| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
কান নিয়েছে চিলে শুনে চিলের পিছনে দৌড়ানোটা নির্বোধের কাজ হিসেবেই আমরা ভাবি। কিন্তু যারা 'চিলে কান নিয়েই গেছে' এটা বলে বেড়ান তারা কোন শ্রেণীর নির্বোধ সেটা বিবেচ্য বিষয়। আমরা সাধারণ মানুষ। কোন কিছু শুনলেই সহজে বিশ্বাস করি। আর যদি সেটা আমার যুক্তিহীন সংকীর্ণতার দৃষ্টিভঙ্গির সাথে মিলে যায় তাহলে তো কথাই নেই। কয়েকদিন আগে মাশরাফিকে নিয়ে হয়ে গেল তোলপাড়। তিনি সুরঞ্জিত সাহেবকে প্রতিউত্তর করেছেন... ইত্যাদি ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সেন্সরবিহীন তথ্য আদান প্রদানের কারণে ভূয়া তথ্য তৈরী করা এবং প্রচার করার যথেচ্ছা সুযোগ রয়েছে। কোথায় একটা ছবি, ভিডিও তথ্যসূত্রহীন কিংবা দূর্বল তথ্যসূত্র সম্বলিত সংবাদ এসেছে ব্যস, উঠেপড়ে লেগে গেলাম সেটা প্রচার করতে। এটাকে কেউ ঈমানী দায়িত্ব, কেউ সামাজিক দায়িত্ব কেউবা মানবিক দায়িত্ব হিসেবে মনে করে প্রচারে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু একটু খেয়াল করুন। পবিত্র কুরআনে সুরা হুজুরাতের ৬ নং আয়াতে বলা আছে- হে বিশ্বাসীগন, যদি কোন দুরাচারী ব্যক্তি কোন খবর নিয়ে আসে তাহলে তা যাচাই করে দেখো। যাতে এমন না হয় যে ( সে খবরের উপর ভিত্তি করে) তোমরা কোন জনগোষ্ঠির ক্ষতিসাধন করলে। আর পরবর্তীতে এ জন্য পরে তোমরাই অনুতপ্ত হলে। 
 
আপনি কাকে কতটুকু বিশ্বাস করবেন, সেটি নিজেকেই নির্ধারণ করতে হবে। সামাজিক মাধ্যম কিংবা টিভি চ্যানেল এবং সংবাদপত্র যা-ই হোক, প্রত্যেকের সংবাদের সত্যতার শতাংশ আছে। অর্থাৎ কেউ পুরোপুরি সত্য দাবি করলেই সত্য হয়ে যায় না। কিন্তু আমাদের পক্ষে সত্যিকারের সত্যি'টি বের করে আনা খুব কঠিন। যেমন আপনার পছন্দের মিডিয়া ওপরের ছবির ডান পাশের অংশটি দেখাচ্ছে নাকি বাম পাশের অংশটি দেখাচ্ছে সেটি জানা দুস্কর। সেজন্য যে কোন পত্রিকা, চ্যানেল, অনলাইন নিউজের সত্যতার পার্সেন্টেজ গড়ে কত সেটা যথাসম্ভব যাচাই করে নেয়া দরকার। 
 
উপরের ছবিটি মিডিয়া বা সংবাদ মাধ্যমের পক্ষপাতদুষ্টতার উৎকৃষ্ট নমুনা। 'মার খায় যে, দোষীও হয় সে'- অবস্থাটা এমন দাড়িয়েছে। তাই অনলাইনে একটি ছবি কিংবা প্রযুক্তির উৎকর্ষতার যুগে এখন ভিডিও দেখেও কোন কিছু বিশ্বাস করার আগে একটু বিশ্লেষণ করে নিতে হবে। যাচাই বাছাই করার দায়িত্ব আপনার বিবেকের। কে সত্য বলছে সেটা যাচাই করার ক্ষেত্রে হযরত লোকমানের একটি অসাধারণ উক্তি আছে। তিনি বলেছেন- যদি কোন লোক তার একটি চোখ হাতে নিয়ে এসে অভিযোগ করে যে অমুক ব্যক্তি আমার চোখ তুলে নিয়েছে, তবুও অভিযুক্ত ব্যক্তির কথা না শুনে তুমি তার কথার উপরে সিদ্ধান্ত নিয়োনা। সুতরাং যারা ফেসবুক বা ব্লগে লেখালেখি করেন, কমেন্ট করেন, তাদের আরো সচেতন হওয়া উচিত। যেকোন সংবাদ দেয়ার আগে বা ব্লগ লেখার আগে নিজস্ব বিচারবুদ্ধি প্রয়োগ করে এর সত্যতা যাচাই করে নেয়া দরকার। আর যদি তা না করে খবর পেলাম তাই ছড়িয়ে দিলাম- এ টাইপের হয় আপনার স্বভাব তাহলে শেষের হাদীসটি আপনার জন্য। রাসুল সা. বলেছেন- কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে যা শোনে তাই (যাচাই বাছাই না করে) বলে বেড়ায়।  
 
১৭ ই নভেম্বর, ২০১৫  সকাল ১১:৩০
ধমনী বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।
২| 
১৭ ই নভেম্বর, ২০১৫  সকাল ৭:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাসুল সা. বলেছেন- কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে যা শোনে তাই (যাচাই বাছাই না করে) বলে বেড়ায়। 
কি সাংঘাতিক !!!
আমরা সবাই জাতিগতভাবে তবে এতদিন কি করে বেড়াচ্ছি???
আপনার দেয়া ছবি,ক্বোর'আন এবং হাদীছের উদ্বৃতি;সবি সুগভীর ঈঙ্গিতপূর্ণ।বুঝার এবং ভাবনার খোরাক আছে অনেক।
চমৎকার সাবলীল চক্ষু উন্মোচনকারী পোষ্ট।
ভীষন ভীষন ভালো লাগলো।অনেকদিন পর একটি মনের মতোন পোষ্ট পড়লুম।
অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা।
প্রিয়তে,,,
 
১৭ ই নভেম্বর, ২০১৫  সকাল ১১:৩২
ধমনী বলেছেন: পোস্টটি প্রিয় হওয়ার মত কিনা জানিনা। তবে মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| 
১৭ ই নভেম্বর, ২০১৫  সকাল ৯:৩৪
সুমন কর বলেছেন: যারা ফেসবুক বা ব্লগে লেখালেখি করেন, কমেন্ট করেন, তাদের আরো সচেতন হওয়া উচিত। যেকোন সংবাদ দেয়ার আগে বা ব্লগ লেখার আগে নিজস্ব বিচারবুদ্ধি প্রয়োগ করে এর সত্যতা যাচাই করে নেয়া দরকার।  
অল্প কথায় ভালো বলেছেন। +।
 
১৭ ই নভেম্বর, ২০১৫  সকাল ১১:৩৩
ধমনী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। আপনার নিয়মিত উৎসাহে লেখার চেষ্টা চালাচ্ছি মাত্র।
৪| 
১৭ ই নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৬
আহমেদ জী এস বলেছেন: ধমনী   ,
যুক্তিহীন সংকীর্ণতার দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে জ্ঞানীর সুক্ষদৃষ্টি আমাদের নাগালের বাইরে । পরিবেশ তো আমাদের জ্ঞানী হতে শেখায়-ই না , নিজেরাও যে হয়ে উঠবো তেমন কোনও ইচ্ছেশক্তিও আমাদের নেই । স্বার্থ এবং শুধু স্বার্থ সংকীর্ণতার কারনেই 'চিলে কান নিয়েই গেছে' বলতেই হয় আমাদের । 
মানুষের মতো হিপোক্রাট আর নিকৃষ্ট প্রানী আর দ্বিতীয়টি নেই ।
 
১৭ ই নভেম্বর, ২০১৫  সকাল ১১:৩৫
ধমনী বলেছেন: আপনার কমেন্টের সাথে সহমর্মী কিন্তু এতটা আশাহত নই আমি। মানুষ ই শ্রেষ্ঠ আবার মানুষই নিকৃষ্ট। যেমন- নিজেকে বা আপনাকে হিপোক্র্যাট ভাবতে চাইনা আমি।
৫| 
১৭ ই নভেম্বর, ২০১৫  দুপুর ২:০৬
শতদ্রু একটি নদী... বলেছেন: চেতনার প্রবাহ মুহুরতের সিদ্ধান্তে চালিত না হয়ে সবদিক বিবেচনায় চালিত হওয়াই মঙ্গলজনক। আমাদের অতি সংবেদনশীল চেতনা আজকাল অতি অল্পতেই লাফঝাপ দেয়, নিজের বিচারবুদ্ধি কাজে লাগায় না। আগে থেকে মনে গেথে বসা ধারনার উপরই প্রতিক্রিয়া দেখায়।
পোস্টে ভালোলাগা রইলো। ![]()
 
১৭ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩১
ধমনী বলেছেন: দারুণ মন্তব্য। ধন্যবাদ।
৬| 
১৭ ই নভেম্বর, ২০১৫  দুপুর ২:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
পরিস্থিতি আরও বেশি নাজুক।  প্রিন্ট মাধ্যমে যারা সংবাদ পরিবেশন করছে, লাইসেন্স বাতিলের ভয়ে তারা কিছুতা দায়বদ্ধতা দেখাচ্ছে সমাজ ও রাষ্ট্রের প্রতি।  কিন্তু অনলাইন মাধ্যমে যে কেউ সংবাদ পরিবেশক হয়ে যাচ্ছে, যেকোন ভাবে।  তাদের স্বচ্ছতা বা দায়বদ্ধতা কিছুই নেই।  না রাষ্ট্রের প্রতি, না সমাজের প্রতি।
এসব সংবাদ দেদারছে শেয়ার হচ্ছে ব্লগ ও ফেইসবুকের মাধ্যমে।  পাঠকের নিজের ভালো লাগলেই হলো, তিনি আর এর সত্যতা যাচাই করেন না।  অতএব সকলেই সংবাদ পরিবেশক।
সময়োপযোগী পোস্টটির জন্য ধন্যবাদ আপনাকে।
 
১৭ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৩
ধমনী বলেছেন: আপনার গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য ধন্যবাদ।
৭| 
১৭ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৩:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: খুব ভাল একটি বিষয় নিয়ে লিখেছেন।
কেউ কেউ সত্য মিথ্যা যাই হোক, শেয়ার করার জন্য পাগল হয়ে থাকে।
 
১৭ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৫
ধমনী বলেছেন: কেউ কেউ সত্য মিথ্যা যাই হোক, শেয়ার করার জন্য পাগল হয়ে থাকে।
- খাসা কথা বলেছেন।
৮| 
১৭ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৩৯
গেম চেঞ্জার বলেছেন: খুবই খুবই খুবই গুরুত্বপূর্ণ পোস্ট! ++++++++++++++++++++++++
 
১৭ ই নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৬
ধমনী বলেছেন: এত্ত পিলাচ রাখবো কনে?
ধন্যবাদ গেমচেঞ্জার ভাই।
৯| 
১৮ ই নভেম্বর, ২০১৫  রাত ১২:২৫
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আজ ফেসবুক/ব্লগ ব্যবহার কারিরা নিজেরাই স্বতন্ত্র একটি সংবাদ মাধ্যম, কথার সত্যতা যাচাই না করেই বড় আন্দের সাথে তা প্রচার করে । কতেকে খবর মিথ্যা জানা সত্যেও স্বতঃস্ফুর্তভাবে প্রচার করছে । লোক মুখে পেমাচ (ফেমাছ) হওয়ার আশায় ।
 
১৮ ই নভেম্বর, ২০১৫  সকাল ১০:১১
ধমনী বলেছেন: আসলেই পেমাছ হওয়ার হওয়ার জন্যই অনেকে এটা করে।
১০| 
১৮ ই নভেম্বর, ২০১৫  রাত ১২:৩৩
কিরমানী লিটন বলেছেন: সুমন কর বলেছেন: যারা ফেসবুক বা ব্লগে লেখালেখি করেন, কমেন্ট করেন, তাদের আরো সচেতন হওয়া উচিত। যেকোন সংবাদ দেয়ার আগে বা ব্লগ লেখার আগে নিজস্ব বিচারবুদ্ধি প্রয়োগ করে এর সত্যতা যাচাই করে নেয়া দরকার। 
অল্প কথায় ভালো বলেছেন। +। 
আমার পক্ষ থেকে++ 
সাথে শুভকামনা...
 
১৮ ই নভেম্বর, ২০১৫  সকাল ১০:১২
ধমনী বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
১১| 
১৮ ই নভেম্বর, ২০১৫  ভোর ৬:৪৯
EKRAMUL বলেছেন: এইরকম কছু আশা করছিলাম „ভাল লাগল " আর ছবি গুলা দেওয়াতে বুঝতে আরও সহজ হল ভাই, 
ধ্যনবাদ
 
১৮ ই নভেম্বর, ২০১৫  সকাল ১০:১০
ধমনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১২| 
১৮ ই নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৮
এহসান সাবির বলেছেন: ভালো শেয়ার।
ধন্যবাদ।
 
২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১০:৪৫
ধমনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৩| 
১৯ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:১৩
তামান্না তাবাসসুম বলেছেন: গুরুত্ববহ লেখা।ধন্যবাদ।  ![]()
 
২০ শে নভেম্বর, ২০১৫  রাত ১০:৪৬
ধমনী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
১৪| 
২১ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:৩০
আরজু পনি  বলেছেন: 
পড়ার আগেই লাইক বাটন চাপতে চেয়েছিলাম, পরে ভাবলাম আগে পড়ে নেই...
আপনার নিজের চোখে দেখা একই ঘটনার ব্যাখ্যা হতে পারে একেকরকম যার অনেক পেছনে যেতে হয় অনেক সময়...
লেখা পড়ে ভালো লাগলো ।
 
২১ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:২১
ধমনী বলেছেন: পড়ার আগেই কেন?
আপনি সুস্থ হয়েছেন তো?
১৫| 
২১ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৩০
সাহসী সন্তান বলেছেন: চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ন পোস্ট! অনেক কিছুই জানতে পারলাম......!! 
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
 
২১ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:০১
ধমনী বলেছেন: ধন্যবাদ সাহসী সন্তান। আপনার মতো গবেষণালব্ধ পোস্ট লিখতে ইচ্ছে হয়। কিন্তু ধৈর্য্য হয় না।
১৬| 
২১ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৫৪
আরজু পনি  বলেছেন: 
একাধিক ডাক্তার দেখিয়ে ...ক্রস চেক দিয়ে দেখছি  
 
ব্লগে আমার উপস্থিতি ধরণ দেখলেই বুঝবেন আমার সুস্থতার ধরণ...বেশি অসুস্থ থাকলে ব্লগে নিয়মিত থাকতে পারি না ।  
 
তবে আজ সকালে অনুভব করলাম সত্যিই আমি আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি...যদিও ওষুধ চলছে পুরোদমে ।
 
২১ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৩:০৪
ধমনী বলেছেন: কী সময় যাচ্ছে! এখন ডাক্তারদের মতামতের চেক ক্রসচেক করতে হয়। আপনার নিরন্তর সুস্থতা কামনা করছি।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৫  রাত ৩:৫৯
রুদ্র জাহেদ বলেছেন: আমরা সাধারন পাবলিকরা বোধহয় এখনো মস্তিষ্ক প্রয়োগ না করে গুজবের পেছনেই ছুটাছুটি করি।ভালো লাগল আপনার লেখা।
আমাদের আরো সচেতন হওয়া উচিত এবং চোখ-কান খোলা রাখা উচিত...