানে পাহাড়ের উপরে)


৪. প্রতিদিনের সূর্যাস্তের দর্শক বৃক্ষ ( চট্টগ্রাম পার্কি সৈকতের সূর্যাস্ত)


৫. জালেই যাদের জীবিকা (পদ্মার জেলে- রাজবাড়ী)


৬. সব ভেসে গেলো!! ( ফেরির পেছনে বাঁধা স্পিড বোটের সারি- মাওয়া)


৭. জলের জালে ঘেরা নৌকা ( পদ্মা- মাওয়া)


৮. অগ্নি নির্বাপকটা ঠিক আছে তো! ( এটা দেয়ালে অংকিত ছবি- শিল্পকলা একাডেমীর চিত্রশালায়)


৯. পরম শান্তির ঘুম..( মহাখালি ফ্লাইওভারের ডিভাইডার ওয়ালের উপর !!)

মন্তব্য ৪৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: মোবাইলে হলেও ভাল হয়েছে ছবিগুলো

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

ধমনী বলেছেন: ১ম মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রুহী আপা।

২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

ধমনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই। আপনার ছড়া পোস্ট পড়ে ইদানিং ছড়া লিখতে ইচ্ছে করছে।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: ছবি তুলতে ডিভাইস না ছবি তোলার দক্ষতা থাকা লাগে - আপনার পোষ্ট দেখে সেরকমটাই মনে হল। অস্থির ছবি তুলেছেন।

+++

অগ্নি নির্বাপকের পাশের দেয়ালের অঙ্কিত ছবিটা বেশি ভাল ছিল।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০১

ধমনী বলেছেন: শিল্পকলা একাডেমির ছবিটা আসলেই অস্থির...। বিভ্রান্ত হবার যথেষ্ট সুযোগ আছে।
ধন্যবাদ রক্তিম দিগন্ত।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩

রক্তিম দিগন্ত বলেছেন: আমি প্রথমে ভেবেছিলাম, আপনি দাঁড়িয়ে পোজ দিয়েছেন। কেউ ছবিটা তুলে দিয়েছে, পরে সেটার আর্টিস্টিক মাত্রা দিয়েছেন। নিচে ছবির বিবরণে পুরোই থ লেগে গেছি।

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার ছবি , মোবাইল ফোনে ছবি তোলা হলেও !!!
সবগুলো ছবিই আকর্ষনীয় !!! অনেক ধন্যবাদ !!

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২২

ধমনী বলেছেন: অনেক ধন্যবাদ আপু পোস্ট ভ্রমণের জন্য।

৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অান্নের ডিএসএলঅার নাই? মোবাইলে তোলা হলেও ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ।

১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৪

ধমনী বলেছেন: এখনো নাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ সাধু ভাই।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১০

নাবিক সিনবাদ বলেছেন: সুন্দর

১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫

ধমনী বলেছেন: ধন্যবাদ নাবিক ভাই।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

সুমন কর বলেছেন: সুন্দর !! +

১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫

ধমনী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: সাধারণ সেলফোনে তোলা ছবি হলেও ছবিগুলো খুব দক্ষতার পরিচয় বহন করছে । দারুণ ।

১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৬

ধমনী বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৪

রুদ্র জাহেদ বলেছেন: বলেছেন ছবিগুলো সাধারন সেলফোন ক্যামেরায় তোলা।কিন্তু মোটেও সেরকম মনে হয় না। খুব ভালো লাগল ছবি ব্লগ+++

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪০

ধমনী বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ৫ নম্বর ছবিখানায়
হলুম দারুন অবাক;
কপ্টারে না ছাদে ছিলে
মোবাইল নাকি কোডাক?? :)

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

ধমনী বলেছেন: ফেরির ওপর থেকে তোলা। সাধারণ সিম্ফনি সেটের ক্যামেরা। আপনার জন্য রেফারেন্স ছবিটা দিচ্ছি-

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

ধমনী বলেছেন: আপনার ছড়া কমেন্ট বেশ সুন্দর।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

আবু শাকিল বলেছেন: দারুন সব ছবি ।
ভাল লাগল :)

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

ধমনী বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই।

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এলোমেলো ছবি সুন্দর হইছে !!!

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

ধমনী বলেছেন: আপনাকে ধন্যবাদ উৎসাহিত করার জন্য।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

ছাসা ডোনার বলেছেন: যাই বলেন না কেন ছবিগুলি কিন্তু অদ্ভুদ হয়েছে!!!

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

ধমনী বলেছেন: অদ্ভুত!! তাই?
ধন্যবাদ ডোনার।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ছবিগুলো সুন্দর। শেষের ছবিটা জীবনের আরেক কঠিন রুপ।

ভালোলাগা রইলো। :)

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

ধমনী বলেছেন: আসলেই শেষের ছবিটা করুণ। ভাবতে পারেন মাত্র ৮ ইঞ্চি প্রস্থের জায়গায় কী আত্মবিশ্বাসের সাথে ঘুমোচ্ছে। মাথার উপরে ছাদ, নিচে বালিশ-বিছানা কোনটাই নেই।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

আমি তুমি আমরা বলেছেন: দারুন সব ছবি ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

ধমনী বলেছেন: ধন্যবাদ আমরা ভাই। আমরা দুজনই শিশু... :D

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

আহমেদ জী এস বলেছেন: ধমনী ,




কেন বলছেন ভালো না হওয়াই স্বাভাবিক ? সুন্দর হয়েছে ।
৩, ৪ আর ৫ নং তো অদ্ভুত সুন্দর ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

ধমনী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত। ধন্যবাদ।

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

মায়াবী রূপকথা বলেছেন: একেকটা ছবি একেক রকম। সুন্দর আবার মন খারাপের। ভাললাগা রইলো ভাইয়া :)

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

ধমনী বলেছেন: আপনার নিকটা দারুণ। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

অগ্নি সারথি বলেছেন: সুন্দর ছবি।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

ধমনী বলেছেন: ধন্যবাদ সারথি ভাই

২০| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

মানবী বলেছেন: সুন্দর ছবি!

৩ আর ৪ নং দুটো খুব ভালো হয়েছে। ৮ নং দেখে ভালো লাগলো আমাদের শিল্পকলায় এমন চমৎকার দেয়াল অংকন আছে জেনে।

পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

ধমনী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার ছবি

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

ধমনী বলেছেন: ধন্যবাদ কবির ভাই।

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: প্রচলিত অর্থে আমি ফটোগ্রাফার নই এবং এ ছবিগুলো সাধারণ সেলফোনের ক্যামেরায় তোলা। তাই খুব ভালো না হওয়াই স্বাভাবিক -- তবু খুব ভালো হয়েছে। "লাইক" করেছি।
৩ নম্বরের ছবিটা (একলা গাছ) খুব ভালো লেগেছে, আর একেবারে শেষেরটাও (শান্তির ঘুম)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.