![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন ব্লগের সাথে আমার পরিচয় ২০০৮ সালে। তখন মোবাইল ফোনের নেটে বা পিসিতে সামু পড়তাম প্রায় নিয়মিত। এই প্লাটফর্মে ব্লগিং তখন তুমুল জনপ্রিয় ছিল বাংলাদেশী নেটিজেনদের কাছে। কারণ চ্যাটিং এর পরবর্তী নতুনত্ব ছিল ব্লগিং। আর বাংলায় কথা বলার লেখার সুযোগ পেয়ে যার যা খুশি লিখতো ব্লগে। ফেসবুক তখনও এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। অনেকে হাই ফাইভ/ গুগল প্লাস ব্যবহার করতো। তবে সে সময়ে ব্লগিং করতে কয়েকবার আগ্রহী হলেও শুরু করা হয়ে ওঠেনি। একবার রেজিস্ট্রেশন করে দেখলাম নিক নাম ভুল হয়েছে। পরে সম্ভবত পাসওয়ার্ডও ভুলে গিয়েছিলাম। তখন পিসি কিংবা মোবাইলে বাংলা লেখাটাও এখনকার মত সহজসাধ্য ছিলনা। আরেকটা কারণ আছে। সামুর তখনকার পরিবেশ আমার দৃষ্টিতে ভালো ছিলনা। প্রচুর পরিমাণে বিশ্রী গালিগালাজ আর ১৮+এর নামে অশ্লীল পোস্ট আসতো ভিডিও সহ। আমার মনে হয়ে সেসব পোস্টদাতাগণ এখন ফেসবুককে রঞ্জিত(!) করছেন। বর্তমানে যারা সামুতে আছেন তারা আগের ব্লগারদের তূলনায় অনেক মার্জিত রুচির। আগে মিনিটে মিনিটে পোস্ট জন্ম নিতো। এখন অনেকসময় ঘণ্টা পেরিয়ে যায় পোস্ট আসে না। তবে সে সময় অজস্র মানহীন পোস্টের সাথে মানসম্পন্ন পোস্টও আসতো। সেসব পোস্টদাতাবৃন্দ এখন হয়তো ব্যস্ত পেশায় বা ফেসবুকে। আমি আসলে বিকল্প গণমাধ্যম হিসেবে ব্লগ বিষয়ে বলতে গিয়ে একটু স্মৃতিচারণ করে নিলাম।
আমার কাছে সামুকে বিকল্প গণমাধ্যম বলে মনে হয়না। আমি মনেও করিনা এটি হওয়ার প্রয়োজন আছে। সামুর আলাদা স্বাতন্ত্র্য আছে। যেমন-
১. গণমাধ্যম একটি নির্দিষ্ট চিন্তার আলোকে তার সব সংবাদ/কনটেন্ট প্রকাশ করে। সেটা সম্পাদকের চিন্তা হোক আর ব্যবসায়ী মালিকেরই হোক কিংবা নির্দিষ্ট মতবাদেরই হোক। সেদিক থেকে সামু তুলনামূলক নিরপেক্ষ জায়গা।
২. গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ পেটের দায়ে লেখেন। সামুর ব্লগারবৃন্দ কিসের দায়ে লেখেন, তারাই ভালো জানেন!( একেকজন একেক কারণে লেখেন, তবে বেশিরভাগ ব্লগ এবং ব্লগারদের ভালবেসে লেখেন)
৩. গণমাধ্যমের জনপ্রিয়তা বিবেচিত হয় সার্কুলেশন কিংবা টিআরপি দেখে। আর সামুর, ভিজিটর সংখ্যা দেখে। এক্ষেত্রে কথা হলো সংবাদপত্রের কোন সংবাদের বা টিভি চ্যানেলের কোন সংবাদের গ্রহণযোগ্যতা যাচাই করা সহজ নয়। কারণ এখানে মন্তব্য, প্রতিমন্তব্যের সুযোগ নেই। যা সামুতে আছে।
৪. গণমাধ্যমের নির্দিষ্ট কাঠামোর মধ্যে থাকতে হয়। সামুতে মুক্ত মাধ্যম। কবিতা হোক আর গল্প হোক দেদারসে লিখে যাচ্ছেন ব্লগারবৃন্দ। পাঠক যা বুঝেন তার উপরই মন্তব্য করে যাচ্ছেন। এতে ব্লগার উৎসাহিত হবার সুযোগ পাচ্ছেন। গণমাধ্যমে এক ক্লিকেই প্রথম পাতায়!- অসম্ভব।
৫. ব্লগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিকনেম। এটি খুবই মজার। হতে পারে, দুজন দুজনকে চিনেন। কিন্তু নিক নেমের কারণে বছরের পর বছর ব্লগে অপরিচিত থেকে যাচ্ছেন। আবার উল্টোটিও ঘটতে পারে। ব্লগে কত আপন। বাস্তবে দেখা হলো, কথা হলো না!!
৬. ব্লগ হচ্ছে অনেকটা রাফ খাতার মতো। যা খুশি লেখা যায়, কাটাছেড়া করা যায়। এখান থেকেই তৈরী হবে কবি-সাহিত্যিক সাংবাদিক। তারা গণমাধ্যমে/ সাহিত্য অঙ্গণে আপন দক্ষতার বিকাশ ঘটাবে।
৭. ব্লগারের কোন বয়স নেই। ঠিক যেমন জ্ঞান অর্জনের কোন বয়স নেই। স্কুল লেভেল থেকে শুরু করে অবসরপ্রাপ্ত প্রবীণ ব্যক্তিও এখানে লিখে যাচ্ছেন। পড়ছেন, মন্তব্য করছেন।পারস্পরিক শ্রদ্ধাবোধের এক সুন্দর উদাহরণ হলো সামু। হাতে গোনা কয়েকজন ব্যতীত প্রায় সবাই পরস্পরকে গঠনমূলক সমালোচনা করেন। বয়স যা-ই হোক সবাই যেন ভাই-বোন। কেউ কারো পোস্ট আটকে দেয় না, যেটা গণমাধ্যমে হয়।
৮. ব্লগে অফুরন্ত জায়গা। এখানে কলামের কিংবা চাংকের সীমাবদ্ধতা নেই। যতখুশি লিখুন।
৯. সামুকে সামাজিক সেবার প্লাটফর্ম করে নিয়েছেন কেউ কেউ। বিশেষ করে রক্তদান, কোন ব্লগারের অসুস্থতায় সহযোগিতা ইত্যাদি। এক্ষেত্রে ব্লগার আমিনুর রহমান সম্ভবত অগ্রণী ব্যক্তিত্ব। গণমাধ্যমে মিথস্ক্রিয়তার সুযোগ কম থাকায় এভাবে সম্ভব হয় না।
তবে বর্তমানে সামুর ভিজিটর সংখ্যা কমে যাবার কারণ- আমার দৃষ্টিতে:
১. ফেসবুকসহ সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা: লাইক শেয়ারের যথেষ্ট সুযোগ এবং প্রযুক্তিগত সুবিধার কারণে এ দেশের নেটিজেনরা এতে আসক্ত। এ ছাড়া ব্লগে লিখতে গেলে ন্যুনতম জ্ঞান লাগে, যা ফেসবুকে স্ট্যাটাস দিতে বা কমেন্ট করতে লাগে না। ব্যক্তিত্বহীনতা এবং অনর্থক উন্মাদনার সহজ সুযোগ রয়েছে, যা আমাদের আবেগসিক্ত সাধারণ জনগনকে মজিয়ে রেখেছে( সব ফেসবুকারের কথা বলছি না)। সামু ব্লগ হলো তুলনামূলকভাবে একটি মানসম্মত জায়গা।
২. সাধারণের মধ্যে এক ধরণের ভীতি/ আকর্ষণহীনতা: বিশেষ করে শাহবাগ পরবর্তী ব্লগার হত্যা নিয়ে গণমাধ্যমের তৈরী করা নেতিবাচক প্রচারণার কারণে সাধারণ মানুষ ব্লগার বলতে নাস্তিক বা এলিয়েন টাইপের কিছু ভাবে। এর চাইতে তো ফেসবুক, টুইটার নিরাপদ!!
৩. মানসম্পন্ন পোস্টের অভাব: সামুতে অনেক গুরুত্বপূর্ণ এবং মান সম্পন্ন পোস্ট আসে। তবে এই অনেক এর পরিমাণটা অনেক কম। ব্লগারবৃন্দ যদি আরো আন্তরিক হন তাহলে এ অবস্থার পরিবর্তন হবে।
৪. সামুর টেকনিক্যাল স্থবিরতা: গত প্রায় ৪/৫ বছর ধরে সামু একই ধরণের লুক নিয়ে আছে। এর কোন অ্যাপ আছে বলে আমার জানা নেই। মোবাইল ভার্সনে সব কাজ করা যায় না। ছবি/ লিংক/ ভিডিও লোড করা কিছুটা জটিল প্রক্রিয়ার। মন্তব্যের নোটিফিকেশন কেন দেখায় না বুঝতে পারি না। এটা কি এনালগ সিস্টেমে হয় কিনা জানিনা। এটা কি এমন যে, কেউ পোস্ট দেখে দেখে সাধারণ স্টেডিয়ামের স্কোরবোর্ডের মত ডিজিট পাল্টায়!!! সম্ভবত আর্থিক সীমাবদ্ধতাও এর টেকনিক্যাল উন্নয়ন না হবার পেছনে একটি বড় কারণ।
তবে সামগ্রিকভাবে বলতে চাই, সামু অনন্য একটি বাংলা অনলাইন জ্ঞানচর্চা ও সামাজিক মতবিনিময়ের মাধ্যম। সামু টিকে থাকুক স্বগৌরবে। প্রজন্ম থেকে প্রজন্মে নতুন ব্লগার জন্ম নিক। সমৃদ্ধ হোক লেখনী, মুক্ত হোক জ্ঞান। সামু ব্লগের সাথে জড়িত সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা।
আলো ঝলমল দিনের আশায় সূর্যমুখী দিলাম....
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১
ধমনী বলেছেন: অযথাই কেন ক্ষেপে যান?
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০
গেম চেঞ্জার বলেছেন: মানসম্পন্ন পোস্টের ব্যাপারে যে বিষয়টা বলেছেন সেটা নিয়ে ব্লগারদের আরো সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
ধমনী বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
কিরমানী লিটন বলেছেন: চমৎকার বিশ্লেষণধর্মী পোষ্ট, সামুর আত্ম জিজ্ঞাসাও বলতে পারি। আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায় ...।
অনেক অভিবাদন প্রিয় ধমনী ভাইয়ার জন্য, সতত শুভকামনা ...
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১
ধমনী বলেছেন: পোস্ট কেমন জানিনা, মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮
মানসী বলেছেন: মানুষ আপনজন দের নিয়েই বেশি ভাবে। সামুও আমাদের আপনজন, তাই এই ভাবনার প্রয়োজন আছে।
লেখার জন্যে শুভেচ্ছা।
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২
ধমনী বলেছেন: সত্যিই সামু আমাদের আপনজন।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার বলেছেন । পোস্ট দেওয়ার সময় অারো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন । মান সম্পন্ন পোস্টের সংখ্যা ইদানিং কমই মনে হয় ।
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
ধমনী বলেছেন: ধন্যবাদ সাধু ভাই।
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর আলোচনা করেছেন।সহমত আপনার সাথে।সামুর সবাইকে ফুলেল শুভেচ্ছা জানাই
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
ধমনী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০
কেউ নেই বলে নয় বলেছেন: ভালো পোস্ট। আপনার সাথে সহমত। মানসম্মত পোস্ট অনেক কমে গেছে। এইমাসে ভালোপোস্টের খরা যাচ্ছে পুরাই।
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
ধমনী বলেছেন: আমরা সবাই মিলে চেষ্টা করলে পরিবর্তন সম্ভব।
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
অগ্নি সারথি বলেছেন: হুম!
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
ধমনী বলেছেন: আগুনের শিখার মতই গম্ভীর মন্তব্য!!
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
গণমাধ্যম এবং বিকল্প গণমাধ্যম দুটর মাঝে একটা সূক্ষ্য পার্থক্য আছে। ব্লগ যদি পত্রিকা কিংবা টেলিভিশন চ্যানেল হতো তাহলে হয়েই যেত। তখন আর ব্লগ না বলে অন লাইন নিউজ পোর্টাল বলতাম। ব্লগকে বিকল্প গণমাধ্যম হিসেবে ভাবা হচ্ছে। আর এখানে ভাবতে হবে এভাবে যে, প্রত্যেকটা মিডিয়ার মাপকাঠি ভিন্ন হলেও জনপ্রিয়তা কিংবা চেনে কয়জনা। অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪.কম যেভাবে মানুষ পড়ে ঠিক তেমন ব্লগ পড়ে আমাদের দেশে কয়জন।
মানসম্মত পোষ্ট দেন আর যাই দেন কথা হলো কতজন সাধারণ মানুষের কাছে আপনার লেখা পৌছায় ? নাকি শুধু ব্লগারদের মাঝেই সীমাবদ্ধ থাকতে পারার মাঝে সন্তুষ্ট হচ্ছি।
আর সামুতো তাও এখনও টিকে আছে আগের মতোই কিন্তু অন্যান্য ব্লগ টিকতে পারেনি কারণ তারা ব্লগের স্বাভাবিক রীতিতে চলতে পারেনি। আর ব্লগটা মূলত নাগরিক সাংবাদিকতা এবং তথ্য বিস্তারের জন্য, সাহিত্য চর্চার জন্য নয়। সাহিত্য চর্চার জন্য আছে সাহিত্য ফোরাম। আর যে মাধ্যম তথ্য বিস্তারের জন্য সেখানে যা খুশি তাই লেখা উচিত নয়। কিংবা রাফ খাতার মতো ব্যবহার করা উচিত নয়। ব্লগে যা লেখা হচ্ছে সেটা রেফারেন্স হিসেবে কাজে আসে। আবজাব মনে যা এলো তাই লেখার জন্য ব্লগ না, আছে ফেসবুক।
যদিও আমি নিজেও সামুতে সাহিত্য চর্চা করি কিন্তু সেটা আমার ব্যর্থতা।
সামুতে সেই জন্মলগ্ন থেকেই মানবিক কাজের জন্য ব্লগাররা এগিয়ে এসেছেন, এখনও করে যাচ্ছেন। এইটা ব্লগের চলমান একটি ভাল দিক অবশ্যই।
তবে নাস্তিকতা এবং ব্লগার হত্যা এইদুটো খুব বেশি নেগেটিভ ইমপ্যাক্ট ফেলেছে ব্লগারদের প্রতি সমাজে।
কথা হলো ব্লগ কিভাবে দেখতে চান তার উপর সব নির্ভর করে। যদি ব্লগিং এর স্বাভাবিক নিয়মের বাইরে এসে ব্লগ করতে চান সেটাও কোন ব্যাপার না আর যার ফলাফল দেখতেই পাচ্ছি। ব্লগের মান কতটা নীচে নেমে গেছে। আর নতুবা প্রকৃত ব্লগিং চাইলে নিজেদের মান নিজেদের উন্নয়ন করতে হবে। লেখার চেয়ে বেশি জানতে হবে, পড়তে হবে।
ধন্যবাদ। ভাল থাকুন।
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
ধমনী বলেছেন: সত্যি বলতে, আপনার বিজয় দিবসের দিনের পোস্টটি পড়ে যে মন্তব্য লিখতে যাচ্ছিলাম সেটাই এই পোস্টের রুপ নিয়েছে। ব্লগের নীতিমালা বা স্বকীয় বৈশিষ্ট্য কী হওয়া জরুরী তা জানিনা। তবে যেটুকু বুঝি লগিং থেকেই ব্লগিংএর আবির্ভাব। সেটা দিনলিপি হলেও কোন সমস্যা নেই, যদি একাত্তরের দিনগুলি বা আনা ফ্রাংকের ডায়েরির মত হয়।
সামুকে রাফখাতা বলেছি সাহিত্য চর্চার ক্ষেত্রে। রেফারেন্স ভিত্তিক বা রেফারেন্স হবার মত পোস্ট প্রদানের ক্ষেত্রে ব্লগারকে এটা 'পরীক্ষার খাতা' ভাবতে হবে অবশ্যই।
সবশেষে যেটা বলেছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মান উন্নত করতে হবে। তখন সামু হবে মণিমুক্তার সমাহার।
অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মতামত ভাবনার মতো বটে।
তবে বিকল্প গণমাধ্যম বলতে কিন্তু নিউজপোর্টাল বা অনলাইন পত্রিকা বোঝায়না। বরং তাদের ভূমিকার সাথে বাড়তি ভূমিকা সহ ব্লগারদের যে আরো বাড়তি অংশগ্রহনের মাধ্যমে শক্তিশালী, নতুন যে ধারা তাকেই মিন করছে।
ঐ সকল মাধ্যমে যে বাঁধা.. সামুতে/ব্লগে তা নেই। যার ফলে আরও বেশী কাজ করার দেখানো সুযোগ কিন্তু অবারিত।
কান্ডারী ভাইয়ের মন্তব্যের শেষাংশ উল্লেখ করতেই হয়...
প্রকৃত ব্লগিং চাইলে নিজেদের মান নিজেদের উন্নয়ন করতে হবে। লেখার চেয়ে বেশি জানতে হবে, পড়তে হবে।
আপনার লেখা ইত্তেফাকে নির্বাচিত পাতায় যাওয়ায় অভিনন্দন।
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
ধমনী বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই। ইত্তেফাকের নির্বাচিত পাতাটা কী জিনিস?
১১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২
জুন বলেছেন: কান্ডারি মনে হয় সবার বিশেষ করে আমার মনের কথাগুলোই বলে ফেলেছে ধমনী। এমন একটি পোষ্টের জন্য আপনাকে অভিনন্দন। আর শুভেচ্ছা রইলো এক জন সহ ব্লগার হিসেবে।
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
ধমনী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভ্রমণবিলাসী আপু।
১২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: ইদানিং ফেসবুককে আলাদা ব্লগপোস্ট বলতে ইচ্ছে হয়। মানুষ এখন ফেসবুককেই লেখালেখির মাধ্যম হিসেবে ধরে নেয়। লাইক, কমেন্টের জোরে অনেকে ফেসবুক সেলিব্রিটি বলে গণ্য হয়। তখন তাদের আলাদা ভাব। তাদের বক্তব্যের গঠণমূলক সমালোচনা দূরে থাক, একটা বিরুদ্ধ কথা বললেই ভক্তরা কীবোর্ড নিয়ে মারমুখো হয়ে যায়। সেদিক থেকে নির্ভেজাল, নিরুত্তাপ ব্লগিং এর এই সামুকে একটু আপডেটেড করতে হবে বৈকি! ইদানিং প্রোগ্রামারদের অভাব নাই। সামু এদিকটাতে নজর দেয় না কেন?
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
ধমনী বলেছেন: সহমত তৌকির ভাই।
১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
শাহাদাত হোসেন বলেছেন: খুব সুন্দর মানসম্মত লেখা
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
ধমনী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
অপর্ণা মম্ময় বলেছেন: সামু আমারও প্রিয় ব্লগ এখন। মূলত ব্লগার হাসান মাহবুব ভাইয়ের অনুপ্রেরণায় আমার সামুতে আসা। উনার গল্প গুলো পড়তে আসতাম। তারপর একদিন রেজিস্ট্রেশন করে ফেললাম।
সামুতে মানসম্পন্ন পোস্ট আসে অবশ্যই। তবে সেই পোস্টের ভিড়ে মানহীন পোস্টের সংখ্যাও অসংখ্য। মিনিটে মিনিটে পোস্ট এখন হয়তো আসে না। নির্দিষ্ট একটা গ্যাপ দিয়ে দিয়ে পোস্ট ছাড়লে ভালো হবে ব্লগ প্যানেল থেকে।
ছাগু মুক্ত সামুর প্ল্যাটফর্ম চাই। এক একটা যুদ্ধাপরাধীর বিচার হয় আর ছাগুদের ম্যাতকারে সামু ভারী হয়ে যায়।
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
ধমনী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
সাহসী সন্তান বলেছেন: যদিও সামুর সাথে আমার পরিচয় খুব বেশিদিন আগের নয়। তারপরেও এই অল্পদিনে সোশ্যাল মিডিয়া হিসাবে সামু এবং সামুর মানুষগুলোকে যতটা ভালবেসে ফেলেছি এমনটা আর অন্য কোন সোশ্যাল মিডিয়ার জন্য হয়নি। সত্যিই উন্মূক্ত প্লার্টফর্ম হিসাবে সামুর তুলনা হয় না................!!
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮
ধমনী বলেছেন: সাহসী সন্তানরা থাকলে সামুর আর দুঃখ কিসের!!
১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
ইছামতির তী্রে বলেছেন: ভাল লিখেছেন। প্রতিটা জিনিষ তার নিজস্বতা নিয়ে টিকে থাকে। সামুও তেমনি। আপনার অনেক কথার সাথেই একমত পোষণ করছি। এমন একটা লেখা আমি ২০১৩ সালে দিয়েছিলাম। লেখার লিঙ্ক লগ ডে উপলক্ষে আমার ছোট্ট আয়োজন...কেন ব্লগিং করি????
সময় করে পড়ে দেখতে পারেন।
ধন্যবাদ।
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
ধমনী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। আপনার পোস্টটি সময় করে পড়বো।
১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
সুমন কর বলেছেন: চমৎকার বিশ্লেষণমূলক পোস্টে অনেক ভালো লাগা। প্রতিটি কথার সাথে সহমত। ভালো লিখেছেন।
এখানে কিছুদিন থাকলে অনেক না-জানা মানুষের সাথেও একটা অদৃশ্য সম্পর্ক গড়ে উঠে। যেখানে নেই কোন পরিচয়, প্রত্যাশা কিংবা দাবি। যদিও কিছু মানুষের সাথে পরবর্তীতে ফেবুতে বা ব্যক্তিগতভাবে পরিচয় হয়ে যায়। এটা খুবই ভালো বিষয়।
আবার এখানে কিছুদিন থাকলে, একটা নেশা হয়ে যায়। কিসের যেন একটা টান অনুভব করা ! সে টানে ব্লগে (সামুতে) ফিরে আসে বা আসি। একদিন সামুতে না আসলে কি যেন হয়নি, অনুভব করি ! এই যে, আমরা সামুতে ফিরে আসি কিসের জন্য !!! আমি বলবো, শুধু নিজের জন্য।
এখন ভালো পোস্ট কম আসে, সেটা মেনে নিতে হচ্ছে !! কারণ অনেক ভালো ব্লগার সামু থেকে চলে গেছে। আশা করি, তাঁরা সবাই ফিরে আসবে।
আবার এখন কিছু ব্লগার আছে, শুধু পোস্ট দিয়েই যায় ! অন্য ব্লগারদের ভালো পোস্টসমূহে তারা যান না, কিংবা মন্তব্যও করেন না। তাই তারা নিজেদেরকে পরিচিত করে তুলতে পারছে না। ফলে ভালো লিখেও পরিচিত হতে পারছে না। তাদের কেউ কেউ হয়তো ব্যক্তিগত ডায়েরী হিসেবে এখানে লিখে রাখছে। কিন্তু আমি এটার পক্ষে নই। তাহলে ব্লগে আসা কেন ?? ফেবুতে চলে যাও !!
আবার অল্প কিছু ব্লগার, আজকাল ফেবুর মতো ব্লগকে ব্যবহার করছে, সেটাও দেখতে ভালো লাগে না। তারা ইচ্ছে করলে ঐকাজগুলো ফেবুতেই করতে পারে।
গণমাধ্যম নিয়ে কিছুদিন অনেক বলেছি, তাই আজ ব্লগ নিয়ে বললাম। আর গণমাধ্যম নিয়ে আজ কাণ্ডারী ভাই, যা বলার বলে গেছে।
ব্লগ নিয়ে, তাই বিস্তারিত কিছু বললাম। শুভ সন্ধ্যা।
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮
ধমনী বলেছেন: আমার পোস্টের চাইতে আপনাদের মন্তব্যগুলোই বেশি বিশ্লেষণধ্মী। ধন্যবাদ সুমন ভাই। অদৃশ্য পরিচয় টিকে থাকুক। গভীর হোক অজানা সম্পর্ক।
১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ব্লগ কেন বিকল্প গণমাধ্যম হতে পারে না, তার সবগুলো কারণই আমার কাছে ভালো লেগেছে। এদের মধ্যে দুই নম্বরটি বিশেষ ভালো লেগেছে।
ব্লগের জনপ্রিয়তা কমেছে কিনা সেটা বলতে পারবো না, কারণ ২০০৫-২০০৯ সালের মধ্যে যে যতগুলো ব্লগসাইট ছিল, তার ১০/২০ গুণ বেশি পাবলিক ব্লগসাইট এখন বাংলাদেশে আছে। সবখানেই কিন্তু ব্লগারদের উপস্থিতি আছে।
নানাবিধ কারণে তবে ব্লগারদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, এটি ঠিক। এটি কোন গণতান্ত্রিক দেশের জন্য মঙ্গলজনক নয়।
দেশ ও সমাজের উন্নয়নের জন্য নানাবিধ মতের সমন্বয় হতে হবে। মুক্তমতের সুযোগ থাকতে হবে। তা না হলে রাষ্ট্রনায়করা কখনও ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। সেটি দেশের জন্য বিপদজনক।
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
ধমনী বলেছেন: আপনার হাসিটা দেখলে মন্তব্য পড়ার প্রয়োজনটা ভুলে যাই। মনে হয় হাসিতেই সব বলা আছে। নিরন্তর উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫
জয়ীর পরাজয় বলেছেন: নতুন আমি।হয়তো আপনার মত নিক নাম,বা পাসওয়ার্ড ভুলে যাবোনা,কিন্তু উৎসাহটা হারিয়ে যাবার ভয়ে আছি।
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩
ধমনী বলেছেন: নামটাই রেখেছেন পরাজয়, ভয় তো আপনার পিছু ছাড়বে না।
নতুন-পুরাতন বিষয় না। আপনি কতটা সময় দিচ্ছেন সেটাই বিষয়।
শুভেচ্ছা আপনাকে।
২০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯
আরণ্যক রাখাল বলেছেন: আসলে এখনও অনেক পোস্ট আসে| কিছু মানহীন কিছু ভাল| তবে ভাল লেখা খুঁজতে হয়| এটা ভাল লক্ষণ নয়| আমি এখন হোমপেজ ঘুরেও পড়ার কিছু পেলাম না| কবিতা আর ল্যাদাল্যাদা গল্পে ভর্তি|
তবে কিছু লেখা আসে যা অনবদ্য| অন্যান্য ব্লগগুলো ঘুরে দেখেছি| ভাল লাগেনি| তাদের চেয়ে সামু অনেক ভাল| শুধু পোস্ট অতিরিক্ত আসে|
সুন্দর পোস্ট| শুভেচ্ছা ব্লগ ডের
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫
ধমনী বলেছেন: সত্যিই ভাল লেখা যেন খুঁজতে না হয় এমন হওয়া দরকার প্রতিটি পোস্ট। আন্তরিক শুভেচ্ছা রাখাল ভাই।
২১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন আপনার কথা গুলো ,
পোস্ট লিখতে আরও বেশি দায়িত্ব বান হয়া উচিত ।
২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২
ধমনী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
আমিনুর রহমান বলেছেন:
আমাদের প্রিয় সামু। সামুর প্রতি ভালোবাসাটা এমনই যে কম্পিউটার অন করে ব্রাউজারে প্রথম যে অক্ষরটা লিখি তা হলো "এস"। অন্য যে কাজের জন্যই পিসির সামনে থাকি না কেনো সব ট্যাবই অফ করি কিন্তু সামুর ট্যাব অফ হয় না। গত ৮ বছর ধরে এটা নিয়মিত ভাবেই চলছে। আমার এতোদিনের ব্লগিং এর হিসেবে সামু'র সবচেয়ে ভালো সময় ২০১৩ থেকে এখন পর্যন্ত। আনুপাতিক হারে হয়ত আগের মতো ব্লগার নেই কিন্তু এখন যা আছে তাদের মধ্যে কোয়ালিটি এবং ব্লগের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ আছে। সামু'র ভিজিটর কমে যাওয়ার পিছনে সবচেয়ে বড়ো যে কারণটা আমার কাছে মনে হয়েছে তা হলো টেকনিক্যাল প্রবলেম। যদিও এখন তা নেই এবং সেই কারনে ৬ মাসে আগে যেখানে ভিজিটর ২০০/৩০০ থাকতো সেখানে এখন ৫০০ বা তার অধিকই থাকি নিয়মিত। এখন প্রয়োজন একটা এপসের। সেটা হলে আবারও আগের মতো জমজমাট একটা রূপ ধারণ করবে আশা করি।
আপনার বিশ্লেষণধর্মী পোষ্টের জন্য ধন্যবাদ।
২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১
ধমনী বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় মূল্যবান মন্তব্যের জন্য। সামু জড়িয়ে থাকুক ভালোবাসায়...
২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর ব্লগারবৃন্দ কিসের দায়ে লেখেন, তারাই ভালো জানেন!( একেকজন একেক কারণে লেখেন, তবে বেশিরভাগ ব্লগ এবং ব্লগারদের ভালবেসে লেখেন) কথাটা ভাল লাগলো ।
পুরো লিখাও ভাল লেগেছে ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
ধমনী বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।
২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
লেখোয়াড়. বলেছেন:
ভাল পোস্ট।
++++++++
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
ধমনী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ব্লগ নিয়া বিশেষ করে সমহোয়্যারইনকে নিয়ে আপনার মুল্যায়নে আমার মনের কথাটাই ফুটে উঠেছে, একদিন ব্লগে না ঢুকলে যেনো কোথায় একটা অসম্পূর্ণতা থেকেই যায়........শুভেচ্ছা জানবেন ভাই
২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
ধমনী বলেছেন: আমি একদিন ব্লগে না আসিলে.....
ধন্যবাদ ভাই।
২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন:
২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
ধমনী বলেছেন: আপনি চা দিলেন। বেশ সুস্বাদু হয়েছে। আমি কফি দিচ্ছি-
২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
প্রামানিক বলেছেন: এই পোষ্টটি আমার চোখ এড়িয়ে গেল কেমনে?
২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
ধমনী বলেছেন: কেমনে কবো বাহে?
পরে পড়লেও ধন্যবাদ থাকলো।
২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগ হচ্ছে অনেকটা রাফ খাতার মতো। যা খুশি লেখা যায়, কাটাছেড়া করা যায়।
লেখালিখির ইচ্ছে অনেকদিন থেকেই তবে সুযোগ্য সুযোগের অভাবে হয়ে ওঠে নি। ফেবুর লাইক কমেন্টের মারপ্যাঁচ অসহ্য লাগে। তার পরিপেক্ষিতে সামু কিন্তু বেশ ভালো। এখানে নিজেকে মূল্যায়ন করা যায়। আর তারথেকেও বড় কথা এমন কিছু মানুষের সহচার্য পাওয়া যায় যারা কিনা আরাধ্য।
পোস্ট অসাধারণ হয়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
ধমনী বলেছেন: আপনার মন্তব্যে দিশেহারা হবো কিনা ভাবছি!
২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যে দিশেহারা হবার উপাদান থাকলে নির্দ্বিধায় হোন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
ধমনী বলেছেন: রাজপুত্রই দিশেহারা। আমরা তো নিরীহ জনগন.... আমাদের দিশা তো কবেই....
৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্রের অবস্থা তার থেকেও করুণ।
৩১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৭
আবু শাকিল বলেছেন: আমার সামুতে আসার গল্পটা আপনার মতই ।আমি সামুতে পাঠক হয়ে এসেছি সম্ভবত ২০০৯ শেষের দিকে ।সেই থেকে সময় - সুযোগে আসা-যাওয়া শুরু করছি ।মাস খানেক এক্টিভ থাকি আবার উদাও হয়ে যাই ।তবে আসি গোপনে ।মায়ার বাঁধন । চাইলেই ছাড়া যায় না।
খুব ভাল কথা লিখেছেন ।
পারস্পরিক শ্রদ্ধাবোধের এক সুন্দর উদাহরণ হলো সামু। হাতে গোনা কয়েকজন ব্যতীত প্রায় সবাই পরস্পরকে গঠনমূলক সমালোচনা করেন। বয়স যা-ই হোক সবাই যেন ভাই-বোন
ধন্যবাদ ।
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
ধমনী বলেছেন: ধন্যবাদ আবু শাকিল।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
"৩. মানসম্পন্ন পোস্টের অভাব: সামুতে অনেক গুরুত্বপূর্ণ এবং মান সম্পন্ন পোস্ট আসে। তবে এই অনেক এর পরিমাণটা অনেক কম। ব্লগারবৃন্দ যদি আরো আন্তরিক হন তাহলে এ অবস্থার পরিবর্তন হবে। "
-আপনার লেখাই 'মান সম্পন্ন'; বেশী করে লেখেন, যেন হার্ড ড্রাইভের মাথা ঘুরায়ে যায়।